---Advertisement---

Chemistry M.C.Q in Bengali Part 02 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০২

By Siksakul

Published on:

Chemistry M.C.Q in Bengali Part 02 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০২
---Advertisement---

Chemistry M.C.Q in Bengali Part 02: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে রসায়নবিদ্যা M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি রসায়নবিদ্যা M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছ। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

Chemistry M.C.Q in Bengali Part 02 l রসায়নবিদ্যা M.C.Q পর্ব ০২

1. দুধ কোন ধরনের দ্রবণ ?

A. কলয়ডিয় দ্রবণ

B. কলয়ডিয় দ্রবণ

C. সাশপেনসন

D. কোনটাই নয়

উত্তর :- (B)

2. ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?

A. ধাতুর

B. অধাতুর

C. ধাতু ও অধাতুর

D. কোনটাই নয়

উত্তর :- (C)

3. কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদান গুলি পৃথক করা যায় ?

A. বিয়োজী ফানেল

B. আংশিক পাতন

C. কোমাটোগ্রাফি

D. সবকটি

উত্তর :- (D)

4. পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল ?

A. দ্বিতীয়

B. প্রথম

C. চতুর্থ

D. পঞ্চম

উত্তর :- (A)

5. অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় ?

A. ১টি

B. ৩টি

C. ২টি

D. ৪টি

উত্তর :- (B)

6. কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে ?

A. ওজোন

B. ইথেন

C. মিথেন

D. অ্যাসিটিলিন

উত্তর :- (C)

7. সোডিয়াম সিলিকেট কী নামে পরিচিত ?

A. ক্যান্ডিফ্লুইড

B. কারবোনাডো

C. অ্যাসপিরিন

D. কোয়ার্টজ

উত্তর :- (D)

8. কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী ?

A. রেডন

B. জেনন

C. হিলিয়াম

D. সেলেনিয়াম

উত্তর :- (A)

9. কোনটি সবচেয়ে হালকা গ্যাস ?

A. অক্সিজেন

B. হাইড্রোজেন

C. নাইট্রোজেন

D. সালফার-ডাই-অক্সাইড

উত্তর :- (B)

10. নিচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয় ?

A. পারদ

B. তামা

C. রুপা

D. সোনা

উত্তর :- (A)

11. নিচের কোন রাসায়নিক পদার্থটি পিপড়ের হুলে পাওয়া যায় ?

A. ম্যালিক অ্যাসিড

B. ফর্মিক অ্যাসিড

C. কার্বলিক অ্যাসিড

D. সাইট্রিক অ্যাসিড

উত্তর :- (B)

12. বেকিং পাউডার আসলে কী ?

A. সোডিয়াম নাইট্রেট

B. সোডিয়াম হাইড্রোক্সাইড

C. সোডিয়াম বাই কার্বনেট

D. সোডিয়াম অক্সালেট

উত্তর :- (C)

13. কস্টিক সোডা আসলে কী ?

A. সোডিয়াম ক্লোরেট

B. সোডিয়াম সালফেট

C. সোডিয়াম-বাই-কার্বনেট

D. সোডিয়াম হাইড্রোক্সাইড

উত্তর :- (D)

14. প্রথম তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন ?

A. বেকেরেল

B. মাদাম কুরি

C. নীলস বোর

D. রাদারফোর্ড

উত্তর :- (A)

15. কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায় ?

A. তরিতযোজী যৌগ

B. সমযোজী যৌগ

C. উভয়ই

D. কোনটিই নয়

উত্তর :- (B)

16. কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেক্ট্রনই সুস্থিত ?

A. H

B. Fe

C. He

D. Mg

উত্তর :- (C)

17. নীচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় ?

A. শ্বসন

B. কয়লার দহন

C. খাদ্য পরিপাক

D. জলকে বাষ্পে পরিনত করা

উত্তর :- (D)

18. কোনটি সবচেয়ে হালকা ধাতু ?

A. Li

B. Be

C. Hg

D. Na

উত্তর :- (A)

19. নীচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু ?

A. C

B. H2

C. S

D. Cl2

উত্তর :- (B)

20. কোন দ্রবনে টিন্ডাল ইফেক্ট দেখা যায় ?

A. কলডিয় দ্রবণ

B. সাসপেন্সন

C. প্রকৃত দ্রবণ

D. কোনটাই নয়

উত্তর :- (A)

21. পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে ?

A. তামা

B. সীসা

C. দস্তা

D. লোহা

উত্তর :- (B)

22. নীচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয় ?

A. হীরা

B. লোহা

C. টেফলন

D. গ্রাফাইট

উত্তর :- (C)

23. তড়িত লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

A. টিন

B. রুপা

C. নিকেল

D. জিঙ্ক

উত্তর :- (D)

24. কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় ?

A. ক্যাটিনেশন

B. গঠনগত সমবয়তা

C. আলোকীয় সমবয়তা

D. কোনটিই নয়

উত্তর :- (A)

25. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উত্পন্ন হয় ?

A. লোহা

B. সীসা

C. বিসমাথ

D. গ্রাফাইট

উত্তর :- (B)

26. টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়,কারণ-

A. ফ্লাস পয়েন্ট বাড়ানোর জন্য

B. ফ্লাস পয়েন্ট কমানোর জন্য

C. অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য

D. হিমায়ন প্রতিহত করার জন্য

উত্তর :- (C)

27. অ্যাসপিরিন হলো-

A. ফেনল

B. বেনজয়িক অ্যাসিড

C. স্যালিসাইক্লিক অ্যাসিড

D. অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

উত্তর :- (D)

28. কোনটি শর্করা ?

A. গ্লুকোজ

B. ময়দা

C. ন্যাপথালিন

D. গ্লিসারল

উত্তর :- (A)

29. TNT হল-

A. সার

B. বিস্ফোরক

C. কীটনাশক

D. শ্যাওলা নিবারক

উত্তর :- (B)

30. NaCl কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- আয়নের সংখ্যা হল –

A. 6

B. 5

C. 4

D. 3

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment