---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 02 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০২

By Siksakul

Published on:

Indian Constitution MCQ in Bengali Part 02
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 02: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০২। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 02

1. কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক ?

A. উত্তরপ্রদেশ 

B. মহারাষ্ট্র 

C. কর্নাটক 

D. বিহার

উত্তর :- (A)

2. সংবিধানের দশম তপশিলের বিষয় হচ্ছে-

A. রাজ্যসভার আসন বণ্টন 

B. দলত্যাগ বিরোধী আইন 

C. ভাষা 

D. ভূমি সংস্কার

উত্তর :- (B)

3. নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত ?

A. দশম

B. সপ্তম 

C. দ্বাদশ

D. একাদশ

উত্তর :- (C)

4. মণিপুর ও ত্রিপুরা রাজ্য কবে স্বীকৃতি পায়  ?

A. 1980 সালে

B. 1986 সালে

C. 1970 সালে 

D. 1971 সালে

উত্তর :- (D)

5. রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ব্যাঙ্ক রেটের ব্যবহার কত সাল থেকে শুরু হয়েছে ?

A. 1951 সাল

B. 1948 সাল 

C. 1952 সাল

D. 1955 সাল

উত্তর :- (A)

6. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল-

A. 1970 – 75

B. 1985 – 90

C. 1975 – 80

D. 1980 – 85

উত্তর :- (B)

7. ম্যালথাসীয় তত্ত্ব কি সম্পর্কিত  ?

A. কৃষি উৎপাদন

B. শিল্পোৎপাদন 

C. জনসংখ্যা

D. সরকারি আয়-ব্যয়

উত্তর :- (C)

8. হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?

A. 1987 সালে

B. 1978 সালে

C. 1975 সালে

D. 1970 সালে

উত্তর :- (D)

9. প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন ?

A. ক্ষিতীশ চন্দ্র নিয়োগী

B. জওহরলাল নেহেরু

C. শ্রী সন্তনম

D. প্রশান্ত চন্দ্র মহলানবিশ

উত্তর :- (A)

10. নদী পর্ষদ কবে গঠিত হয় ?

A. 1950 সালে

B. 1956 সালে

C. 1960 সালে 

D. 1961 সালে

উত্তর :- (B)

11. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় ?

A. 1951 সালে 

B. 1950 সালে

C. 1952 সালে 

D. 1948 সালে

উত্তর :- (A)

12. সিকিম “সহযোগী রাজ্য”মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে ?

A. 1969 সালের (22তম)

B. 1974 সালের (35তম)

C. 1975 সালের (36তম) 

D. 1974 সালের (42তম)

উত্তর :- (B)

13. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?

A. ডিসেম্বর 1951

B. জানুয়ারি 1953

C. এপ্রিল 1952 

D. অক্টোবর 1952

উত্তর :- (C)

14. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে CAG-এর সম্পর্কে বলা হয়েছে ?

A. 107-110

B. 52-15

C. 153-162

D. 148-151

উত্তর :- (D)

15. সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে ?

A. 245-263

B. 308-323

C. 301-307

D. 143-163

উত্তর :- (A)

16. নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও ক্রিয়ার নির্দেশ সংবিধানের কোন বিধিতে নিবদ্ধ আছে ?

A. 330-335

B. 325-329

C. 324-350

D. 360-390

উত্তর :- (B)

17. সংবিধানসভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?

A. বি আর আম্বেদকর

B. সি রাজাগোপালাচারি 

C. সচিদ্দানন্দ সিনহা

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (C)

18. ধর্মপালের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ?

A. 19 – 21 ধারায়

B. 12 – 19 ধারায় 

C. 21-24 ধারায় 

D. 25-28 ধারায়

উত্তর :- (D)

19. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?

A. 1986 সালে

B. 1984 সালে

C. 1973 সালে

D. 1975 সালে

উত্তর :- (A)

20. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?

A. চতুর্থ

B. তৃতীয়

C. পঞ্চম

D. প্রথম

উত্তর :- (B)

21. “India that is Bharat, shall Be a union of states” সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?

A. 1 নং অনুচ্ছেদ

B. 6 নং অনুচ্ছেদ

C. 7নং অনুচ্ছেদ

D. ৪ নং অনুচ্ছেদ

উত্তর :- (A)

22. কোন পরিকল্পনায় দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহের লক্ষ্য ধরা হয়েছিল ?

A. নবম পরিকল্পনায়

B. দশম পরিকল্পনায়

C. তৃতীয় পরিকল্পনায়

D. পঞ্চম পরিকল্পনায়

উত্তর :- (B)

23. EXIM- BAnk কত সালে প্রতিষ্ঠিত হয় ?

A. 1980 সালে

B. 1990 সালে

C. 1982 সালে 

D. 1988 সালে

উত্তর :- (C)

24. 1969 সালে কয়টি ব্যাঙ্কের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল ?

A. 17 টি

B. 16 টি 

C. 15 টি

D. 14 টি

উত্তর :- (D)

25. NABARD কত সালে প্রতিষ্ঠিত হয় ?

A. 1982 সালে

B. 1988 সালে

C. 1980 সালে

D. 1979 সালে

উত্তর :- (A)

26. বছরে অন্তত কতবার লোকসভার অধিবেশন ডাকতে হয় ?

A. একবার 

B. দুইবার  

C. তিনবার 

D. চারবার

উত্তর :- (B)

27. কততম সংবিধান সংশোধন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য থাকেন ?

A. ৪০তম

B. ৪১তম 

C. ৪২তম 

D. ৪৪তম

উত্তর :- (C)

28. ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নুন্যতম কত বয়স প্রয়োজন ?

A. ৩০ বছর

B. ২৫ বছর

C. ৪০ বছর 

D. ৩৫ বছর

উত্তর :- (D)

29. সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে ?

A. ছয়টি 

B. পাঁচটি

C. চারটি 

D. তিনটি

উত্তর :- (A)

30. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?

A. জওহরলাল নেহেরু

B. বি.  আর.  আম্বেদকর 

C. গান্ধীজি

D. রামোজি রাও

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment