---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 22 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২২ | ICDS Practice Set 2024

By Siksakul

Updated on:

Anganwadi Workers and Helpers Practice Set 22
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 15: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

Anganwadi Workers and Helpers Practice Set 15 l ICDS Practice Set in Bengali

ICDS Practice Set in Bengali

1. ভারতের কত শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে?

[A] 70 শতাংশ
[B] 80 শতাংশ
[C] 40 শতাংশ
[D] 85 শতাংশ

উত্তরঃ [A] 70 শতাংশ

2. কোন ভিটামিন কেটে যাওয়া জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ করে?

[A] ভিটামিন D
[B] ভিটামিন C
[C] ভিটামিন B
[D] ভিটামিন K

উত্তরঃ [D] ভিটামিন K

3. ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়েছিল?

[A] 1981 সালে
[B] 1972 সালে
[C] 1984 সালে
[D] 1996 সালে

উত্তরঃ [C] 1984 সালে

4. পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়?

[A] 5 বছর
[B] 7 বছর
[C] 3 বছর
[D] 6 বছর

উত্তরঃ [A] 5 বছর

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. গ্যাস্ট্রিক রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] হৃদপিণ্ড
[B] পাকস্থলী
[C] যকৃত
[D] স্নায়ুতন্ত্র

উত্তরঃ [B] পাকস্থলী

6. কোনটি লাল লিটমাসকে নীল করে?

[A] অ্যাসিড
[B] লবন
[C] ক্ষার
[D] সবকটি

উত্তরঃ [C] ক্ষার

7. খাদ্যের শোষণ কোথায় হয়?

[A] সিকাম
[B] ভিলাই
[C] ফান্ডাস
[D] পাইলোরাস

উত্তরঃ [B] ভিলাই

8. বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণ গুলির মধ্যে কোনটি দায়ী নয়?

[A] জিবাশ্ম জ্বালানির ব্যবহার
[B] পেট্রোল গাড়ি
[C] সৌরশক্তির ব্যবহার
[D] অরণ্যচ্ছেদন

উত্তরঃ [C] সৌরশক্তির ব্যবহার

9. মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি?

[A] ২১ জোড়া
[B] ১২ জোড়া
[C] ৩১ জোড়া
[D] ৩২ জোড়া

উত্তরঃ [C] ৩১ জোড়া

10. কোনটি অতীতে পর্তুগীজদের কলোনি ছিল না?

[A] পন্ডিচেরি
[B] চন্দননগর
[C] গোয়া
[D] আনদামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

উত্তরঃ [D] আনদামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

sharethis sharing button
---Advertisement---

Related Post

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Leave a Comment