Hello বন্ধুরা,
আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এম. সি. কিউ প্রশ্ন উত্তর (Important Geography question & Answer Part 02) যেগুলি ভূগোল বিষয়ের । এই প্রশ্নগুলি আপনারা প্র্যাকটিস এর মাধ্যমে বিভিন্ন আগত চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন।
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর পর্ব 02 l Important Geography question & Answer Part 02 for All Competitive Exam
Table of Contents
1. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি
a) চিন
b) মালদিভস
c) ভুটান
d) মায়ানমার
উত্তর :- ভুটান
2. আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বর স্থানে ❓
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর :- তৃতীয়
3. একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কি ❓
a) খনিজ তেল
b) কয়লা
c) তামা
d) বায়ু প্রবাহ
উত্তর :- বায়ু প্রবাহ
4. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত❓
a) মার্কিন যুক্তরাষ্ট্র
b) জাপান
c) গুজরাট
d) রোম
উত্তর :- জাপান
5. ‘দুন’ শব্দের অর্থ ❓
a) অনুদৈর্ঘ্য উপত্যকা
b) অনুপ্রস্থ উপত্যকা
c) শিখর
d) হ্রদ
উত্তর :- অনুদৈর্ঘ্য পতাকা
6. গুজরাটের প্রধান শিল্পের নাম কি ❓
a) কাগজ শিল্প
b) জুতা শিল্প
c) পাট শিল্প
d) কার্পাস বয়ন শিল্প
উত্তর :- কাগজ শিল্প
7. ছত্রিশগড় রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ❓
a) রায়পুর
b) কানপুর
c) বিলাসপুর
d) পানাজি
উত্তর :- রায়পুর
8. কয়লা উত্তোলনে ভারতের স্থান কত ❓
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর :- তৃতীয়
9. পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি ❓
a) ছত্রাক
b) উদ্ভিজ
c) প্রবাল
d) প্রাণিজ
উত্তর :- উদ্ভিজ
10. গ্রীস দেশের মুদ্রার নাম কি ❓
a) গাউরদে
b) ড্রাচমা
c) লাটস
d) মানাট
উত্তর :- ড্রাচমা
11. পাঞ্জাবের রাজধানী কোনটি
a) মুম্বাই
b) চণ্ডীগড়
c) লখনৌ
d) দিসপুর
উত্তর :- চণ্ডীগড়
12. পৃথিবীর বৃহত্তম খাল কোনটি❓
a) গ্রান্ড ক্যানাল
b) থলঘাট ক্যানাল
c) ভোরঘাট ক্যানাল
d) ক্যাম্পিয়ন ক্যানাল
উত্তর :- গ্রান্ড ক্যানাল
13. পুকুর থেকে সর্বাধিক জল শেষ হয় কোন রাজ্যে ❓
a) মহারাষ্ট্র
b) কেরল
c) তামিলনাড়ু
d) কর্ণাটক
উত্তর :- তামিলনাড়ু
14. ভুটানের প্রধান শিল্পের নাম কি ❓
a) চা শিল্প
b) চিনি শিল্প
c) পাট শিল্প
d) বিড়ি শিল্প
উত্তর :- চা শিল্প
15. ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল❓
a) মিক
b) DDT
c) ক্লোরিন
d) মিথেন
উত্তর :- মিক
16. বিশ্বের দক্ষিণতম শহর কোনটি ❓
a) পুন্টা এনেরাস
b) কন্যাকুমারিকা
c) বাবএল মান্দাব
d) পিকভেলিয়ান পয়েন্ট
উত্তর :- পুন্টা এনেরাস
17. মরু অঞ্চলের অধিবাসীদের কি বলা হত ❓
a) এক্সিমো
b)পিগমি
c) বেদুইন
d) জারো
উত্তর :- বেদুইন
18. প্রাচীনকালে ভাজি নামে পরিচিত ছিল কোন অঞ্চল ❓
a) উত্তর বিহার
b) পূর্ব বিহার
c) দক্ষিণ বিহার
d) পশ্চিম বিহার
উত্তর :- উত্তর বিহার
19. কোনি তেল উৎপাদনে দক্ষিণ আমেরিকার স্থান কত ❓
a) প্রথম
b) তৃতীয়
c) পঞ্চম
d) চতুর্থ
উত্তর :- পঞ্চম
20. স্থানীয় ভাষায় যার নাম ‘সোহরা’ তাকে আমরা কি নামে জানি ❓
a) পাঞ্জাব
b) চেরাপুঞ্জি
c) তামিলনাড়ু
d) মেঘালয়
উত্তর :- চেরাপুঞ্জি
21. লুনি নদীর উৎপত্তিস্থল ❓
a) আনা সাগর
b) কচ্ছের রণ
c) কৃষ্ণ সাগর
d) লোহিত সাগর
উত্তর :- আনা সাগর
22. ‘হর্নব্লেন্ড’কোন জাতীয় শিলা ❓
a) পাললিক
b) রূপান্তরিত
c)কোয়ার্টজাইট
d) জৈব
উত্তর :- রূপান্তরিত
23. এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করেছে কোন পর্বত ❓
a) ইউরাল
b) কারাকোরাম
c) হিমালয়
d) হিন্দুকুশ
উত্তর :- ইউরাল
24. ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত ❓
a) সুবর্ণরেখা
b) নর্মদা
c) কাবেরী
d) সারাবতি
উত্তর :- নর্মদা
25. জাপানের ‘কোসা ম্যাগনা’ অঞ্চলে কী উৎপাদনের জন্য বিখ্যাত ❓
a) গাড়ি
b) ইস্পাত
c) রেশম
d)পাট
উত্তর :- রেশম
26. ভারতের মূলধনের শহর কাকে বলা হয়❓
a) কলকাতা
b) মুম্বাই
c) চেন্নাই
d) দিল্লি
উত্তর :- মুম্বাই
27. কম ঢাল যুক্ত জলপ্রপাত কে কি বলে ❓
a) র্যাপিড
b) ইন্টারলোকিং স্পার
c) পটহোল
d) ডেল্টা
উত্তর :- র্যাপিড
28. ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত ❓
a) 80%
b) 96.75%
c) 75.96%
d) 70.86%
উত্তর :- 80%
29. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের কোন ঢালে ❓
a) পার্শ্ব ঢালে
b) প্রতিবাত ঢালে
c) অনুবাত ঢালে
d) উর্দ্ধ ঢালে
উত্তর :- প্রতিবাত ঢালে
30. কোন দেশকে ‘মধ্যরাতের সূর্য’ বলা হয় ❓
a) নরওয়ে
b) ব্রিটেন
c) সুইজারল্যান্ড
d) জাপান
উত্তর :- নরওয়ে