---Advertisement---

WB ICDS Anganwadi Practice Set 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪

By Siksakul

Published on:

WB ICDS Anganwadi Practice Set 2024
---Advertisement---

WB ICDS Anganwadi Practice Set 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

WB ICDS Anganwadi Practice Set 2024 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

প্র্যাকটিস সেট ৪ l WB ICDS Anganwadi Practice Set 4

1. ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি?

[A] স্কার্ভি
[B] কেরাটোম্যালাসিয়া
[C] খুশকি
[D] হেপাটাইটিস

উত্তরঃ [B] কেরাটোম্যালাসিয়া

2. বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের সহজ পদ্ধতি কোনটি?

[A] জল ফুটানো
[B] বিপরীত আস্রাবণ
[C] সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন
[D] অতিবেগুনি রশ্মি দ্বারা বিকিরণ

উত্তরঃ [C] সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন

3. ক্যাটারাক্ট রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] হাত
[B] যকৃৎ
[C] ফুসফুস
[D] চোখ

উত্তরঃ [D] চোখ

4. একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত?

[A] ৩ লিটার
[B] ৮ লিটার
[C] ৬ লিটার
[D] ৭ লিটার

উত্তরঃ [C] ৬ লিটার

5. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি?

[A] অক্সিজেন
[B] নাইট্রোজেন
[C] মিথেন
[D] ব্লুমেন

উত্তরঃ [B] নাইট্রোজেন

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩

6. পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে বুনিয়াদি স্তর কোনটি?

[A] জেলা পরিষদ
[B] পঞ্চায়েত সমিতি
[C] গ্রাম পঞ্চায়েত
[D] গ্রাম সভা

উত্তরঃ [C] গ্রাম পঞ্চায়েত

7. সম্প্রতি “অলিম্পিক অর্ডারে” সম্মানিত হওয়া ভারতীয় খেলোয়াড় অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত?

[A] কুস্তি
[B] ব্যাডমিন্টন
[C] শুটিং
[D] দাবা

উত্তরঃ [C] শুটিং

8. বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তার কোন ধাতুর তৈরী?

[A] তামা
[B] রুপা
[C] নিকেল
[D] এলুমিনিয়াম

উত্তরঃ [A] তামা

9. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?

[A] ল্যামার্ক
[B] আইনস্টাইন
[C] ডারউইন
[D] ফ্রেড্রিক

উত্তরঃ [B] আইনস্টাইন

10. বাদুড়ের গমন অঙ্গের নাম কি?

[A] স্ট্যার্থিন
[B] প্যাটেজিয়াম
[C] লাইকাস
[D] মর্ফিয়া

উত্তরঃ [B] প্যাটেজিয়াম

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment