---Advertisement---

Chemistry GK MCQ in Bengali Set 10 l General Science Chemistry MCQ 2024 | সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ

By Siksakul

Updated on:

Chemistry GK MCQ in Bengali Set 10
---Advertisement---

Chemistry GK MCQ in Bengali Set 10: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।

আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।

General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 10

181. সরলতম বদ্ধশৃঙ্খল জৈব যৌগ কোনটি ?
(A) টলুইন
(B) ফেনল
(C) বেঞ্জিন
(D) সাইক্লোহেক্সেন

(C) বেঞ্জিন 
182. কার্বনের কোন্ ধর্মের জন্য জৈব যৌগগুলি শৃঙ্খলিত হতে পারে?
(A) ক্যাটিনেশন
(B) সমাবয়বতা
(C) দুটোই
(D) কোনটাই নয়

(A) ক্যাটিনেশন 
183. বদ্ধশৃঙ্খল যৌগকে আর কী নামে ডাকা হয় ?
(A) আলফা যৌগ
(B) বিটা যৌগ
(C) রিং যৌগ
(D) গামা যৌগ

(C) রিং যৌগ 
184. ফ্যাটি অ্যাসিড শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কী?
(A) কার্বক্সিল
(B) কার্বনিল
(C) হাইড্রক্সিল
(D) নাইট্রো

(A) কার্বক্সিল 
185. অ্যালকিল নাইট্রাইল শ্রেণীর যৌগের কার্যকরী মূলকের নাম কী?
(A) নাইট্রো
(B) অ্যামিনাে
(C) ইথার
(D) সায়ানাে

(D) সায়ানাে 
186. অ্যারােমা (aroma) শব্দটির অর্থ কী?
(A) গন্ধ
(B) বর্ণ
(C) আকার
(D) গঠন

(A) গন্ধ 
187. জৈবযৌগ নামকরণ করার পদ্ধতিকে কী বলে?
(A) I.U.P.A.C.
(B) I.D.P.A.C
(C) I.K.PA.C
(D) I.L.P.A.C

(A) I.U.P.A.C. 
188. অ্যাসিটিলিনে কোন ধরনের হাইব্রিডাইজেশন দেখা যায় ?
(A) Sp3
(B) Sp
(C) Sp2
(D) Sp4

(B) Sp 
189. অর্বিটালের হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে?
(A) ক্যাভেণ্ডিস ও পাউলিং
(B) আইনস্টাইন ও স্লেটার
(C) পাউলিং ও স্লেটার
(D) ক্যাভেণ্ডিস ও আইনস্টাইন

(C) পাউলিং ও স্লেটার 
190. Sp3 হাইব্রিড অবিট্যাল এর বন্ধন কোণ কত?
(A) 120°
(B) 180°
(C) 109°28′
(D) 128°9′

(C) 109°28′ 
191. ভ্যান্ট হফ ও লা-বেল কার্বন যােজ্যতার কোন্ মডেলের কথা বলেন?
(A) সমচতুস্তলকীয় মডেল
(B) সমতৃস্তরীয় মডেল
(C) সমপঞ্চস্তলকীয় মডেল
(D) ষড়ভুজাকৃতি মডেল

(A) সমচতুস্তলকীয় মডেল 
192. নর্মাল পেন্টেন, আইসােপেন্টেন ও নিওপেন্টেন—এদের মধ্যে কী ধরনের সমাবয়ব দেখা যায়?
(A) মেটামেরিজম
(B) শৃঙ্খলা সমাবয়ব
(C) অবস্থানগত সমাবয়বতা
(D) ফাংশনাল সমাবয়বতা

(B) শৃঙ্খলা সমাবয়ব 
193. ল্যাকটিক অ্যাসিড ও প্রােপানােয়িক অ্যাসিডে কোন্ ধরনের আইসােমেরিজম বা সমাবয়বতা দেখা যায় ?
(A) অবস্থানগত সমাবয়বতা
(B) আলােকীয় সমাবয়বতা
(C) শৃঙ্খলা সমাবয়বতা
(D) ফাংশনাল সমাবয়বতা

(B) আলােকীয় সমাবয়বতা 
194. যে মিশ্রণে সমপরিমাণ আইসােমার থাকে তাকে কী বলে?
(A) বরডিয়াক্স মিশ্রণ
(B) রেক্সিন মিশ্রণ
(C) সেরামিক মিশ্রণ
(D) রেসিমিক মিশ্রণ

(D) রেসিমিক মিশ্রণ 
195. ডাইমিথাইল ইথার ও মিথাইল প্রােপাইল ইথারে কোন ধরনের আইসােমার দেখা যায় ?
(A) মেটামেরিজম
(B) শৃঙ্খল সমাবয়বতা
(C) অবস্থানগত সমাবয়বতা
(D) কোনটাই নয়

(A) মেটামেরিজম 
196. ম্যালিক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিডে কী ধরনের আইসােমার আছে?
(A) মেটামেরিজম
(B) ফাংশনাল আইসােমেরিজম
(C) ত্রিমাত্রিক বা স্টিরিও আইসােমেরিজম
(D) শৃঙ্খল আইসােমেরিজম

(C) ত্রিমাত্রিক বা স্টিরিও আইসােমেরিজম
197. মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত?
(A) ইথেন
(B) মিথেন
(C) প্রােপেন
(D) বিউটেন

(B) মিথেন 
198. ফর্মালিনে কত শতাংশ ফর্মালডিহাইড থাকে ?
(A) 20
(B) 74
(C) 35
(D) 40

(A) 20 
199. ফর্মিক অ্যাসিডের সঙ্কেত কী?
(A) H3COOH
(B) CH3COOH
(C) HCHO
(D) HCOOH

(D) HCOOH 
200. আলকাতরার মধ্যে বেঞ্জিনের উপস্থিতি কে প্রমাণ করেন?
(A) বিজ্ঞানী হফম্যান
(B) বিজ্ঞানী ফিডারম্যান
(C) বিজ্ঞানী পলম্যান
(D) বিজ্ঞানী সােডরম্যান

(A) বিজ্ঞানী হফম্যান 

Read More: Chemistry GK MCQ in Bengali Set 4

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment