---Advertisement---

West Bengal Asha Karmi Recruitment 2024: রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আবারও আশা কর্মী নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া

By Siksakul

Published on:

West Bengal Asha Karmi Recruitment 2024 - রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আবারও আশা কর্মী নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া
---Advertisement---

West Bengal Asha Karmi Recruitment 2024 : বিরাট সুখবর রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মহিলা চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্যকেন্দ্র এলাকায় আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আজকে প্রতিবেদনে রইল নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।

পদের নাম— আশা কর্মী

শিক্ষাগত যোগ্যতা— উক্ত পদে (West Bengal Asha Karmi Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোনো বিদ্যালয় অথবা  শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এমনকি, প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে, তবেই সেই প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা— এখানে আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে এবং  সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি— উল্লেখিত পদে

(West Bengal Asha Karmi Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের কে অফ লাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞাপ্তির নিচে থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। আবেদনপত্রে প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র  সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে জমা করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের মনে রাখতে হবে যে, আবেদনপত্র কেবলমাত্র রেজিস্টার পোষ্টের মাধ্যমেই জমা করতে হবে। সরাসরি দপ্তরে গিয়ে জমা করা আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনের শেষ তারিখ— ৩০শে আগস্ট, ২০২৪

ইন্টারভিউর তারিখ— ২৫ ও ২৬শে সেপ্টেম্বর, ২০২৪

Application Form:Download Now

Official Website:Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

Also Read: ভারতীয় রেলে ৭,৯৫১ শূন্যপদ, আবেদন করুন আজই

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment