---Advertisement---

Geography question & Answer Part 03 for All Competitive Exam l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 03

By Siksakul

Published on:

Geography question & Answer Part 03
---Advertisement---

Hello বন্ধুরা,

 আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এম. সি. কিউ প্রশ্ন উত্তর (Important Geography question & Answer Part 03) যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 03 l Important Geography question & Answer Part 03 for All Competitive Exam



1. আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ সমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে যার দ্বারা –

a) বঙ্গোপসাগর 

b) আন্দামান সাগর 

c) গ্রেট চ্যানেল

d) দশ ডিগ্রি চ্যানেল 

উত্তর :- দশ ডিগ্রি চ্যানেল 

2. ভারতের আয়তন পাকিস্তানের আয়তন ____ গুণ।

a) 3

b) 4

c) 9

d) 6

উত্তর :- 4

3. লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত ❓

a) ভারত মহাসাগরের পাশে 

b) প্রশান্ত মহাসাগরে

c) আরব মহাসাগরে 

d) কোথাও নয়

উত্তর :- আরব মহাসাগরে 

4. ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি ❓

a) অরুণাচল প্রদেশ 

b) মনিপুর 

c) আসাম

d) নাগাল্যান্ড 

উত্তর :- অরুণাচল প্রদেশ 

5. কোন রাজ্যে সব থেকে বেশি অনুর্বর জমি রয়েছে ❓

a) জম্মু ও কাশ্মীর 

b) রাজস্থান

c) মধ্যপ্রদেশ 

d) গুজরাট 

উত্তর :- জম্মু ও কাশ্মীর 

6. কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত ❓

a) অন্ধ্রপ্রদেশ 

b) তামিলনাড়ু 

c) কেরালা

d) কর্ণাটক 

উত্তর :- তামিলনাড়ু 

7. ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ❓

a) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

b) পুডুচেরি 

c) লাক্ষাদ্বীপ 

d) চন্ডিগড় 

উত্তর :- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

8. ভারত কোন গোলার্ধে অবস্থিত ❓

a) উত্তর-পশ্চিম 

b) উত্তর-পূর্ব 

c) দক্ষিণ-পূর্ব 

d) দক্ষিণ-পশ্চিম 

উত্তর :- উত্তরপূর্ব 

9. ভারতের দক্ষিণে কি অবস্থিত ❓

a) নিকোবর দ্বীপপুঞ্জ 

b) কেরালা

c) কন্যাকুমারী 

d) লাক্ষাদ্বীপ 

উত্তর :- নিকোবর দ্বীপপুঞ্জ 

10. মধ্যপ্রদেশের সাধারণত কোন ভাষা বহুল প্রচলিত ❓

a) হিন্দি

b) কানাড়ি 

c) মারাঠি 

d) মালায়ালাম 

উত্তর :- হিন্দি

11. সর্বাপেক্ষা কম শিক্ষিত রাজ্য কোনটি❓

a) উত্তর প্রদেশ 

b) ঝাড়খন্ড 

c) পশ্চিমবঙ্গ

d) কেরল

উত্তর :- ঝাড়খন্ড 

12. প্রতি বর্গ কিমিতে নাগাল্যান্ডের জনঘনত্ব কত ❓

a) ৭৩

b) ৭৯

c) ৮২

d) ৯০

উত্তর :- ৭৩

13. কোন অঞ্চলের জনঘনত্ব সবথেকে কম ❓

a) সিকিম

b) দিল্লি 

c) মধ্যপ্রদেশ 

d) অরুণাচল প্রদেশ 

উত্তর :- অরুণাচল প্রদেশ 

14. সর্বাধিক দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি ❓

a) সিকিম

b) উত্তর প্রদেশ 

c) মহারাষ্ট্র 

d) দিল্লি 

উত্তর :- মহারাষ্ট্র

15. সবথেকে দক্ষিণ দিকে শহর কোনটি ❓

a) রায়পুর

b) কলকাতা 

c) ভোপাল

d) উদয়পুর 

উত্তর :- রায়পুর 

16. পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত❓

a) দক্ষিণ আন্দামান 

b) উত্তর আন্দামান 

c) লিটল আন্দামান 

d) মধ্য আন্দামান 

উত্তর :- দক্ষিণ আন্দামান 

17. লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি ❓

a) পোটক্লেয়ার 

b) আইজল 

c) কাভারত্তি 

d) সিলভাসা 

উত্তর :- কাভারত্তি 

18. পণ্য পরিবহনের ভিত্তিতে ব্যস্ততম রেলপথ অঞ্চল কোনটি ❓

a) দিল্লি কলকাতা 

b) কলকাতা চেন্নাই 

c) মুম্বাই চেন্নাই

d) দিল্লি মুম্বাই 

উত্তর :- দিল্লি কলকাতা 

19. ভারতের ক্লিনেস্ট রেলওয়ে স্টেশনটি হলো –

a) মুম্বাই

b) চেন্নাই

c) সুরাট

d) বেঙ্গালুরু

উত্তর :- মুম্বাই 

20. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল –

a) খড়গপুর 

b) সেকেন্দ্রাবাদ 

c) বিশাখাপত্তনম 

d) কানপুর

উত্তর :- খড়গপুর 

21. পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় ❓

a) পাটনা 

b) হাজিপুর 

c) মুজাফফরপুর 

d) কাটিয়ার 

উত্তর :- হাজিপুর 

22. স্বাধীন ভারতের প্রথম বন্দর ❓

a) নিউ ম্যাঙ্গালোর 

b) কান্ডালা 

c) নবসেবা 

d) মুম্বাই

উত্তর :- কান্ডালা 

23. জহরলাল নেহেরু বন্দরের অবস্থান ❓

a) কলকাতাতে 

b) পারাদ্বীপে 

c) মুম্বাইতে 

d) কোচিনে 

উত্তর :- মুম্বাইতে

24. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি হলো –

a) সুন্দরবন

b) মুধুপেট 

c) মালবন 

d) পূর্ব কোরিঙ্গা 

উত্তর :- সুন্দরবন 

25. সবচেয়ে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে নিচের  কোন রাজ্যে ❓

a) রাজস্থান 

b) উত্তর প্রদেশ 

c) পশ্চিমবঙ্গ

d) সিকিম 

উত্তর :- পশ্চিমবঙ্গ

26. বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত ❓

a) অসম 

b) পশ্চিমবঙ্গ

c) ঝাড়খন্ড 

d) কোনটাই নয়

উত্তর :- পশ্চিমবঙ্গ

27. লাক্ষা দ্বীপে কোন ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা সর্বাধিক ❓

a) হিন্দু

b) বৌদ্ধ 

c) খ্রিস্টান 

d) মুসলিম

উত্তর :- মুসলিম

28. ভারতের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী ❓

a) গোন্ড 

b) ভীল 

c) সাঁওতাল

d) থারু 

উত্তর :- ভীল 

29. এশিয়ার বৃহত্তম বস্তি রয়েছে ❓

a) মুম্বাইতে 

b) করাচিতে

c) কলকাতাতে 

d) দিল্লিতে 

উত্তর :- মুম্বাইতে

30. ভারতে সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চলটি হল –

a) লাক্ষাদ্বীপ 

b) দিল্লি 

c) চন্ডিগড় 

d) পুদুচেরি 

উত্তর :- লাক্ষাদ্বীপ

জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 04

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment