---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 02 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০২

By Siksakul

Published on:

Indian Constitution MCQ in Bengali Part 02
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 02: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০২। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 02

1. কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক ?

A. উত্তরপ্রদেশ 

B. মহারাষ্ট্র 

C. কর্নাটক 

D. বিহার

উত্তর :- (A)

2. সংবিধানের দশম তপশিলের বিষয় হচ্ছে-

A. রাজ্যসভার আসন বণ্টন 

B. দলত্যাগ বিরোধী আইন 

C. ভাষা 

D. ভূমি সংস্কার

উত্তর :- (B)

3. নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত ?

A. দশম

B. সপ্তম 

C. দ্বাদশ

D. একাদশ

উত্তর :- (C)

4. মণিপুর ও ত্রিপুরা রাজ্য কবে স্বীকৃতি পায়  ?

A. 1980 সালে

B. 1986 সালে

C. 1970 সালে 

D. 1971 সালে

উত্তর :- (D)

5. রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ব্যাঙ্ক রেটের ব্যবহার কত সাল থেকে শুরু হয়েছে ?

A. 1951 সাল

B. 1948 সাল 

C. 1952 সাল

D. 1955 সাল

উত্তর :- (A)

6. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল-

A. 1970 – 75

B. 1985 – 90

C. 1975 – 80

D. 1980 – 85

উত্তর :- (B)

7. ম্যালথাসীয় তত্ত্ব কি সম্পর্কিত  ?

A. কৃষি উৎপাদন

B. শিল্পোৎপাদন 

C. জনসংখ্যা

D. সরকারি আয়-ব্যয়

উত্তর :- (C)

8. হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?

A. 1987 সালে

B. 1978 সালে

C. 1975 সালে

D. 1970 সালে

উত্তর :- (D)

9. প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন ?

A. ক্ষিতীশ চন্দ্র নিয়োগী

B. জওহরলাল নেহেরু

C. শ্রী সন্তনম

D. প্রশান্ত চন্দ্র মহলানবিশ

উত্তর :- (A)

10. নদী পর্ষদ কবে গঠিত হয় ?

A. 1950 সালে

B. 1956 সালে

C. 1960 সালে 

D. 1961 সালে

উত্তর :- (B)

11. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় ?

A. 1951 সালে 

B. 1950 সালে

C. 1952 সালে 

D. 1948 সালে

উত্তর :- (A)

12. সিকিম “সহযোগী রাজ্য”মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে ?

A. 1969 সালের (22তম)

B. 1974 সালের (35তম)

C. 1975 সালের (36তম) 

D. 1974 সালের (42তম)

উত্তর :- (B)

13. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?

A. ডিসেম্বর 1951

B. জানুয়ারি 1953

C. এপ্রিল 1952 

D. অক্টোবর 1952

উত্তর :- (C)

14. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে CAG-এর সম্পর্কে বলা হয়েছে ?

A. 107-110

B. 52-15

C. 153-162

D. 148-151

উত্তর :- (D)

15. সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে ?

A. 245-263

B. 308-323

C. 301-307

D. 143-163

উত্তর :- (A)

16. নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও ক্রিয়ার নির্দেশ সংবিধানের কোন বিধিতে নিবদ্ধ আছে ?

A. 330-335

B. 325-329

C. 324-350

D. 360-390

উত্তর :- (B)

17. সংবিধানসভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?

A. বি আর আম্বেদকর

B. সি রাজাগোপালাচারি 

C. সচিদ্দানন্দ সিনহা

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (C)

18. ধর্মপালের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ?

A. 19 – 21 ধারায়

B. 12 – 19 ধারায় 

C. 21-24 ধারায় 

D. 25-28 ধারায়

উত্তর :- (D)

19. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?

A. 1986 সালে

B. 1984 সালে

C. 1973 সালে

D. 1975 সালে

উত্তর :- (A)

20. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?

A. চতুর্থ

B. তৃতীয়

C. পঞ্চম

D. প্রথম

উত্তর :- (B)

21. “India that is Bharat, shall Be a union of states” সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?

A. 1 নং অনুচ্ছেদ

B. 6 নং অনুচ্ছেদ

C. 7নং অনুচ্ছেদ

D. ৪ নং অনুচ্ছেদ

উত্তর :- (A)

22. কোন পরিকল্পনায় দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহের লক্ষ্য ধরা হয়েছিল ?

A. নবম পরিকল্পনায়

B. দশম পরিকল্পনায়

C. তৃতীয় পরিকল্পনায়

D. পঞ্চম পরিকল্পনায়

উত্তর :- (B)

23. EXIM- BAnk কত সালে প্রতিষ্ঠিত হয় ?

A. 1980 সালে

B. 1990 সালে

C. 1982 সালে 

D. 1988 সালে

উত্তর :- (C)

24. 1969 সালে কয়টি ব্যাঙ্কের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল ?

A. 17 টি

B. 16 টি 

C. 15 টি

D. 14 টি

উত্তর :- (D)

25. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয় ?

A. 1982 সালে

B. 1988 সালে

C. 1980 সালে

D. 1979 সালে

উত্তর :- (A)

26. বছরে অন্তত কতবার লোকসভার অধিবেশন ডাকতে হয় ?

A. একবার 

B. দুইবার  

C. তিনবার 

D. চারবার

উত্তর :- (B)

27. কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন ?

A. ৪০তম

B. ৪১তম 

C. ৪২তম 

D. ৪৪তম

উত্তর :- (C)

28. ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নুন্যতম কত বয়স প্রয়োজন ?

A. ৩০ বছর

B. ২৫ বছর

C. ৪০ বছর 

D. ৩৫ বছর

উত্তর :- (D)

29. সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে ?

A. ছয়টি 

B. পাঁচটি

C. চারটি 

D. তিনটি

উত্তর :- (A)

30. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?

A. জওহরলাল নেহেরু

B. বি.  আর.  আম্বেদকর 

C. গান্ধীজি

D. রামোজি রাও

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment