Chemistry GK MCQ in Bengali Set 7: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 7
121. শুষ্ক বরফ (Dry ice) আসলে কী?
(A) NH3
(B) H20
(C) CO2
(D) H2SO4
(C) CO2
122. নিচের কোনটি জলের খরতার কারণ ?
(A) লৌহঘটিত লবণ
(B) সালফেট লবণ
(C) ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের বাইকার্বনেট
(D) সবকটি
(C) ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের বাইকার্বনেট
123. জলে অতিবেগুনী রশ্মি চালনা করলে কী হবে?
(A) আয়নমুক্ত হবে
(B) জীবাণুমুক্ত হবে
(C) খরতা দূর হবে
(D) সবকটি
(B) জীবাণুমুক্ত হবে
124. অগ্নিনির্বাপক হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(A) NH3
(B) H2S
(C) CO2
(D) H2SO4
(D) H2SO4
125. কোন বিখ্যাত গ্রন্থে S-কে জলন্ত পাথর হিসাবে বলা হয়েছে?
A) কোরান
(B) বাইবেল
(C) বেদ
(D) জেন্দাবেস্তা
(B) বাইবেল
126. রম্বিক সালফারের কয়টি তল থাকে?
(A) 7
(B) 6
(C) 8
(D) 9
(C) 8
127. Na2S2O3 বা সােডিয়াম থায়ােসালফেট যৌগ কোন্ শিল্পে কাজে লাগে?
(A) বস্ত্রশিল্প
(B) কাগজশিল্প
(C) হস্তশিল্প
(D) ফটোগ্রাফী
(D) ফটোগ্রাফী
128. গ্যালেনা কীসের আকরিক?
(A) SO2
(B) S
(C) C
(D) CO2
(B) S
129. নিচের কোন্ পদার্থে সালফার দ্রবীভূত হয়?
(A) উত্তপ্ত জল
(B) উত্তপ্ত বেঞ্জিন
(C) ঠাণ্ডা জল
(D) উত্তপ্ত HCl
(B) উত্তপ্ত বেঞ্জিন
130. আলট্রামেরিন-এর রঙ কেমন?
(A) নীল
(B) হলুদ
(C) কালো
(D) সাদা
(A) নীল
131. S-এর নিষ্কাশন কোন উপায়ে হয় ?
(A) ওয়াল্ড পদ্ধতি
(B) হেবার পদ্ধতি
(C) ভন পদ্ধতি
(D) হ্রাস পদ্ধতি
(D) হ্রাস পদ্ধতি
132. SO2 কী ধরনের অক্সাইড ?
(A) আম্লিক
(B) ক্ষারীয়
(C) প্রশম
(D) উভধর্মী
(A) আম্লিক
133. ফসফিনের গন্ধ কেমন?
(A) পচা মাছ
(B) পচা সবজি
(C) পচা মাংস
(D) পচা ডাল
(A) পচা মাছ
134. তেজস্ক্রিয় P কোন রােগের চিকিৎসায় কাজে লাগে?
(A) যক্ষ্মা
(B) এইডস
(C) ক্যান্সার
(D) গ্যাংগ্রীন
(C) ক্যান্সার
135. ফসফরাসের আবিষ্কারক ব্রান্ড পেশায় কী ছিলেন?
(A) ইঞ্জিনিয়ার
(B) চিকিৎসক
(C) বিজ্ঞানী
(D) জেলে
(B) চিকিৎসক
136. কোন P-কে জলের নিচে রাখা হয়?
(A) লাল
(B) সাদা
(C) কালাে
(D) হলুদ
(B) সাদা
137. সাদা P-এর জন্য কোন্ রােগ হয়?
(A) কুষ্ঠ
(B) গ্যাংগ্রীন
(C) ফসিজ
(D) ক্যান্সার
(C) ফসিজ
138. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্যে কোন্ যৌগ ব্যবহৃত হয়?
(A) PH3
(B) NH3
(C) CO3
(D) H2S
(A) PH3
139. ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন্ পদার্থের জন্য ?
(A) Ca
(B) Cl
(C) OCl
(D) সবকটি
(B) Cl
140. তুঁতের রঙ কেমন ?
(A) হলুদ
(B) সবুজ
(C) সােনালী
(D) নীল
(D) নীল
Read More: Chemistry GK MCQ in Bengali Set 5