---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 03 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৩

By Siksakul

Updated on:

Indian Constitution MCQ in Bengali Part 03 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৩
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 03: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৩। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 03

1. ভারতীয় গণপরিষদের চিহ্ন কী ?

A. হাতি 

B. বাঘ

C. পদ্ম 

D. গন্ডার

উত্তর :- (A)

2. প্রথমে ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়-

A. ৩৭৭ জন

B. ৩৮৯ জন 

C. ৩৮০ জন

D. ৪৫০ জন

উত্তর :- (B)

3. গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন ?

A. ২৭৮ জন

B. ৩৮৯ জন

C. ২৯৬ জন

D. ২৮০ জন

উত্তর :- (C)

4. গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন ?

A. ৮9 জন

B. ৯১ জন

C. ৯2 জন

D. ৯৩ জন

উত্তর :- (D)

5. গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন ?

A. ২০৮ জন 

B. ২৯০ জন

C. ২৯৩ জন 

D. ২৯৬ জন

উত্তর :- (A)

6. গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন ?

A. ৮০ জন

B. ৭৩ জন

C. ৯৩ জন

D. ৯৬ জন

উত্তর :- (B)

7. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?

A. ৭৩ 

B. ৭৬

C. ৭৮ 

D. ৯৩

উত্তর :- (C)

8. কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ?

A. বল্লভভাই প্যাটেল

B. রাধাকৃষ্ণণ

C. ডঃ রাজেন্দ্র প্রসাদ

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (D)

9. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

A. ড.  বি.  আর আম্বেদকর

B. জওহরলাল নেহেরু

C. সর্বপল্লী রাধাকৃষ্ণন 

D. ড.  রাজেন্দ্র প্রসাদ

উত্তর :- (A)

10. ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে ?

A. ১৮টি 

B. ২২টি

C. ১৯টি

D. ২১টি

উত্তর :- (B)

11. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয় ?

A. চতুর্থ

B. পঞ্চম

C. তৃতীয়

D. দ্বিতীয়

উত্তর :- (A)

12. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?

A. ১৯৮৫ সালে

B. ১৯৮৬ সালে

C. ১৯৮৩ সালে

D. ১৯৮৪ সালে

উত্তর :- (B)

13. মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে ?

A. চাকরির অধিকার

B. মতামত প্রকাশের অধিকার

C. ব্যক্তিগত সম্পত্তির অধিকার

D. বসবাসের অধিকার

উত্তর :- (C)

14. রেগুলেটিং আইন কবে কার্যকর হয় ?

A. ১৭৭৩ সালের ৫ জুন

B. ১৭৭৩ সালের ২০ জুন

C. ১৭৭৩ সালের ১৫ জুন

D. ১৭৭৩ সালের ১০ জুন

উত্তর :- (D)

15. “সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে” – এ বলেছেন ?

A. লর্ড ব্রাইস

B. অস্টিন র্যানি

C. ডঃ রাধাকৃষ্ণণ

D. গ্রেনভিল অস্টিন

উত্তর :- (A)

16. মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

A. ব্রিটেন

B. আমেরিকা

C. কানাডা

D. রাশিয়া

উত্তর :- (B)

17. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. ওয়ারেন হেস্টিংস

B. রাজা গোপালাচারি

C. লর্ড মাউন্টব্যাটেন

D. জওহরলাল নেহেরু

উত্তর :- (C)

18. নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই ?

A. জার্মানি

B. মার্কিন যুক্তরাষ্ট্র

C. রাশিয়া

D. ইংল্যান্ড

উত্তর :- (D)

19. সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ?

A. দলত্যাগ বিরোধী আইন

B. ভাষা

C. ভূমি সংস্কার

D. রাজ্যসভার আসন বণ্টন

উত্তর :- (A)

20. ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?

A. আইনসভা

B. সংবিধান

C. সরকার

D. জনগণ

উত্তর :- (B)

21. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে ?

A. 1935

B. 1929

C. 1919

D. 1947

উত্তর :- (A)

22. সংবিধান সভার প্রথম অধিবেশন হয়

A. 1946 সালের 9 ডিসেম্বর

B. 1947 সালের 16 ডিসেম্বর

C. 1949 সালের 26 জুন

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (A)

23. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়?

A. জুলাই 1947

B. আগস্ট 1947 

C. জুলাই 1948

D. জুলাই 1950

উত্তর :- (A)

24. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন?

A. রাজা গোপালাচারী

B. জহরলাল নেহেরু 

C. বি আর আম্বেদকর 

D. সচ্চিদানন্দ সিনহা

উত্তর :- (D)

25. সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেন?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও

C. জহরলাল নেহেরু 

D. মহাত্মা গান্ধী

উত্তর :- (C)

26. সংবিধান সভার গৃহীত সংবিধানে  সভাপতিত্ব হিসেবে কে স্বাক্ষর ?

A. সচ্চিদানন্দ সিনহা

B. ডঃ আম্বেদকর

C. ডঃ রাজেন্দ্র প্রসাদ

D. জহরলাল নেহেরু

উত্তর :- (C)

27. সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

A. ডঃ রাজেন্দ্র প্রসাদ

B. বি এন রাও 

C. ডঃ আম্বেদকর 

D. রাজা গোপালাচারী

উত্তর :- (C)

28. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়?

A. 1949 সালের 17 ই অক্টোবর

B. 1949 সালের 14 ই নভেম্বর

C. 1949 সালের 26 শে নভেম্বর 

D. 1950 সালের 26 শে জানুয়ারি

উত্তর :- (C)

29. পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ?

A. 1950 সালের 26 শে জানুয়ারি

B. 1950 সালের 6 ডিসেম্বর 

C. 1950 সালের 15 ই আগস্ট

D. 1949 সালের 26 নভেম্বর

উত্তর :- (A)

30. মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি ?

A. 400 টি ধারা 8 টি তপশিল

B. 302 ধারা ও 10 টি তপশিল 

C. 350 টি ধারা ও 12 টি তপশিল 

D. 395 টি ধারা ও 8 টি তপশিল

উত্তর :- (D)

ভারতীয় সংবিধান MCQ পর্ব ০১

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment