SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা Deficiency Diseases of Vitamins and Minerals নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি পড়ুন।
Deficiency Diseases of Vitamins and Minerals
স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়।
স্ট্যাটিক জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহ।বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে প্রশ্ন এসে থাকে। বিশেষত এস এস সি, পি এস সি, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিচে উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। যেমন – ১) ভিটামিন D এর অভাবে মানবদেহে কোন রোগ দেখা দেয়। উত্তর – রিকেট। ২) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে। উত্তর – ভিটামিন A। ৩) কোন খনিজের অভাবে মানবদেহে গলগন্ড রোগ সৃষ্টি হয়। উত্তর – আয়োডিন।
নিন্মে একটি সারণির মাধ্যমে বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন।
বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ
Table of Contents
ভিটামিনের নাম | অভাবজনিত রোগ | ||
১) ভিটামিন A | ⇒ রাতকানা, ফ্রিনডার্মা, কেরাটোম্যালেসিয়া | ||
২) ভিটামিন B1 | ⇒ বেরিবেরি | ||
৩) ভিটামিন B2 | ⇒ স্টোমাটাইটিস, গ্লসাইটিস | ||
৪) ভিটামিন B3 | ⇒ পেলেগ্রা | ||
৫) ভিটামিন B5 | ⇒ ক্লান্তি, অনিদ্রা | ||
৬) ভিটামিন B6 | ⇒ নিউরোপ্যাথি | ||
৭) ভিটামিন B7 | ⇒ ডার্মাটাইটিস, এন্টেরিস | ||
৮) ভিটামিন B9 | ⇒ রক্তাল্পতা | ||
৯) ভিটামিন B12 | ⇒ রক্তাল্পতা | ||
১০) ভিটামিন C | ⇒ স্কার্ভি | ||
১১) ভিটামিন D | ⇒ রিকেট, অস্টিও ম্যালেসিয়া | ||
১২) ভিটামিন E | ⇒ বন্ধ্যাত্ব | ||
১৩) ভিটামিন K | ⇒ রক্ততঞ্চনে ব্যাঘাত ঘটে | ||
১৪) ভিটামিন H | ⇒ দাঁত ও হাড়ের গঠনে ব্যাঘত ঘটে |
বিভিন্ন খনিজের অভাবজনিত রোগ
খনিজের নাম | অভাবজনিত রোগ | ||
১) আয়োডিন | ⇒ গলগণ্ড | ||
২) আয়রন | ⇒ রক্তাল্পতা | ||
৩) ফ্লুরাইড | ⇒ দাঁতের ক্ষয় | ||
৪) ক্যালসিয়াম | ⇒ দাঁত ও হাড়ের দুর্বলতা | ||
৫) ফসফরাস | ⇒ বৃদ্ধি ও বিকাশে ব্যাঘাত | ||
৬) সোডিয়াম | ⇒ হাইপোন্যাট্রেমিয়া | ||
৭) পটাসিয়াম | ⇒ হাইপোক্লেমিয়া | ||
৮) ম্যাগনেসিয়াম | ⇒ উচ্চ রক্তচাপ | ||
৯) জিঙ্ক | ⇒ হাইপোগোনাদিজম | ||
১০) ম্যাঙ্গানিজ | ⇒ হাড়ের ত্রুটি | ||
১১) কপার | ⇒ মেনকেস ডিজিজ |