---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 05 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৫

By Siksakul

Published on:

---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 05: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৫। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 05

1. হাইকোর্টের একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ?

A. 65 বছর

B. 60 বছর

C. 62 বছর

D. 58 বছর

উত্তর :- (C)

2. ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু হয়?

A. 1973 সালে

B. 1957 সালে

C. 1956 সালে 

D. 1961 সালে

উত্তর :- (C)

3. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?

A. 550 জন 

B. 20 জন 

C. 25 জন 

D. 2 জন

উত্তর :- (B)

4. সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে ?

A. 3 মাস 

B. 6 মাস 

C. পরবর্তী নির্বাচন অবধি 

D. রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল

উত্তর :- (B)

5. রাজ্যসভার সাধারন স্থায়িত্বকাল ?

A. পাঁচ বছর

B. ছয় বছর 

C. দুই বছর

D. নির্দিষ্ট সময়সীমা নেই

উত্তর :- (D)

6. কোন সংসদের ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তার চূড়ান্ত মীমাংসা করেন ?

A. স্পিকার 

B. রাজ্যসভার চেয়ারম্যান 

C. নির্বাচন কমিশনার 

D. রাষ্ট্রপতি

উত্তর :- (D)

7. লোকসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?

A. দলীয় প্রধানকে

B. স্পিকারকে 

C. রাষ্ট্রপতি কে 

D. প্রধানমন্ত্রী কে

উত্তর :- (B)

8. ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় ?

A. সরকারিভাবে ভারতের জনগণ দ্বারা

B. রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর দ্ধারা 

C. রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা 

D. রাজ্যসভা লোকসভা ও বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা

উত্তর :- (D)

9. লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষেপেশ করাতে হয় ?

A. 15 দিনের

B. 14 দিনের 

C. 30 দিনের

D. 6 মাসে

উত্তর :- (B)

10. রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?

A. দলীয় প্রধানকে

B. স্পিকারকে 

C. রাজ্যসভার চেয়ারম্যান কে 

D. প্রধানমন্ত্রী কে

উত্তর :- (C)

11. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?

A. 1951-52

B. 1952 

C. 1952 

D. 1961

উত্তর :- (A)

12. লোকসভার প্রথম কত সালে গঠিত হয় ?

A. 1952 

B. 1951 

C. 1953 

D. 1950

উত্তর :- (A)

13. সংবিধানের কোন ধারায় CAG সম্পর্কিত বিধান সমূহ উল্লেখ আছে ?

A. 148 নম্বর 

B. 117 নম্বর

C. 135 নম্বর 

D. 152 নম্বর

উত্তর :- (A)

14. মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ জারি করে ?

A. ম্যান্ডামাস 

B. প্রহিবিশন 

C. হেবিয়াস কর্পাস 

D. কুয়ো ওয়ারান্টো

উত্তর :- (C)

15. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর?

A. 5

B. 6

C. 4

D. 3

উত্তর :- (A)

16. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর?

A. রাজ্যপাল 

B. রাষ্ট্রপতি 

C. সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি 

D. মুখ্যমন্ত্রী

উত্তর :- (A)

17. কোন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?

A. 500 জন

B. 550 জন 

C. 60 জন 

D. 250 জন

উত্তর :- (A)

18. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?

A. 500 জন

B. 60 জন 

C. 250 জন

D. 300 জন 

উত্তর :- (C)

19. বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন সদস্য হতে পারে ?

A. 50 জন 

B. 40 জন 

C. 60 জন 

D. 30 জন

উত্তর :- (C)

20. লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?

A. 30 বছর

B. 25 বছর

C. 30 বছর 

D. 35 বছর

উত্তর :- (B)

21. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত প্রয়োজন?

A. 30 বছর

B. 25 বছর

C. 35 বছর

D. 50 বছর

উত্তর :- (A)

22. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার অভিভাবক হলো?

A. কেন্দ্রীয় মন্ত্রিসভা 

B. রাষ্ট্রপতি 

C. সংসদ 

D. সুপ্রিম কোর্ট

উত্তর :- (D)

23. কোন রাজ্য বিধানসভায় সর্বাধিক সদস্য পদ আছে ?

A. বিহার 

B. উত্তরপ্রদেশ 

C. মধ্যপ্রদেশ 

D. মহারাষ্ট্র

উত্তর :- (B)

24. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম?

A. এম হেদায়েতুল্লাহ 

B. ডক্টর জাকির হোসেন

C. মৌলানা আবদুল কালাম আজাদ

D. পি এম সঈদ

উত্তর :- (B)

25. ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো ?

A. কেন্দ্রীয় সরকারের বিষয়ে 

B. অঙ্গরাজ্যের বিষয়ে

C. কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়ে

D. কোনোটিই নয়

উত্তর :- (B)

26. ভারতের প্রথম লোকসভার স্পিকার হলেন?

A. বলরাম জাফর

B. রুবি রায় 

C. গণেশ বাসুদেব মাভলঙ্কার

D. স্যার আশুতোষ মুখার্জী

উত্তর :- (C)

27. ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?

A. আমেরিকা

B. কানাডা 

C. আয়ারল্যান্ড 

D. দক্ষিণ আফ্রিকা

উত্তর :- (D)

28. শিক্ষা কোন তালিকাভুক্ত?

A. কেন্দ্র তালিকা 

B. রাজ্য তালিকা

C. যৌথ তালিকা 

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

29. রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে ?

A. সংসদ 

B. সংবিধান 

C. রাজ্য আইনসভা 

D. রাজ্যপাল

উত্তর :- (B)

30. 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ?

A. 82 তম

B. 83 তম

C. 85 তম 

D. 86 তম

উত্তর :- (D)

আগের পর্ব –

⦿ ভারতীয় সংবিধান MCQ পর্ব – ০৪

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment