General Science Chemistry MCQ: প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় সাধারণ বিজ্ঞান বিশেষ করে রসায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে অধ্যয়ন ও অনুশীলন করলে, আপনি সহজেই এই অংশে ভালো ফলাফল করতে পারেন। এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ এবং রসায়ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে।
আমাদের এই সংগ্রহটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি রসায়ন বিষয়ের মূল ধারণা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচিত হতে পারেন। এই প্রশ্নোত্তরগুলি শুধু আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং আপনাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে।
যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রাজ্য সরকারী চাকরি, ব্যাংকিং, রেলওয়ে, বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সাধারণ বিজ্ঞান রসায়ন MCQ গুলি অত্যন্ত উপকারী হবে। আসুন, সময় নষ্ট না করে, শুরু করি রসায়নের এই চমৎকার জগতে এক অনন্য যাত্রা।
General Science Chemistry MCQ | Chemistry GK MCQ in Bengali Set 4
61. লেবুতে থাকে নীচের কোন অ্যাসিড?
(A) ফর্মিক অ্যাসিড
(B) সাইট্রিক অ্যাসিড
(C) ল্যাকটিক অ্যাসিড
(D) ম্যালিক অ্যাসিড
(A) ফর্মিক অ্যাসিড
62. KNO3 নিম্নের কোন্ ধরনের লবণ?
(A) নর্মাল লবণ
(B) বেসিক লবণ
(C) বাই লবণ
(D) কোনটাই নয়
(A) নর্মাল লবণ
63. কোন যুগের বিজ্ঞানীরা HNO3-কে বলতেন অ্যাকোয়া ফরটিস ?
(A) ভিক্টোরিয়ান যুগ
(B) নিউটন যুগ
(C) চসার যুগ
(D) অ্যালকেমী যুগ
(D) অ্যালকেমী যুগ
64. বিলীয়মান রঙ তৈরি করতে অ্যামােনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে নিচের কোনটি মেশানাে হয় ?
(A) মিথাইল অরেঞ্জ
(B) লিটমাস
(C) ফেনপথ্যালিন
(D) মিথাইল রেড
(C) ফেনপথ্যালিন
65. রসায়নের রাজা নিচের কোন্ পদার্থকে বলা হয়?
(A) HCI
(B) H2SO4
(C) HNO3
(D) H3PO4
(B) H2SO4
66. HCI প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী?
(A) প্রিস্টলী
(B) ল্যাভয়সিয়ে
(C) ক্যাভেন্ডিস
(D) পাউলিং
(A) প্রিস্টলী
67. প্রশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন?
(A) লাল
(B) কমলা
(C) হলুদ
(D) বর্ণহীন
(B) কমলা
68. নিচের কোনটি হাইড্রোনিয়াম আয়ন?
(A) H3O–
(B) OH–
(C) H3O+
(D) H+
(C) H3O+
69. KHCO3 নিচের কোন্ ধরনের লবণ?
(A) শমিত লবণ
(B) বাইলবণ
(C) অ্যাসিড লবণ
(D) ক্ষারীয় লবণ
(C) অ্যাসিড লবণ
70. বায়ু কী জাতীয় পদার্থ?
(A) জলীয়
(B) গ্যাসীয়
(C) সমসত্ত্ব
(D) অসমসত্ন
(D) অসমসত্ন
71. চিলি সল্ট পিটার-এর সঙ্কেত নিম্নলিখিত কোনটি?
(A) NaNO3
(B) Na2SO4
(C) NaCl
(D) Na2CO3
(A) NaNO3
72. চিলি সন্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়?
(A) এশিয়া
(B) ইউরােপ
(C) দক্ষিণ আমেরিকা
(D) উত্তর আমেরিকা
(C) দক্ষিণ আমেরিকা
73. ক্ষারীয় দ্রবণের pH কত?
(A) 7 এর বেশি
(B) 7 এর কম
(C) 7
(D) কোনােটাই নয়
(A) 7 এর বেশি
74. কোনটি সবচেয়ে হালকা মৌল ?
(A) H2O
(B) H2
(C) SO4
(D) 2NaH
(B) H2
75. সামুদ্রিক অ্যাসিড কোন্ অ্যাসিডকে বলা হয় ?
(A) H2SO4
(B) HCl
(C) HNO3
(D) HI
(B) HCl
76. তিন আয়তন ঘন HCl-এর সাথে কয় আয়তন ঘন HNO3 দিয়ে অ্যাকোয়া রিজিয়া তৈরি হয় ?
(A) এক আয়তন
(B) দুই আয়তন
(C) তিন আয়তন
(D) চার আয়তন
(A) এক আয়তন
77. নিচের কোনটি জল শােষণ করতে পারে?
(A) লঘু HCl
(B) গাঢ় HCl
(C) লঘু H2SO4
(D) গাঢ় H2SO4
(D) গাঢ় H2SO4
78. হিরাকষের সঙ্কেত কী?
(A) Fe2S
(B) Fe2O3
(C) FeCl3
(D) FeSO4
(D) FeSO4
79. জারণ হল-
(A) ইলেকট্রন গ্রহণ
(B) ইলেকট্রন বর্জন
(C) দুটোই
(D) কোনটাই নয়
(B) ইলেকট্রন বর্জন
80. নিম্নলিখিত কোনটি জারক পদার্থ?
(A) S
(B) H2S
(C) SO2
(D) HBr
(A) S
Read More: Chemistry GK MCQ in Bengali Set 7