---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 26 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৬ | WB ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 26
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 26: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 26

1. মানুষের মূত্রের pH মান কত?

[A] pH মান 2.4-8
[B] pH মান 4.5-8
[C] pH মান 1.5-7
[D] pH মান 6.5-8

উত্তরঃ [B] pH মান 4.5-8

2. ‘The Ganga Action Plan’ কত সালে গৃহীত হয়?

[A] 1987 সালে
[B] 1993 সালে
[C] 1986 সালে
[D] 1985 সালে

উত্তরঃ [D] 1985 সালে

3. একটি তাপ উৎপাদক খাদ্যের নাম হল—

[A] দুধ
[B] মাখন
[C] ডিম
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] মাখন

4. কোন সালে প্রথম ‘ধরিত্রী দিবস’ বা ‘বসুন্ধরা দিবস’ উদযাপিত হয়?

[A] 1970 সালে
[B] 1949 সালে
[C] 1971 সালে
[D] 1976 সালে

উত্তরঃ [A] 1970 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ধেবর কমিটি কত সালে গঠন করা হয়েছিল?

[A] 1954 সালে
[B] 1981 সালে
[C] 1961 সালে
[D] 1962 সালে

উত্তরঃ [C] 1961 সালে

6. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল—

[A] বাতাস
[B] দূষিত জল
[C] যৌন মিলন
[D] পতঙ্গ বাহক

উত্তরঃ [B] দূষিত জল

7. দুয়ারে সরকার প্রকল্প কত সালে শুরু হয়?

[A] 2019 সালে
[B] 2022 সালে
[C] 2018 সালে
[D] 2020 সালে

উত্তরঃ [D] 2020 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ২৫

8. নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দীশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে?

[A] ইরান
[B] ইরাক
[C] সিরিয়া
[D] সৌদি আরব

উত্তরঃ [B] ইরাক

9. Vinica rosea থেকে যে উপাক্ষারটি পাওয়া যায়, সেটি হল—

[A] রেসারপিন
[B] মরফিন
[C]অ্যাট্রোপিন
[D] ভিনক্রিস্টিন

উত্তরঃ [D] ভিনক্রিস্টিন

10. পলাশীর যুদ্ধ হয়েছিল—

[A] 1757 সালে
[B] 1758 সালে
[C] 1857 সালে
[D]1858 সালে

উত্তরঃ [A] 1757 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button

---Advertisement---

Related Post

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Leave a Comment