---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 24 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৪ | ICDS Practice Set 24

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 24
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 24: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 24

1. মানবদেহের রক্তের লৌহের পরিমাণ কত?

[A] প্রায় 10 mg
[B] প্রায় 5 mg
[C] প্রায় 25 mg
[D] প্রায় 20 mg

উত্তরঃ [A] প্রায় 10 mg

2. 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনন্দিন খাদ্যে কত পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন?

[A] 1250 ক্যালোরি
[B] 1275 ক্যালোরি
[C] 1210 ক্যালোরি
[D] 1220 ক্যালোরি

উত্তরঃ [D] 1220 ক্যালোরি

3. করোনা বা কোভিড 19 রোগের সংক্রমণ প্রথম কোথায় লক্ষ করা যায়?

[A] 2018 সালের ডিসেম্বরে, চীনে
[B] 2019 সালের ডিসেম্বরে, আমেরিকাতে
[C] 2019 সালের ডিসেম্বরে, চীনে
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] 2019 সালের ডিসেম্বরে, চীনে

4. মানব উন্নয়ন সূচক কত সালে প্রথম প্রবর্তিত হয়?

[A] 1990 সালে
[B] 1995 সালে
[C] 1993 সালে
[D] 1992 সালে

উত্তরঃ [A] 1990 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. কোন প্রাণীতে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়?

[A] আরশোলা
[B] শামুক
[C] মশা
[D] কেঁচো

উত্তরঃ [D] কেঁচো

6. কোন ধরনের মাটিতে ক্যাকটাস জন্মায়?

[A] পলি মাটি
[B] মরুভূমির মাটি
[C] কৃষ্ণমৃত্তিকা
[D] রেগুর মাটি

উত্তরঃ [B] মরুভূমির মাটি

7. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা-এর উৎপাদন হয় না?

[A] অসম
[B] ত্রিপুরা
[C] মধ্যপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ

উত্তরঃ [C] মধ্যপ্রদেশ

8. 2016 সালে অলিম্পিক গেমস্ যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল—

[A] লন্ডন
[B] রিও-ডি-জেনেরো
[C] মস্কো
[D] মেক্সিকো সিটি

উত্তরঃ [B] রিও-ডি-জেনেরো

9. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

[A] ৪ অক্টোবর
[B] ১৫ আগস্ট
[C] ৫ জানুয়ারি
[D] ৫ জুন

উত্তরঃ [D] ৫ জুন

10. ভারতের পরমাণুশক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন—

[A] হোমি ভাবা
[B] বিক্রম সারাভাই
[C] আর. চিদাম্বরম
[D] এইচ. এন. শেঠনা

উত্তরঃ [A] হোমি ভাবা

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button
---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment