ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 05 | ভূগোল MCQ সেট ০৫”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।
Important Geography MCQ Bengali Set 05
1. মরীচিকার জন্য দায়ী কোনটি ?
A. প্রতিসরণ
B. প্রতিফলন
C. মরুভূমি
D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তর :- (D)
2. ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ টি হল ?
A. সম্বর
B. ছো লামো
C. উলার
D. কোনটি নয়
উত্তর :- (C)
3. ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A. ওড়িশার কটকে
B. ওড়িশার নয়াগড়ে
C. ওড়িশার ভদ্রকে
D. ওড়িশার সম্বলপুরে
উত্তর :- (A)
4. নর্মদা নদীর উৎপত্তি অমরকন্টক মালভূমির –
A. মহাদেব পর্বত
B. মহাকাল পর্বত
C. নীলগিরি পর্বত
D. কোনোটিই নয়
উত্তর :- (C)
5. ভারতের জলবায়ুকী প্রকৃতির?
A. ক্রান্তীয় মৌসুমি
B. নিরক্ষীয়
C. ক্রান্তীয়
D. কোনটাই নয়
উত্তর :- (A)
6. আপেলের রাজ্য কাকে বলা হয় ?
A. উত্তরপ্রদেশ
B. হিমাচল প্রদেশ
C. বিহার
D. পশ্চিমবঙ্গ
উত্তর :- (A)
7. কোশি পরিকল্পনা টি কোন রাজ্যে অবস্থিত ?
A. বিহার
B. পশ্চিমবঙ্গ
C. ঝাড়খন্ড
D. পাঞ্জাব
উত্তর :- (A)
8. ভারতের উচ্চতম বাঁধ টি হলো?
A. হিরাকুদ
B. কল্লানাই
C. তেহরি
D. কোনটি নয়
উত্তর :- (C)
9. বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
A. পাঞ্জাব
B. হরিয়ানা
C. দিল্লী
D. উত্তর প্রদেশ
উত্তর :- (C)
10. মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
A. বাঁকুড়া
B. পুরুলিয়া
C. বীরভূম
D. দার্জিলিং
উত্তর :- (C)
11. কোন শিলায় ফ্লোরা মিনি ফ্লোরা দেখতে পাওয়া যায়?
A. আগ্নেয়শিলা
B. পাললিক শিলা
C. রূপান্তরিত শিলা
D. কোনটাই নয়
উত্তর :- (B)
12. নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত?
A. ডংকিয়াং
B. সিঙ্গালীলা
C. বক্সাজয়ন্তী
D. কারাকোরাম
উত্তর :- (B)
13. জলবিষুব হয় কোন দিনে ?
A. 21 মার্চ
B. 22 ডিসেম্বর
C. 21 জুন
D. 23 সেপ্টেম্বর
উত্তর :- (D)
14. বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি লাভ করেছে?
A. মাহি
B. তুঙ্গভদ্রা
C. নর্মদা
D. মুসি
উত্তর :- (A)
15. ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
A. মধ্যপ্রদেশ
B. উত্তর প্রদেশ
C. কর্ণাটক
D. রাজস্থান
উত্তর :- (B)
16. কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন?
A. কেপলার
B. ফেরেল
C. গ্যালিলিও
D. কোপারনিকাস
উত্তর :- (D)
17. পৃথিবীর বৃহত্তম লবনাক্ত হ্রদ টি হল ?
A. সুপিরিয়র
B. বৈকাল
C. টিটিকাকা
D. কাস্পিয়ান সাগর
উত্তর :- (D)
18. নীচের কোন অভায়ারণ্য হাতির জন্য বিখ্যাত?
A. জলদাপাড়া
B. পেরিয়ার
C. কানহা
D. কাজিরাঙা
উত্তর :- (B)
19. ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলের বৈশিষ্ট্য?
A. নর্মদা উপত্যকা
B. গোদাবরী উপত্যকা
C. চম্বল উপত্যকা
D. কাবেরী উপত্যকা
উত্তর :- (C)
20. নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
A. পূর্বঘাট
B. বিন্ধ্য
C. আরাবল্লি
D. সাতপুরা
উত্তর :- (D)
21. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
A. মুম্বাই
B. দিল্লী
C. আমেদাবাদ
D. গোয়া
উত্তর :- (C),
22. সুতি বস্ত্র রপ্তানিতে ভারতের স্থানকী?
A. প্রথম
B. দ্বিতীয়
C. চতুর্থ
D. পঞ্চম
উত্তর :- (B)
23. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
A. জাপান
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. রোম
D. গুজরাট
উত্তর :- (A)
24. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?
A. নেপাল
B. পাকিস্তান
C. চিন
D. মায়ানমার
উত্তর :- (C)
25. আরাবল্লী হল একটি পুরনো –
A. ভঙ্গিল পর্বত
B. হর্স্ট
C. আ