---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 25 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৫ | WB ICDS Practice Set 2024

By Siksakul

Updated on:

Anganwadi Workers and Helpers Practice Set 25
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 25: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 25

1. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

[A] 10-20 দিন
[B] 15-30 দিন
[C] 12-15 দিন
[D] 15-20 দিন

উত্তরঃ [C] 12-15 দিন

2. ভারতের ’Public Liability Insurance Act’ কবে বলবৎ হয়?

[A] 1998 সালে
[B] 1991 সালে
[C] 1973 সালে
[D] 1998 সালে

উত্তরঃ [B] 1991 সালে

3. ’পরিবেশ সুরক্ষা আইন’-কত সালে পাস হয়?

[A] 1985 সালে
[B] 1992 সালে
[C] 1998 সালে
[D] 1986 সালে

উত্তরঃ [D] 1986 সালে

4. হৃদপিন্ডের আবরণকে কি বলে?

[A] পেরিকার্ডিয়াম
[B] পেরিটোনিয়াম
[C] প্লুরা মেমব্রেন
[D] হাইলাম

উত্তরঃ [B] পেরিকার্ডিয়াম

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. কত সালে কিষান ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়?

[A] 1998-99 সালে
[B] 1997-98 সালে
[C] 1985-86 সালে
[D] 1994-95 সালে

উত্তরঃ [A] 1998-99 সালে

6. কোন কলা উদ্ভিদের সালোকসংশ্লেষকারী অংশ গুলির থেকে দূরে উপাদানগুলির পরিবহনে সহায়তা করে?

[A] জাইলেম বাহিকা
[B] ভাজক কলা
[C] ফ্লোয়েম
[D] আদিকলা

উত্তরঃ [C] ফ্লোয়েম

7. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?

[A] অ্যানিলিডা
[B] আর্থোপোডা
[C] কর্ডাটা
[D] নেমাটোডা

উত্তরঃ [A] অ্যানিলিডা

8. 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম—

[A] ইম্ফল
[B] ময়রাং
[C] কোহিমা
[D] মরে

উত্তরঃ [C] কোহিমা

9. প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়?

[A] লাইসোজোম
[B] সেন্ট্রোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] রাইবোজোম

উত্তরঃ [D] রাইবোজোম

10. নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?

[A] দাদাভাই নওরোজি
[B] অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম
[C] উমেশ চন্দ্র ব্যানার্জি
[D] সুরেন্দ্রনাথ ব্যানার্জি

উত্তরঃ [C] উমেশ চন্দ্র ব্যানার্জি

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button
Anganwadi Workers and Helpers Practice Set 24

---Advertisement---

Related Post

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Important GK Questions and Answers on Maratha Empire | মারাঠা সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

১৬৭৪ সালে ছত্রপতি শিবাজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত মারাঠা সাম্রাজ্য ১৭শ এবং ১৮শ শতাব্দীতে ভারতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সামরিক কৌশল, প্রশাসনিক উদ্ভাবন এবং গেরিলা যুদ্ধের জন্য ...

Leave a Comment