---Advertisement---

General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 8 l সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ

By Siksakul

Published on:

General Science Chemistry MCQ 2024
---Advertisement---

General Science Chemistry MCQ 2024: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।

আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।

General Science Chemistry MCQ 2024 | Chemistry GK MCQ in Bengali Set 8

141. কাওকোসিন থাকে বলে মেথিলেটেড স্পিরিটের কোন্ ধর্ম প্রকাশ পায়?
(A) সুগন্ধ
(B) বিষাক্ত
(C) হলুদ বর্ণের
(D) এটি বিজারক

(B) বিষাক্ত 
142. কীটনাশক কোনটি ?
(A) ন্যাপথালিন
(B) ভিনিগার
(C) মেথিলেটেড স্পিরিট
(D) রেক্টিফায়েড স্পিরিট

(A) ন্যাপথালিন 
143. কাপড়কাচা সােডার সঙ্কেত কী?
(A) Na2CO3, 9H2O
(B) Na2CO3, 10H2O
(C) Na2CO3, 11H2O
(D) Na2CO3, 8H2O

(B) Na2CO3, 10H2
144. লাইম ওয়াশ হিসাবে নিচের কোন্ পদার্থটি ব্যবহৃত হয়?
(A) Ca(OH)2
(B) Ca0
(C) CaCl2
(D) CaSO4

(D) CaSO4
145. কাঠ সংরক্ষণে কোন্ দ্রব্যটি ব্যবহৃত হয় ?
(A) Ca(OCl)Cl
(B) NaCl
(C) Na2CO3
(D) CuSO4

(D) CuSO4
146. ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ?
(A) জৈব লবণ
(B) অজৈব লবণ
(C) যুগ্না লবণ
(D) জৈব ও অজৈব লবণের মিশ্রণ

(D) জৈব ও অজৈব লবণের মিশ্রণ
147. রেক্টিফায়েড স্পিরিট-এ কতভাগ C2H5OH থাকে?
(A) 90%
(B) 86-5%
(C) 100%
(D) 95.6%

(D) 95.6% 
148. পুকুর বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় কেন?
(A) O2 কমে যায় বলে
(B) O2 বেড়ে যায় বলে
(C) জলে নুন বেশি হয়ে যায় বলে
(D) জলে তেল বেড়ে যায় বলে

(A) O2 কমে যায় বলে 
149. ন্যাপথালিনের সঙ্কেত কোনটি ?
(A) CO10H8
(B) C11H8
(C) C9H7
(D) C9H10

(A) CO10H8
150. নিম্নের কোন মিশ্রণকে বলে বরডিয়াক্স ?
(A) কলিচুন ও পােড়াচুন
(B) কলিচুন ও সাবান
(C) পুঁতে ও কলিচুন
(D) কুঁতে ও পােড়াচুন

(C) পুঁতে ও কলিচুন 
151. ডিনেচার্ড স্পিরিট নামে নিচের কোনটি পরিচিত?
(A) মেথিলেটেড স্পিরিট
(B) রেক্টিফায়েড স্পিরিট
(C) স্পিরিট
(D) কোনটাই নয়

(A) মেথিলেটেড স্পিরিট 
152. ঘুমের ঔষধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A) কলিচুন
(B) অ্যামােনিয়াম সালফেট
(C) ইউরিয়া
(D) সােডিয়াম কার্বনেট

(C) ইউরিয়া 
153. হিমমিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A) CaCl2
(B) NaCl
(C) AlCl3
(D) HCl

(B) NaCl 
154. ফটকিরি তৈরি করতে কোন্ পদার্থ ব্যবহৃত হয়?
(A) সাবান
(B) ডিটারজেন্ট
(C) (NH4)2SO4
(D) CuSO2

(C) (NH4)2SO4
155. নিচের কলাম দুটির ম্যাচিং করুন—
(A) আয়রন                (i) ক্যালামাইন
(B) পটাশিয়াম            (ii) হেমাটাইট
(C) ম্যাঙ্গানিজ            (iii) সােরা বা নাইটার
(D) জিঙ্ক                   (iv) পাইরােলুসাইট
(i) A-iv, B-iii, C-ii, D-i
(ii) A-ii, B-iv, C-i, D-iii

(iii) A-ii, B-iii, C-iv, D-i
(iv) A-ii, B-iii, C-i, D-iv

(iii) A-ii, B-iii, C-iv, D-i
156. সােনার পারদ সংকর কোন কাজে ব্যবহৃত হয়?
(A) দাঁতের কাজে
(B) দর্পণ তৈরিতে
(C) বিজারক রূপে
(D) সবকটি

(A) দাঁতের কাজে 
157. ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি?
(A) Mg
(B) Hg
(C) CO2
(D) Al

(B) Hg 
158. ক্রাইওলাইট কোন্ ধাতুর আকরিক?
(A) Mg
(B) AI
(C) Hg
(D) Zn

(B) AI 
159. নিচের কোন পদ্ধতি দ্বারা Cu নিষ্কাশন করা হয় ?
(A) থার্মিট পদ্ধতি
(B) স্বতঃবিজারণ পদ্ধতি
(C) কার্বন বিজারণ পদ্ধতি
(D) (A) ও (C) দুটোই

(B) স্বতঃবিজারণ পদ্ধতি 
160. কাসাতে কোন্ কোন্ পদার্থ থাকে?
(A) Cu ও Sn
(B) Cu ও Zn
(C) Cu, Sn, AL
(D) Cu, Sn, Mg

(A) Cu ও Sn 

Read More:

---Advertisement---

Related Post

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Leave a Comment