Indian Constitution MCQ in Bengali Part 07: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ২০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
ভারতীয় সংবিধান M.C.Q l Indian Constitution MCQ in Bengali Part 07
Table of Contents
1. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকের প্রকৃতি ও সংজ্ঞা নিরুপমের বর্ণনা রয়েছে ?
A. দ্বিতীয় অংশ (5-11)
B. প্রথম অংশ (12-16)
C. তৃতীয়াংশ (12-16)
D. চতুর্থ অংশ (35-40)
উত্তর :- (A)
2. সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?
A. 16-25
B. 30-35
C. 4-18
D. 18-32
উত্তর :- (C)
3. আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে ?
A. 12 নম্বর ধারায়
B. 15 নম্বর ধারায়
C. 14 নাম্বার ধারায়
D. 18 নম্বর ধারায়
উত্তর :- (C)
4. অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে ?
A. 14 নম্বর ধারায়
B. 15 নম্বর ধারায়
C. 16 নম্বর ধারায়
D. 17 নম্বর ধারায়
উত্তর :- (D)
5. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে ?
A. 18
B. 19
C. 20
D. 21
উত্তর :- (B)
6. ভারতের রাষ্ট্র ব্যবস্থার হলো ?
A. একরাষ্ট্রীয়
B. যুক্তরাষ্ট্রীয়
C. আধা-সামন্ততান্রিক
D. ওপরের কোনোটিই নয়
উত্তর :- (B)
7. সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে ?
A. 19 থেকে 30
B. 23 থেকে 24
C. 32 থেকে 35
D. 31
উত্তর :- (A)
8. শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বলা হয়েছে ?
A. 19 থেকে 30
B. 31
C. 23 থেকে 24
D. 32 থেকে 35
উত্তর :- (C)
9. বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে ?
A. সাতটি
B. দশটি
C. এগারটি
D. 12 টি
উত্তর :- (C)
10. যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়?
A. আমেরিকা
B. ইংল্যান্ড
C. আয়ারল্যান্ড
D. রাশিয়া
উত্তর :- (D)
11. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নির্ধারণ সংবিধানের কোন ধারা অনুযায়ী হয় ?
A. 324
B. 326
C. 224
D. 226
উত্তর :- (A)
12. নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও প্রক্রিয়ার নির্দেশ আছে ?
A. 324
B. 325 থেকে 329
C. 330 থেকে 335
D. 350
উত্তর :- (B)
13. রাষ্ট্রীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে ?
A. 352 থেকে 360
B. 352
C. 356
D. 360
উত্তর :- (A)
14. সংবিধানের কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণ এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ?
A. 352
B. 360
C. 358
D. 356
উত্তর :- (A)
15. রাজ্যপাল সংক্রান্ত আলোচনার জন্য জরুরি অবস্থা ঘোষণা কোন ?
A. 355
B. 360
C. 356
D. 358
উত্তর :- (C)
16. অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের ধারা অনুযায়ী তা হল ?
A. 352
B. 354
C. 356
D. 360
উত্তর :- (D)
17. সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ স্থান রক্ষিত রাখা ছিল ?
A. 358
B. 370
C. 380
D. 360
উত্তর :- (B)
18. সংবিধানের সংশোধন কোন ধারায় দেওয়া হয়েছে ?
A. 360
B. 370
C. 367
D. 368
উত্তর :- (D)
19. সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ?
A. 340
B. 341
C. 342
D. 243
উত্তর :- (D)
20. পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত বিষয়টি হলো ?
A. তপশীল যুক্ত অঞ্চলের প্রশাসন ও নিয়ন্ত্রণের প্রতিবিধান
B. রাজ্যসভার আইন সংক্রান্ত তথ্য
C. বেতন সংক্রান্ত তথ্য
D. নগর পালিকা সংক্রান্ত তথ্য
উত্তর :- (A)
আগের পর্ব –