General Science Chemistry MCQ: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ | GK MCQ in Bengali Set 2
21. কলয়েড দ্রাব কণার ব্যাস কত?
(A) সেমি.
(B) সেমি.
(C) সেমি.
(D) সেমি. বা তার বেশি
(A) সেমি.
22. দ্রাব্যতার একক কী?
(A) গ্রাম/সিসি
(B) গ্রাম/°C/সিসি
(C) নির্দিষ্ট একক নেই (শুধু সংখ্যামাত্র)
(D) কিগ্রা/°C/সিসি
(C) নির্দিষ্ট একক নেই (শুধু সংখ্যামাত্র)
23. নীচের কোনটি একটি জলাকর্মী পদার্থ?
(A) NH3
(B) P2O5
(C) HCI
(D) HI
(B) P2O5
24. নীচের কোন্টি একটি উদত্যাগী পদার্থ?
(A) Na2CO3, 10H20
(B) Na2CO3 5H2O
(C) MgCl2, 10H2O
(D) MgCl2, 5H2O
(A) Na2CO3, 10H20
25. কোন ধরনের পর্দার মধ্য দিয়ে কোলয়েড কণা যেতে পারে না। কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে ?
(A) পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার
(B) ফিল্টার কাগজ
(C) ছাঁকনি
(D) কোনােটিই নয়
(A) পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার
26. দ্রাব ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে কতভাগে ভাগ করা যায় ?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
(A) 3
27. সংকর ধাতু ব্রোঞ্জে কোটি দ্রাব ও দ্রাবক?
(A) Al—দ্রাব ও Mg-দ্রাবক
(B) Mg-দ্রাব ও Al-দ্রাব
(C) Cu-দ্রাবক ও Sn—দ্রাব
(D) Sn—দ্রাব ও Al-দ্রাবক
(C) Cu-দ্রাবক ও Sn—দ্রাব
28. দুধের কলয়েড দ্রবণে কোন্টি বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম ?
(A) বিস্তার মাধ্যম প্রােটিন ও বিস্তৃত দশা ফ্যাট
(B) বিস্তার মাধ্যম ফ্যাট ও বিস্তৃত দশা প্রােটিন
(C) বিস্তার মাধ্যম জল, বিস্তৃত দশা ফ্যাট
(D) বিস্তার মাধ্যম জল, বিস্তৃত দশা প্রােটিন
29. নিম্নের পদার্থগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বের করুন :
A B
(1) CuSO4, 5H2O (A) হােয়াইট ভিট্রিয়ল
(2) MgSO4, 7H2O (B) ব্লু ভিট্রিয়ল
(3) ZnSO4, 7H2O (C) গ্রিন ভিট্রিয়ল।
(4) FeSO4, H2O (D) এপসম সল্ট
(i) 1-b, 2-d, 3-c, 4-a
(ii) 1-d, 2-b, 3-a, 4-c
(iii) 1-b, 2-d, 3-a, 4-c
(iv) 1-d, 2-b, 3-c, 4-a
(iii) 1-b, 2-d, 3-a, 4-c
30. তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার?
(A) নিউটনের
(B) চার্লসের
(C) বয়েলের
(D) হেনরীর
(D) হেনরীর
31. হিরাকসের সঙ্কেত কী?
(A) FeSO4, 7H20
(B) NaCl
(C) AgCI
(D) C
(A) FeSO4, 7H20
32. সােডাওয়াটার বা লেমনেডের বােতলের ছিপি খুললেই কি গ্যাস বেরিয়ে আসে?
(A) CO
(B) NO
(C) CO2
(D) NO2
(C) CO2
33. FeCl3 কী ধরনের পদার্থ?
(A) উদত্যাগী পদার্থ
(B) জলাকর্ষী পদার্থ
(C) উদগ্রাহী পদার্থ
(D) কোনােটিই নয়
(D) কোনােটিই নয়
34. তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ—
(A) সমানুপাতিক
(B) ব্যস্তানুপাতিক
(C) প্রথমে সমানুপাতিক পরে ব্যস্তানুপাতিক
(D) কোনােটিই নয়
(A) সমানুপাতিক
35. দ্রবণ কোন ধরনের পদার্থ?
(A) মিশ্র পদার্থ
(B) মৌলিক পদার্থ
(C) যৌগিক পদার্থ
(D) কোনােটিই নয়
(A) মিশ্র পদার্থ
36. নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন?
(A) নিউল্যান্ড
(B) ডােবেনিয়ার
(C) মেন্ডেলিফ
(D) বাের
(B) ডােবেনিয়ার
37. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মােট কটি শ্রেণী রয়েছে?
(A) 16
(B) 17
(C) 18
(D) 19
(C) 18
38. মেন্ডেলিফের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করছে?
(A) ‘O’
(B) ‘V’
(C) ‘VII’
(D) ‘II’
(A) ‘O’
39. মেন্ডেলিফ নিম্নের কোন্ মৌলকে দুষ্ট মৌল (Rogue element) রূপে চিহ্নিত করেছেন?
(A) N
(B) U
(C) Th
(D) H
(D) H
40. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র নিম্নের কিসের ভিত্তিতে করা হয়েছে?
(A) পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে
(B) পারমাণবিক সংখ্যার ভিত্তিতে
(C) মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে
(D) উপরের সবকটির ভিত্তিতে
(D) উপরের সবকটির ভিত্তিতে