---Advertisement---

Father of various branches of biology l List Of Different branches of Biology and their Fathers 2024 l জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম 

By Siksakul

Published on:

Father of various branches of biology
---Advertisement---

Father of various branches of biology: SIKSAKULসাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

Father of various branches of biology l জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক ও তাদের নাম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. শারীরবিদ্যার জনক কে? উত্তর হবে আন্দ্রেআস ভেসালিয়াস। ২. প্রাণিবিদ্যার জনক কে? উত্তর হবে অ্যারিস্টটল। 

জীববিজ্ঞানের শাখার নামজনক 
 
♦ শারীরবিদ্যার জনক→ আন্দ্রেআস ভেসালিয়াস
♦ প্রাণিবিদ্যার জনক→ অ্যারিস্টটল
♦ উদ্ভিদবিদ্যার জনক→ থিওফ্রাস্টাস
♦ জীববিজ্ঞানের জনক→ অ্যারিস্টটল
♦ উদ্ভিদ অ্যানাটমির জনক→ নেহেমিয় গ্রিউ
♦ জীব কোষ সংক্রান্ত বিদ্যার জনক→ রবার্ট হুক
♦ প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক → প্যাভলভ
♦ প্যাথোলজির জনক→ রুডল্ফ ভার্চো
♦ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক→ পল বার্গ
♦ জীবাণুবিদ্যার জনক→ রবার্ট কোচ
♦ এন্ডোক্রিনোলজির জনক→ অ্যাডিসন
♦ ট্যাস্কোনমির  জনক→ ক্যারোলাস লিনিয়াস
♦ ভাইরোলজি এর জনক→ মার্টিনাস বিঞ্জেরিনেক
♦ প্যালিয়ন্টোলজির জনক→ লিওনার্দো দা ভিঞ্চি
♦ অ্যান্টিবায়োটিকের জনক→ আলেকজান্ডার ফ্লেমিং
♦ জৈব রসায়নের জনক→ কার্ল আলেকজান্ডার নিউবার্গ
♦ রক্তের গ্রুপের জনক→ কার্ল ল্যান্ডস্টেইনার
♦ রক্ত সঞ্চালনের জনক→ উইলিয়াম হার্ভে
♦ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক→ ডাঃ অ্যালেক জেফ্রি
♦ এন্ডোক্রোনোলজির জনক→ থমাস অ্যাডিসন
♦ ইসিজী -র জনক→ উইলিয়াম ইনথোভেন
♦ হোমিওপ্যাথির জনক→ হ্যানিম্যান
♦ জেনেটিক্সের জনক→ মেন্ডেল
♦ আধুনিক জেনেটিক্সের জনক→ ব্যাটিসন 
♦ সবুজ বিপ্লবের জনক→ নরম্যান বোরলাগ
♦ ভারতে সবুজ বিপ্লবের জনক→ স্বামীনাথন
♦ বিবর্তনবাদের জনক→ চার্লস ডারউইন
♦ মাইক্রোবায়োলজির জনক→ আন্তোনি ভ্যান লিয়ুভেনহোকে
♦ ভ্রূণবিদ্যার জনক→  অ্যারিস্টটল 
♦ ঔষুধের জনক → হিপোক্রেটিস
♦ ইমিউনোলজির জনক→ এডওয়ার্ড জেনার
♦ আয়ুর্বেদের জনক→ চরক 
Dell Inspiron 7430 2in1 Touch 13th Gen Laptop, Intel Core i3-1315U Processor, 8GB, 256Gb SSD, 14.0″ (35.56cm) FHD+ Display, Win 11 + MSO’21, Backlit KB + FingerPrintReader, Silver,Thin & Light- 1.58kg
---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment