Biology MCQ in Bengali Part 01: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ২০ টি জীববিদ্যা বিষয়ের M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
Biology MCQ in Bengali Part 01 | জীববিদ্যা MCQ প্রশ্নোত্তর পর্ব ০১
Table of Contents
1. AIDS/HIV ভাইরাস এক প্রকার –
A. RNA ভাইরাস
B. DNA ভাইরাস
C. DNA অথবা RNA ভাইরাস
D. উভয় প্রকার ভাইরাস
উত্তর :- (A)
2. নিম্নলিখিত কোন প্রাণীতে রমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
A. কুকুর
B. গরু
C. পায়রা
D. গিরগিটি
উত্তর :- (B)
3. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনেস প্রথেটিক গ্রুপ যুক্ত থাকে ?
A. পাইরিডক্সিন
B. নিকোটিনিক অ্যাসিড
C. রাইবোফ্লেভিন
D. প্যানটোথেনিক অ্যাসিড
উত্তর :- (C)
4. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
A. ফুল
B. পাতা
C. বীজ
D. ছাল
উত্তর :- (D)
5. মানুষের স্বাভাবিক রক্ত –
A. ক্ষারীয়
B. আম্লিক
C. প্রশমিত
D. পরিবর্তনশীল
উত্তর :- (A)
6. ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়—
A. গ্রেভ – এর রোগ
B. কুশিং – এর রোগ
C. ডায়াবেটিস মেলিটাস
D. ডায়াবেটিস ইনসিপিডাস
উত্তর :- (D)
7. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে –
A. অন্ত্র
B. রক্ত
C. লসিকানালী
D. যকৃত
উত্তর :- (C)
8. দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কী ?
A. গ্লোবিউলিন
B. ল্যাকটোজ
C. অ্যালবুমিন
D. কেসিন
উত্তর :- (D)
9. কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে ?
A. জিঙ্ক
B. কপার
C. বোরণ
D. ম্যাঙ্গানিজ
উত্তর :- (A)
10. মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে, মানুষের মৃত্যু ঘটবে ?
A. 7. 0 %
B. 5. 0 %
C. 3. 0 %
D. 2. 0 %
উত্তর :- (B)
11. নিম্নের কোন হরমোনটি রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ?
A. ইনসুলিন
B. থাইরক্সিন
C. গ্লুকোজ
D. অক্সিটোসিন
উত্তর :- (A)
12. আলু হল—
A. ফল
B. কান্ড
C. মূল
D. কুঁড়ি
উত্তর :- (B)
13. রাতকানা রোগ কোন ভিটামিনটির অভাবে হয় ?
A. ভিটামিন K
B. ভিটামিন D
C. ভিটামিন A
D. ভিটামিন C
উত্তর :- (C)
14. ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল—
A. তাল
B. নিটাম
C. কাঁঠাল
D. পাইন
উত্তর :- (D)
15. কোনটি ইউকারপিক ছত্রাক ?
A. ফিউসেরিয়াম
B. মিউকর
C. অ্যাসপারজিলাস
D. পেনিসিলিয়াম
উত্তর :- (A)
16. বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয়—
A. মায়োপিয়া
B. প্রেসবাইয়াপিয়া
C. অ্যাস্টিগম্যাটিজম
D. হাইপারমেট্রোপিয়া
উত্তর :- (B)
17. নিম্নলিখিত কার দ্বারা শুক্রাণুর পুষ্টির যোগান হয় ?
A. লেডিগ কোষ
B. শুক্রোৎপাদক নালিকা
C. সারটোলি কোষ
D. উল্লিখিত সবকটি
উত্তর :- (C)
18. নিম্নের কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
A. শুক্রাশয়
B. থাইরয়েড
C. অ্যাড্রিনাল কর্টেক্স
D. অ্যাড্রিনাল মেডুলা
উত্তর :- (D)
19. যে হরমোনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো ?
A. প্যারাথাইরয়েড
B. থাইরয়েড
C. ADH
D. STH
উত্তর :- (A)
20. গরুর গর্ভধারণকাল কত দিন ?
A. ৪০০ দিন
B. ২৪০ দিন
C. ১২৪ দিন
D. ১০০ দিন
উত্তর :- (B)