---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 05 l ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৫

By Siksakul

Published on:

---Advertisement---

Indian Constitution MCQ in Bengali Part 05: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ০৫। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 05

1. হাইকোর্টের একজন বিচারপতি কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত ?

A. 65 বছর

B. 60 বছর

C. 62 বছর

D. 58 বছর

উত্তর :- (C)

2. ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু হয়?

A. 1973 সালে

B. 1957 সালে

C. 1956 সালে 

D. 1961 সালে

উত্তর :- (C)

3. লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?

A. 550 জন 

B. 20 জন 

C. 25 জন 

D. 2 জন

উত্তর :- (B)

4. সর্বাধিক কত দিনের জন্য প্রাথমিকভাবে রাষ্ট্রপতি শাসন আরোপিত হতে ?

A. 3 মাস 

B. 6 মাস 

C. পরবর্তী নির্বাচন অবধি 

D. রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল

উত্তর :- (B)

5. রাজ্যসভার সাধারন স্থায়িত্বকাল ?

A. পাঁচ বছর

B. ছয় বছর 

C. দুই বছর

D. নির্দিষ্ট সময়সীমা নেই

উত্তর :- (D)

6. কোন সংসদের ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তার চূড়ান্ত মীমাংসা করেন ?

A. স্পিকার 

B. রাজ্যসভার চেয়ারম্যান 

C. নির্বাচন কমিশনার 

D. রাষ্ট্রপতি

উত্তর :- (D)

7. লোকসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?

A. দলীয় প্রধানকে

B. স্পিকারকে 

C. রাষ্ট্রপতি কে 

D. প্রধানমন্ত্রী কে

উত্তর :- (B)

8. ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় ?

A. সরকারিভাবে ভারতের জনগণ দ্বারা

B. রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর দ্ধারা 

C. রাজ্যসভা ও লোকসভার সদস্যদের দ্বারা 

D. রাজ্যসভা লোকসভা ও বিধানসভার নির্বাচিত সদস্য দ্বারা

উত্তর :- (D)

9. লোকসভার অধ্যক্ষ অপসারণের জন্য কতদিনের নোটিশ দিয়ে কক্ষেপেশ করাতে হয় ?

A. 15 দিনের

B. 14 দিনের 

C. 30 দিনের

D. 6 মাসে

উত্তর :- (B)

10. রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন ?

A. দলীয় প্রধানকে

B. স্পিকারকে 

C. রাজ্যসভার চেয়ারম্যান কে 

D. প্রধানমন্ত্রী কে

উত্তর :- (C)

11. সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয় ?

A. 1951-52

B. 1952 

C. 1952 

D. 1961

উত্তর :- (A)

12. লোকসভার প্রথম কত সালে গঠিত হয় ?

A. 1952 

B. 1951 

C. 1953 

D. 1950

উত্তর :- (A)

13. সংবিধানের কোন ধারায় CAG সম্পর্কিত বিধান সমূহ উল্লেখ আছে ?

A. 148 নম্বর 

B. 117 নম্বর

C. 135 নম্বর 

D. 152 নম্বর

উত্তর :- (A)

14. মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ জারি করে ?

A. ম্যান্ডামাস 

B. প্রহিবিশন 

C. হেবিয়াস কর্পাস 

D. কুয়ো ওয়ারান্টো

উত্তর :- (C)

15. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর?

A. 5

B. 6

C. 4

D. 3

উত্তর :- (A)

16. রাজ্যপালের স্বাভাবিক কার্যকাল কত বছর?

A. রাজ্যপাল 

B. রাষ্ট্রপতি 

C. সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি 

D. মুখ্যমন্ত্রী

উত্তর :- (A)

17. কোন বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?

A. 500 জন

B. 550 জন 

C. 60 জন 

D. 250 জন

উত্তর :- (A)

18. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত ?

A. 500 জন

B. 60 জন 

C. 250 জন

D. 300 জন 

উত্তর :- (C)

19. বিধানসভায় সাধারণভাবে সর্বনিম্ন সদস্য হতে পারে ?

A. 50 জন 

B. 40 জন 

C. 60 জন 

D. 30 জন

উত্তর :- (C)

20. লোকসভা বা বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?

A. 30 বছর

B. 25 বছর

C. 30 বছর 

D. 35 বছর

উত্তর :- (B)

21. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত প্রয়োজন?

A. 30 বছর

B. 25 বছর

C. 35 বছর

D. 50 বছর

উত্তর :- (A)

22. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার অভিভাবক হলো?

A. কেন্দ্রীয় মন্ত্রিসভা 

B. রাষ্ট্রপতি 

C. সংসদ 

D. সুপ্রিম কোর্ট

উত্তর :- (D)

23. কোন রাজ্য বিধানসভায় সর্বাধিক সদস্য পদ আছে ?

A. বিহার 

B. উত্তরপ্রদেশ 

C. মধ্যপ্রদেশ 

D. মহারাষ্ট্র

উত্তর :- (B)

24. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম?

A. এম হেদায়েতুল্লাহ 

B. ডক্টর জাকির হোসেন

C. মৌলানা আবদুল কালাম আজাদ

D. পি এম সঈদ

উত্তর :- (B)

25. ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো ?

A. কেন্দ্রীয় সরকারের বিষয়ে 

B. অঙ্গরাজ্যের বিষয়ে

C. কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়ে

D. কোনোটিই নয়

উত্তর :- (B)

26. ভারতের প্রথম লোকসভার স্পিকার হলেন?

A. বলরাম জাফর

B. রুবি রায় 

C. গণেশ বাসুদেব মাভলঙ্কার

D. স্যার আশুতোষ মুখার্জী

উত্তর :- (C)

27. ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?

A. আমেরিকা

B. কানাডা 

C. আয়ারল্যান্ড 

D. দক্ষিণ আফ্রিকা

উত্তর :- (D)

28. শিক্ষা কোন তালিকাভুক্ত?

A. কেন্দ্র তালিকা 

B. রাজ্য তালিকা

C. যৌথ তালিকা 

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

29. রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে ?

A. সংসদ 

B. সংবিধান 

C. রাজ্য আইনসভা 

D. রাজ্যপাল

উত্তর :- (B)

30. 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ?

A. 82 তম

B. 83 তম

C. 85 তম 

D. 86 তম

উত্তর :- (D)

আগের পর্ব –

⦿ ভারতীয় সংবিধান MCQ পর্ব – ০৪

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment