Chemistry GK MCQ in Bengali Set 6: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 6
101. সমআয়তন CO ও H2-এর মিশ্রণকে কী বলে?
(A) ওয়াটার গ্যাস
(B) হাইড্রোজেন গ্যাস
(C) পলিউটেড গ্যাস
(D) লাফিং গ্যাস
(A) ওয়াটার গ্যাস
102. অধিশােষণ পদার্থের কোন্ তল দ্বারা ঘটে?
(A) উল
(B) নিম্নল
(C) পার্শ্বতল
(D) পৃষ্ঠতল
(D) পৃষ্ঠতল
103. জাপান ব্ল্যাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয় ?
(A) গ্যাস কার্বন
(B) কোক
(C) অঙ্গার
(D) ঝুল
(D) ঝুল
104. অঙ্গার বা চারকোল জলে ভাসে কারণ-
(A) এটি জলের চেয়ে হালকা
(B) এটি H-এর চেয়ে হালকা
(C) এটির ঘনত্ব জলের চেয়ে কম
(D) এটি সচ্ছিদ্র
(D) এটি সচ্ছিদ্র
105. কোন্ দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হীরক পাওয়া যায় ?
(A) দক্ষিণ আফ্রিকায়
(B) ব্রাজিলে
(C) রাশিয়ায়
(D) চিলিতে
(A) দক্ষিণ আফ্রিকায়
106. হেবার পদ্ধতিতে কোন মৌলের শিল্প প্রস্তুত হয় ?
(A) N2
(B) O2
(C) H2
(D) C
(A) N2
107. কোন ধরনের কয়লার অন্তর্ভূম পাতনে কোক পাওয়া যায় ?
(A) পিট
(B) লিগনাইট
(C) বিটুমিনাস
(D) অ্যানথ্রাসাইট
(D) অ্যানথ্রাসাইট
108. গ্যাস-থার্মোমিটারে নিম্নলিখিত কোন গ্যাস থাকে ?
(A) O2
(B) H2
(C) N2
(D) Cl2
(C) N2
109. ভারি জলের সঙ্কেত কী ?
(A) S2O
(B) D2O
(C) N2O
(D) K2O
(B) D2O
110. জল একটি যৌগিক পদার্থ নিচের কোন্ বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন ?
(A) পাউলিং
(B) রবার্ট বয়েল
(C) ক্যাভেণ্ডিস
(D) প্রীষ্টলী
(C) ক্যাভেণ্ডিস
111. কোন্ জল পানের পক্ষে বেশি বিশুদ্ধ?
(A) পাতিত জল
(B) আয়নমুক্ত জল
(C) ঝরনার জল
(D) সমুদ্রের জল
(A) পাতিত জল
112. খর জলে সাবান ব্যবহারের অসুবিধা কী ?
(A) কাপড় পরিষ্কার হয় না
(B) কাপড় কালাে হয়ে যায়
(C) কাপড় নােনতা হয়ে যায়
(D) সাবানের অপচয় ঘটে
(D) সাবানের অপচয় ঘটে
113. তেল ছবির সাদা রঙ কালাে হয় কোন পদার্থ উৎপন্ন হওয়ার ফলে?
(A) PbS
(B) PbS2
(C) AgCl
(D) MgSO4
(A) PbS
114. পচা ডিমের গন্ধযুক্ত কোন্ গ্যাস?
(A) NO
(B) NH3
(C) H2S
(D) NO2
(C) H2S
115. CO2 আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?
(A) ভন হেলমেন্ট
(B) ক্যাভেণ্ডিস
(C) ল্যাভয়সিয়ে
(D) প্রীস্টলী
(A) ভন হেলমেন্ট
116. ইডিওমিটার যন্ত্রটি ইংরেজি কোন্ অক্ষরের মতাে দেখতে ?
(A) L
(B) N
(C) S
(D) U
(D) U
117. অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কেমন?
(A) ক্ষারধর্মী
(B) অ্যাসিডধর্মী
(C) প্রশম
(D) উভধর্মী
(A) ক্ষারধর্মী
118. H2S গ্যাস প্রস্তুতিতে কোন দ্রব্য দ্বারা একে শুদ্ধ করা হয় ?
(A) P2O5
(B) V2O5
(C) CaO
(D) CaCl2
(A) P2O5
119. ইউরিয়া থেকে নিচের কোন পদার্থ প্রস্তুত করা যায় ?
(A) H2S
(B) HgO
(C) H2O
(D) NH3
(D) NH3
120. বাতাসে CO2 শতকরা কত ভাগ আছে?
(A) 1.03
(B) 2.03
(C) 0.05
(D) 0.03
(D) 0.03