---Advertisement---

ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪ | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৮

By Siksakul

Published on:

ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪ l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৮
---Advertisement---

ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪

1. 5 বছরের বেশি বয়সের শিশুর ডিপথেরিয়া ও টিটেনাস রোগ প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?

[A] TT
[B] DPT
[C] DT
[D] OPV

উত্তরঃ [C] DT

2. ম্যালেরিয়া রোগে রোগীর কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] প্লীহা
[B] দাঁত
[C] যকৃত
[D] ত্বক

উত্তরঃ [A] প্লীহা

3. মানবদেহের কিডনিতে নেফ্রনের সংখ্যা কত?

[A] 25-30 লক্ষ
[B] 20-25 লক্ষ
[C] 10-20 লক্ষ
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] 10-20 লক্ষ

4. কোন খনিজ লবনের অভাবে স্নায়বিক বিশৃঙ্খলা হয়?

[A] লৌহ
[B] পটাশিয়াম
[C] আয়োডিন
[D] সোডিয়াম

উত্তরঃ [D] সোডিয়াম

5. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবনাক্ত জলের পরিমাণ কত?

[A] 97%
[B] 87%
[C] 70%
[D] 85%

উত্তরঃ [A] 97%

6. পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কত সালে কমিটি গঠন করা হয়েছিল?

[A] 1955 সালে
[B] 1985 সালে
[C] 1956 সালে
[D] 1981 সালে

উত্তরঃ [C] 1956 সালে

7. লজ্জাবতীর পাতা স্পর্শে গুটিয়ে যায়। এটি কোন প্রকার চলন?

[A] কেমোন্যাস্টিক
[B] সিসমোন্যাস্টিক
[C] ফোটোন্যাস্টিক
[D] থার্মোন্যাস্টিক

উত্তরঃ [B] সিসমোন্যাস্টিক

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৭

8. জল দূষণ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ)- আইন কত সালে প্রণয়ন হয়?

[A] 1974 সালে
[B] 1981 সালে
[C] 1972 সালে
[D] 1992 সালে

উত্তরঃ [A] 1974 সালে

9. পূর্ব হিমালয় জীববৈচিত্র হটস্পটের বিপন্ন প্রজাতি কোনটি?

[A] লেঙ্গুর
[B] সোনালি মাথার হনুমান
[C] রেড পান্ডা
[D] কচ্ছপ

উত্তরঃ [C] রেড পান্ডা

10. নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়?

[A] করাচি
[B] গোয়াদার
[C] পাসনী
[D] বন্দর আব্বাস

উত্তরঃ [D] বন্দর আব্বাস

---Advertisement---

Related Post

Madhyamik History Bikalpa Chinta o Udyog Question and Answer l মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ প্রশ্ন ও উত্তর

Madhyamik History Bikalpa Chinta o Udyog Question and Answer: মাধ্যমিক ২০২৬ ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে একটি হলো “বিকল্প চিন্তা ও উদ্যোগ”। এই অধ্যায়ের প্রতিটি ...

Proponents of Various Scientific Words for Competitive Exams 2025 l বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ ও প্রবক্তাদের তালিকা

Proponents of Various Scientific Words: আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিজ্ঞান শুধু একটি বিষয় নয়, বরং একটি চ্যালেঞ্জ। পরীক্ষাগুলিতে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসে যেখানে বিজ্ঞান শব্দের আবিষ্কারক ...

Madhyamik History Chapter 4 Question and Answer – Boost your Memory l মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ গাইড

Madhyamik History Chapter 4 Question and Answer: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBBSE এর সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়টি ছাত্রছাত্রীদের ...

WB SLST Geography 2025 l ২০টি MCQ — পর্বত গঠন ও প্লেট সংস্থান তত্ত্ব

WB SLST Geography 2025: WB SLST 2025 পরীক্ষার ভূগোল (Geography) বিভাগে সঠিক প্রস্তুতির জন্য প্রার্থীদের অবশ্যই পর্বত গঠন, প্লেট টেকটনিকস, ভূগোলের গঠনমূলক প্রক্রিয়া, এবং বিভিন্ন ভৌগোলিক ঘটনা সম্পর্কে ...

Leave a Comment