---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 04 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৪

By Siksakul

Published on:

Indian Constitution MCQ in Bengali Part 04
---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 04: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৪। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 04

1. পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম পূর্ণাঙ্গ রূপ এর বিখ্যাত সংবিধান হল ?

A. ভারতের 

B. আমেরিকার 

C. ইংল্যান্ডের 

D. সোভিয়েত রাশিয়া

উত্তর :- (A)

2. কত সালে সংবিধানের 42 তম সংশোধনী গৃহীত হয়?

A. 1966

B. 1976

C. 1980

D. 1978

উত্তর :- (B)

3. মূল সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো ?

A. 6 টি

B. 8 টি

C. 7 টি 

D. 10 টি

উত্তর :- (C)

4. বর্তমানে সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার হলো?

A. 6 টি

B. 8 টি 

C. 7 টি

D. 10 টি

উত্তর :- (D)

5. বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়?

A. সমতার অধিকার

B. শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার

C. সম্পত্তির অধিকার

D. বাক স্বাধীনতার অধিকার

উত্তর :- (C)

6. সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়?

A. 42 তম

B. 44 তম

C. 73 তম 

D. 74 তম

উত্তর :- (B)

7. ধর্ম পালনের অধিকার সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ?

A. 21 থেকে 24

B. 19 থেকে 21

C. 12 থেকে 19

D. 25 থেকে 28

উত্তর :- (D)

8. বর্তমানে সম্পত্তির অধিকার একটি ?

A. সামাজিক অধিকার

B. আইনি অধিকার

C. মৌলিক অধিকার

D. নির্দেশাত্মক নীতি

উত্তর :- (B)

9. কোন অধিকারকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন ?

A. সাম্যের অধিকার 

B. স্বাধীনতার অধিকার

C. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার

D. শোষণের বিরুদ্ধে অধিকার

উত্তর :- (C)

10. সংবিধানের রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে ?

A. তৃতীয় অংশ (36-51 )

B. চতুর্থ অংশ (36-51)

C. পঞ্চমাংশ (19-21)

D. দ্বিতীয় অংশ(36-56)

উত্তর :- (A)

11. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকের প্রকৃতি ও সংজ্ঞা নিরুপমের বর্ণনা রয়েছে?

A. দ্বিতীয় অংশ (5-11)

B. প্রথম অংশ (12-16)

C. তৃতীয়াংশ (12-16)

D. চতুর্থ অংশ (35-40)

উত্তর :- (A)

12. সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?

A. 16-25

B. 30-35

C. 14-18

D. 18-32

উত্তর :- (C)

13. আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে?

A. 12 নম্বর ধারায় 

B. 15 নম্বর ধারায়

C. 14 নাম্বার ধারায়

D. 18 নম্বর ধারায়

উত্তর :- (C)

14. অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে?

A. 14 নম্বর ধারায়

B. 15 নম্বর ধারায়

C. 16 নম্বর ধারায়

D. 17 নম্বর ধারায়

উত্তর :- (D)

15. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে?

A. 18

B. 19

C. 20

D. 21

উত্তর :- (B)

16. ভারতের রাষ্ট্র ব্যবস্থার হলো?

A. একরাষ্ট্রীয় 

B. যুক্তরাষ্ট্রীয় 

C. আধা-সামন্ততান্রিক 

D. ওপরের কোনোটিই নয়

উত্তর :- (B)

17. সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে ?

A. 19 থেকে 30

B. 23 থেকে 24

C. 32 থেকে 35

D. 31

উত্তর :- (A)

18. শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে ?

A. 19 থেকে 30

B. 31 

C. 23 থেকে 24 

D. 32 থেকে 35

উত্তর :- (C)

19. বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে ?

A. 7 টি 

B. 10 টি 

C. 11 টি 

D. 12 টি

উত্তর :- (C)

20. যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়?

A. আমেরিকা 

B. ইংল্যান্ড 

C. আয়ারল্যান্ড 

D. রাশিয়া

উত্তর :- (D)

21. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নির্ধারণ সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ?

A. 324

B. 326

C. 224

D. 226

উত্তর :- (A)

22. নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও প্রক্রিয়ার নির্দেশ আছে ?

A. 324

B. 325 থেকে 329

C. 330 থেকে 335

D. 350

উত্তর :- (B)

23. রাষ্ট্রীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে  ?

A. 352 থেকে 360

B. 352 

C. 356

D. 360

উত্তর :- (A)

24. সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণ এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ?

A. 352 

B. 360 

C. 358 

D. 356

উত্তর :- (A)

25. রাজ্যপাল সংক্রান্ত আলোচনার জন্য জরুরি অবস্থা ঘোষণা কোন ?

A. 355 

B. 360 

C. 356 

D. 358

উত্তর :- (C)

26. অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের ধারা অনুযায়ী তা হল ?

A. 352 

B. 354 

C. 356 

D. 360

উত্তর :- (D)

27. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ স্থান রক্ষিত রাখা ছিল ?

A. 358 

B. 370

C. 380 

D. 360

উত্তর :- (B)

28. সংবিধানের সংশোধন কোন ধারায় দেওয়া হয়েছে ?

A. 360

B. 370

C. 367

D. 368

উত্তর :- (D)

29. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?

A. 340 

B. 341 

C. 342 

D. 243

উত্তর :- (D)

30. পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত বিষয়টি হলো ?

A. তপশীল যুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণের প্রতিবিধান

B. রাজ্যসভার আইন সংক্রান্ত তথ্য 

C. বেতন সংক্রান্ত তথ্য 

D. নগর পালিকা সংক্রান্ত তথ্য

উত্তর :- (A)

আগের পর্ব –

⦿ ভারতীয় সংবিধান MCQ পর্ব – ০৩

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment