ICDS Practice Set 2024: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট l ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set 2024 l প্র্যাকটিস সেট ১
Table of Contents
1. বিশ্বের বৃহত্তম International Temple Convention and Expo কোথায় অনুষ্ঠিত হবে?
[A] নৈনিতাল[B] হরিদ্বার
[C] পুরী
[D] বারাণসী
উত্তরঃ [D] বারাণসী
2. হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য অফিস এবং মলে Defibrillators ইনস্টল করবে কোন রাজ্য?
[A] উত্তর প্রদেশ[B] তামিলনাডু
[C] মহারাষ্ট্র
[D] তেলেঙ্গানা
উত্তরঃ [A] উত্তর প্রদেশ
3. World Youth Skills Day পালন করা হয় কবে?
[A] 15 July[B] 19 July
[C] 23 July
[D] 28 July
উত্তরঃ [A] 15 July
4. সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান Grand cross of the Legion of Honour -এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদি?
[A] স্পেন[B] আমেরিকা
[C] রাশিয়া
[D] ফ্রান্স
উত্তরঃ [D] ফ্রান্স
5. আলুতে সবুজ রঙ হয় কিসের জন্য?
[A] বিটানোন[B] ক্যারোটিন
[C] সোলেনিন
[D] জ্যান্থোফিল
উত্তরঃ [C] সোলেনিন
6. নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক সীমান্ত আছে?
[A] পাকিস্তান[B] চীন
[C] নেপাল
[D] বাংলাদেশ
উত্তরঃ [D] বাংলাদেশ
7. ভারতের কোন নদীর তলা দিয়ে মেট্রো ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে?
[A] নর্মদা[B] হুগলি
[C] গোদাবরী
[D] ব্রহ্মপুত্র
উত্তরঃ [B] হুগলি
8. কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান?
[A] সমবাহু[B] সমদ্বিবাহু
[C] সমকোণী
[D] বিষমবাহু
উত্তরঃ [A] সমবাহু
9. অলিম্পিক ২০২৪ -এর আসর কোন শহরে আয়োজন করা হয়েছে?
[A] কানাডা[B] ক্যালিফোর্নিয়া
[C] প্যারিস
[D] হংকং
উত্তরঃ [C] প্যারিস
10. কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়?
[A] ১ বছর[B] ২ বছর
[C] ৬ মাস
[D] ৩ মাস
উত্তরঃ [C] ৬ মাস