General Science Chemistry MCQ: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ | GK MCQ in Bengali Set 3
41. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড়াে?
(A) Li
(B) Be
(C) B
(D) C
(A) Li
42. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত?
(A) 105
(B) 109
(C) 108
(D) 110
(B) 109
43. বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কত?
(A) 14
(B) 15
(C) 13
(D) 16
(A) 14
44. বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে ?
(A) V
(B) VI
(C)VII
(D) II
45. অ্যাক্টিনাইডস মৌলের প্রধান ধর্ম কী?
(A) এরা ধাতু
(B) এরা তড়িৎঋণাত্মক
(C) এরা রঙিন
(D) এরা তেজস্ক্রিয়
(D) এরা তেজস্ক্রিয়
46. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎধনাত্মক?
(A) Na
(B) Mg
(C) S
(D) AI
(A) Na
47. অ্যাক্টিনাইডস্ মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে ?
(A) V
(B) VI
(C) VII
(D) VIII
(C) VII
48. নিম্নের কোনটি সন্ধিগত মৌল?
(A) Fe
(B) Np
(C) He
(D) Na
(A) Fe
49. নিম্নের কোটি ইউরেনিয়ামােত্তর মৌল?
(A) Ce
(B) Lu
(C) He
(D) Pu
(D) Pu
50. নিম্নের কোন্টি আদর্শ মৌল?
(A) Ne
(B) Mg
(C) Fe
(D) U
(B) Mg
51. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন ?
(A) নিউটন
(B) মেন্ডেলিফ
(C) বাের
(D) প্ল্যাঙ্ক
(C) বাের
52. মেন্ডেলিফের পর্যায় সারণীর শেষতম মৌল কোনটি ?
(A) লুটেসিয়াম
(B) নেপচুনিয়াম
(C) হ্যানিয়াম
(D) মাইটনেরিয়াম
(B) নেপচুনিয়াম
53. পর্যায় সারণীর কোন্ কোন পর্যায়ের মৌলকে বলে আদর্শ মৌল ?
(A) দ্বিতীয় ও তৃতীয়
(B) তৃতীয় ও চতুর্থ
(C) প্রথম ও দ্বিতীয়
(D) চতুর্থ ও পঞ্চম
(A) দ্বিতীয় ও তৃতীয়
54. সােডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেলনপথ্যালিনের বর্ণ কেমন?
(A) অপরিবর্তিত থাকে
(B) পরিবর্তিত হয়
(C) কালাে হয়
(D) লাল হয়
(D) লাল হয়
55. NH3, আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে বেশি ক্ষতি করে?
(A) ফুসফুস
(B) কিডনি
(C) হার্ট
(D) চোখ
(D) চোখ
56. KO2 কী ধরনের অক্সাইড?
(A) পলি অক্সাইড
(B) মিশ্র অক্সাইড
(C) সুপার অক্সাইড
(D) সাব অক্সাইড
(C) সুপার অক্সাইড
57. প্রশম দ্রবণের pH কত ?
(A) ৪
(B) 5
(C) 6
(D) কোনটাই নয়
(D) কোনটাই নয়
58. হাইপাে ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত?
(A) 2
(B) 1
(D) 4
(C) 3
(B) 1
59. BF3 কী ধরনের অ্যাসিড?
(A) লুইস অ্যাসিড
(B) সাব অ্যাসিড
(C) ফ্লোরিক অ্যাসিড
(D) নর্মাল অ্যাসিড
(A) লুইস অ্যাসিড
60. কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র?
(A) লঘু অ্যাসিড
(B) গাঢ় অ্যাসিড
(C) তরল অ্যাসিড
(D) কঠিন অ্যাসিড
(A) লঘু অ্যাসিড