ICDS Practice Set 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
ICDS Practice Set in Bengali l ICDS Practice Set 2024
1. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?
[A] 31 জোড়া[B] 35 জোড়া
[C] 32 জোড়া
[D] 37 জোড়া
উত্তরঃ [A] 31 জোড়া
2. জন্ডিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] পাকস্থলী[B] যকৃত
[C] জিভ
[D] কান
উত্তরঃ [B] যকৃত
3. এক বছরের বেশি বয়সের শিশুর হুপিং কাশি ও টিটেনাস রোগ প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?
[A] OPV[B] BCG
[C] DPT
[D] TT
উত্তরঃ [C] DPT
4. অনিয়মিত হৃদস্পন্দন কোন্ খনিজ লবণের অভাবে হয়?
[A] লৌহ[B] পটাশিয়াম
[C] সোডিয়াম
[D] আয়োডিন
উত্তরঃ [B] পটাশিয়াম
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৯
![অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট](https://www.exambangla.com/wp-content/uploads/2023/09/JOIN-FB-GROUP-Banner.webp)
5. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
[A] নাইট্রোজেন (78%)[B] কার্বন-মনো-অক্সাইড
[C] হাইড্রোজেন
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] নাইট্রোজেন (78%)
6. পশ্চিমবঙ্গে কবে দি-স্তর পঞ্চায়েত আইন পাশ হয়?
[A] 1986 সালে[B] 1958 সালে
[C] 1956 সালে
[D] 1981 সালে
উত্তরঃ [C] 1956 সালে
7. ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের গন্ডগোলের ফলে দেখা যায়?
[A] STH[B] ADH
[C] TSH
[D] ইনসুলিন
উত্তরঃ [B] ADH
8. 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যে শহরে—
[A] টোকিও[B] বেজিং
[C] প্যারিস
[D] মস্কো
উত্তরঃ [A] টোকিও
9. ট্যাক্সোনমিক হায়ারার্কিতে সর্ববৃহৎ ক্যাটাগরি কোনটি?
[A] বর্গ[B] প্রজাতি
[C] গোত্র
[D] রাজ্য
উত্তরঃ [D] রাজ্য
10. 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন?
[A] লখনউ[B] বারাণসী
[C] রায়বেরেলি
[D] আমেদাবাদ
উত্তরঃ [B] বারানসী