---Advertisement---

General Science Chemistry MCQ | Chemistry GK MCQ in Bengali Set 1 l সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ

By Siksakul

Published on:

General Science Chemistry MCQ
---Advertisement---

General Science Chemistry MCQ: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।

আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।

যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।

General Science Chemistry MCQ | GK MCQ in Bengali Set 1

1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়?
(A) পদার্থের ভর আছে
(B) পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য
(C) পদার্থ গতিশীল
(D) পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে

(B) পদার্থ ইন্দ্রিয়গ্রাহ্য 
2. নীচের কোনটি অসমসত্ত্ব পদার্থ?
(A) বায়ু
(B) জল
(C) CO2
(D) H2S

(A) বায়ু 
3. পদার্থের ধর্মের ভিত্তিতে কতভাগে ভাগ করা যায় ?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5

(B) 3 
4. পৃথিবীপৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি ?
(A) N2
(B) O2
(C) H2
(D) Si

(B) O2
5. নিম্নলিখিত কোন্ আয়নটি সমুদ্রজলে সবচেয়ে কম আছে?
(A) ক্যালশিয়াম
(B) পটাশিয়াম
(C) ম্যাগনেশিয়াম
(D) ব্রোমাইড

(D) ব্রোমাইড 
6. আর্সেনিক একপ্রকার-
(A) ধাতু
(B) ধাতুকল্প
(C) অধাতু
(D) ধাতবমল

(B) ধাতুকল্প 
7. ধাতুকল্পের মধ্যে থাকে—
(A) ধাতুর বৈশিষ্ট্য
(B) অধাতুর বৈশিষ্ট্য
(C) ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য
(D) নতুন বৈশিষ্ট্য

(C) ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য
8. ক্রোমাটোগ্রাফী হল—
(A) ক্রোমােজোম আলাদা করার পদ্ধতি
(B) উর্দ্ধপাতন করার পদ্ধতি
(C) মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
(D) কোনটাই নয়

(C) মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি
9. সবচেয়ে ভারি অধাতু কোনটি ?
(A) Br2
(B) Cl2
(C) I2
(D) F

(C) I2
10. নীচের কোনটি অধাতু হলেও তড়িৎধনাত্মক?
(A) H2
(B) Cl2
(C) C
(D) S

(A) H2
11. সারা পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গসেমিতে কত লিটার জল রয়েছে ?
(A) 260
(B) 240
(C) 293
(D) 273

(D) 273 
12. লিথােস্ফিয়ার পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে?
(A) 25
(B) 30
(C) 35
(D) 40

(B) 30 
13. নীচের কোনটি চকচকে অধাতু?
(A) সালফার
(B) অক্সিজেন
(C) গ্রাফাইট
(D) ক্লোরিন

(C) গ্রাফাইট 
14. সবচেয়ে হাল্কা ধাতু কোনটি ?
(A) Li
(B) Na
(C) Mg
(D) Be

(A) Li 
15. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন?
(A) Mg এর দহন
(B) Pt তারের দহন
(C) দাবানল
(D) লােহায় মরিচা পড়া

(B) Pt তারের দহন 
16. রক্ত কী ধরনের মিশ্রণ ?
(A) প্রকৃত দ্রবণ
(B) কলয়েড দ্রবণ
(C) সাসপেনশন
(D) কোনােটিই নয়

(B) কলয়েড দ্রবণ 
17. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টির জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে?
(A) চিনি
(B) খাদ্যলবণ
(C) কলিচুন
(D) সােডা

(C) কলিচুন 
18. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলে দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে?
(A) NH3
(B) NaCl
(C) CaCO3
(D) কোনটিই নয়

(B) NaCl 
19. জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে?
(A) দার্জিলিং-এ কম কিন্তু কলকাতায় বেশি
(B) কলকাতায় কম, দার্জিলিং-এ বেশি
(C) দুটি জায়গাতে সমান
(D) কোনােটিই নয়

(A) দার্জিলিং-এ কম কিন্তু কলকাতায় বেশি
20. ধোঁয়া হল-
(A) তরল অ্যারােসল
(B) উদগ্রাহী পদার্থ
(C) জলাকর্ষী পদার্থ
(D) কঠিন অ্যারােসল

(D) কঠিন অ্যারােসল 

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment