---Advertisement---

Chemistry M.C.Q in Bengali Part 01 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০১

By Siksakul

Published on:

Chemistry M.C.Q in Bengali Part 01 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০১
---Advertisement---

Chemistry M.C.Q in Bengali Part 01: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে রসায়নবিদ্যা M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি রসায়নবিদ্যা M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছ। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

Chemistry M.C.Q in Bengali Part 01 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০১

1. যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক ৯, ১৭, ৩৫, ৫৩, তারা হল— 

A. হ্যালোজেন

B. ক্ষার ধাতু 

C. নিষ্ক্রিয় মৌল 

D. ক্ষারীয় মৃত্তিকা ধাতু

উত্তর :- (A)

2. স্টেইনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে ?

A. জিঙ্ক

B. নিকেল এবং ক্রোমিয়াম 

C. কপার

D. ম্যাঙ্গানিজ 

উত্তর :- (B)

3. শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈবযৌগ ব্যবহার করা হয় ?

A. বেঞ্জিন

B. ইথিলিন

C. ক্লোরোফর্ম

D. ন্যাপথ্যালিন

উত্তর :- (C)

4. অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কী ? 

A. শক্তিশালী দ্রাব

B. শক্তিশালী দ্রাবক 

C. শক্তিশালী দ্রবণ

D. শক্তিশালী জল 

উত্তর :- (D)

5. পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ?

A. অষ্টম 

B. পঞ্চম

C. দ্বিতীয়

D. প্রথম

উত্তর :- (A)

6. কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয় ?

A. লিটমাস

B. ফেনলথ্যালিন 

C. মিথাইল অরেঞ্জ

D. কোনটাই নয়

উত্তর :- (B)

7. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?

A. জেনন

B. নিয়ন

C. হিলিয়াম

D. আর্গন

উত্তর :- (D)

8. কোন গ্যাসটি ইলেকট্রিক বাম্বের মধ্যে থাকে ? 

A. অক্সিজেন

B. হাইড্রোজেন

C. নাইট্রোজেন

D. কার্বন-ডাই-অক্সাইড 

উত্তর :- (C)

9. সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ? 

A. সালফেট 

B. ক্লোরাইড

C. সোডিয়াম

D. ম্যাগনেশিয়াম

উত্তর :- (B)

10. টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ?

A. W

B. Y

C. Tb

D. Ta

উত্তর :- (A)

11. ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?

A. পাসকাল

B. জোসেফ টমসন

C. জেমস্ সিম্পসন

D. মরিস গোল্ড হেবার 

উত্তর :- (B)

12. নীচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায় ?

A. তামা 

B. পিতল

C. সীসা

D. আয়রণ

উত্তর :- (C)

13. কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় ?

A. অ্যান্টিভেনম রূপে 

B. সার উৎপাদনে 

C. পেস্টিসাইড রূপে 

D. ফটোগ্রাফিতে 

উত্তর :- (D)

14. বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত ? 

A. সিলিকন ডাই অক্সাইড 

B. ম্যাগনেশিয়াম ক্লোরাইড

C. অ্যালুমিনিয়াম সিলিকেট 

D. ক্যালশিয়াম ক্লোরাইড 

উত্তর :- (A)

15. পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে ? 

A. নিউটন

B. চ্যাডউইক 

C. ডালটন

D. মেন্ডেলিফ 

উত্তর :- (B)

16. ফরমিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ?

A. ছারপোকা 

B. ড্রসোফিলা মাছি

C. লাল পিঁপড়ে 

D. কোবড়া সাপ

উত্তর :- (C)

17. মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক’টি পর্যায় রয়েছে ?

A. 8 টি

B. 9 টি 

C. 5 টি 

D. 7 টি

উত্তর :- (D)

18. নীচের কোনটি দুষ্ট মৌল ?

A. H2

B. Th

C. Hg

D. O2

উত্তর :- (A)

19. সোনার গহনায় খাদ হিসাবে কী মেশানো থাকে ? 

A. জিঙ্ক 

B. কপার 

C. রুপা

D. পিতল 

উত্তর :- (B)

20. নীচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায় ?

A. O2

B. H2

C. N2

D. Cl2

উত্তর :- (A)

21. ক্লোরোফর্ম এর সঙ্কেত কী ?

A. HCI

B. CHCl3

C. CCl4

D. CaCl2

উত্তর :- (B)

22. নিম্নের কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় ?

A. H2SO4

B. HCL

C. HNO3

D. কোনটি নয়

উত্তর :- (C)

23. অদৃশ্য কালি কাকে বলে ?

A. সাইট্রিক অ্যাসিড 

B. গাঢ় নাইট্রিক অ্যাসিড

C. লঘু সালফিউরিক অ্যাসিড 

D. লঘু হাইডোক্লোরিক অ্যাসিড 

উত্তর :- (D)

24. কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় ? 

A. বেঞ্জিন 

B. ন্যাপথলিন 

C. কপার সালফেট

D. অ্যামোনিয়াম সালফেট 

উত্তর :- (B)

25. ভিনিগার কোন ধরণের জৈব যৌগ ?

A. অ্যারোম্যাটিক যৌগ

B. অ্যালিফাটিক যৌগ

C. সম্পৃক্ত হাইড্রোকার্বন 

D. অসম্পৃক্ত হাইড্রোকার্বন

উত্তর :- (B)

26. আজ পর্যন্ত কটি ট্রান্সইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে ?

A. 17 টি

B. 23 টি

C. 25 টি 

D. 29 টি

উত্তর :- (B)

27. কেন জৈব যৌগটি কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?

A. গ্লুকোজ 

B. মিথেন

C. ইথিলিন

D. ইউরিয়া

উত্তর :- (D)

28. তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় ?

A. টার্টারিক অ্যাসিড

B. সাইট্রিক অ্যাসিড

C. ম্যালিক অ্যাসিড

D. ফরমিক অ্যাসিড

উত্তর :- (A)

29. ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে ?

A. কার্বন

B. আয়োডিন

C. সোডিয়াম

D. হাইড্রোজেন

উত্তর :- (B)

30. টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত ?

A. ২

B. ৩

C. ৪

D. ৫

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা ...

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো ...

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় ...

Nicknames of 100 famous people For all Govt Exams 2025 l ১০০ জন বিখ্যাত ব্যক্তির ডাকনাম – সকল সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

Nicknames of 100 famous people For all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। বিশেষ করে WBCS, SSC, Railways, PSC, Banking, ...

Leave a Comment