---Advertisement---

Most important History Questions for State Govt job 2024 l রাজ্য সরকারী চাকরি 2024 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন

By Siksakul

Updated on:

important History Questions for State Govt job
---Advertisement---

Most important History Questions for State Govt job: রাজ্য সরকারী চাকরির পরীক্ষায় সফলতা অর্জনের জন্য নির্ভুল প্রস্তুতি এবং সঠিক অধ্যবসায় অপরিহার্য। ইতিহাস বিষয়টি এই পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যা অনেক পরীক্ষার্থীকে কঠিন মনে হতে পারে। তবে, সঠিক গাইডলাইন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই অংশে সফলতা অর্জন সম্ভব।

এই ব্লগে আমরা আপনাদের জন্য এনেছি রাজ্য সরকারী চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর। আমাদের এই সংগ্রহটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই গুরুত্বপূর্ণ ঘটনা, তারিখ, এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারেন এবং প্রস্তুতির একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে পারেন।

আপনারা যারা রাজ্য সরকারী চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নোত্তর গুলি বিশেষ সহায়ক হবে। আসুন, সময় নষ্ট না করে একনজরে দেখে নিই এই গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর গুলি, যা আপনার প্রস্তুতিকে আরও কার্যকর এবং সফল করে তুলবে।

Most Important History Questions for State Govt job 2024


1. ভারত ছাড় আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম – শান্তাবাঈ ভালেরাও
2. যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন – ভগিনী নিবেদিতা
3. ভগিনী নিবেদিতাকে ‘ ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা ‘ বলেছিলেন – ভুপেন্দ্রনাথ দত্ত
4. যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন – বিনা দাস
5. জয়শ্রী প্রত্রিকা প্রকাশ করেন – লীলা নাগ
6. লীলা নাগ (রায়) যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন – দীপালি ছাত্রীসংঘ
7. ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন – প্রীতিলতা ওয়েদ্দেদার
8. প্রীতিলতা ওয়েদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হল – চট্টগ্রাম অভ্যুত্থান
9. ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে ছিলেন – রানী ঝাঁসি রেজিমেন্ট
10. রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন – ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন


11. আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় – ১৯৭৫ সালে
12. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন – সতীশচন্দ্র মুখোপাধ্যায়
13. ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০২ সালে
14. কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০৫ সালে
15. আন্টি – সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০৫ সালে
16. ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সারা দেয় – রাওলাট সত্যাগ্রহ (1919 সালে)
17. ভারতী প্রত্রিকার সম্পাদক ছিলেন – সরলাদেবী চৌধুরানী
18. বাসন্তীদেবী ও সুনীতি দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অহিংসা অসহযোগ আন্দোলন
19. বাসন্তী দেবী ছিলেন – দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের স্ত্রী
20. বি – আম্মা নাম পরিচিত ছিলেন -আবিদা বানু


21. বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম – কুমুদিনী বসু ( মিত্র)
22. গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় – ১৯৩০ সালে ১২ মার্চ
23. ধরসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন – সরোজিনী নাইডু
24. বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমণে নেতৃত্ব দেন – কমলাদেবী চট্টোপাধ্যায়
25. সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে ছিলেন – আইন অমান্য আন্দোলন
26. গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন – মাতঙ্গিনী হাজরা
27. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল – ১৯৪২ সালে ,তমলুকে
28. ভাগিনী সেনা সংগঠিত হয়েছিল – মেদিনীপুরের তমলুকে
29. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেন – উষা মেহেতা
30. অসমে ভারত ছাড় আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন – কনকলতা বড়ুয়া

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment