---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 35 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৫ | ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 35 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৫
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 35: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 35

1. মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি?

[A] টিবিয়া
[B] ফিমার
[C] স্টেপিস
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ফিমার

2. অ্যাকজিমা রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] গলা
[B] পা
[C] মুখের হাড়
[D] ত্বক

উত্তরঃ [D] ত্বক

3. ভিটামিন K -এর রাসায়নিক নাম কি?

[A] রেটিনল
[B] ফাইলোকুইনিন
[C] অ্যাসকরবিক এসিড
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ফাইলোকুইনিন

4. বাণিজ্যিক রবার প্রস্তুত হয়—

[A] গঁদ থেকে
[B] তরুক্ষীর থেকে
[C] রজন থেকে
[D] প্যারারবার গাছের ল্যাটেক্স থেকে

উত্তরঃ [D] প্যারারবার গাছের ল্যাটেক্স থেকে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. সীসা দূষণের ফলে কোন রোগ হয়?

[A] ডিসলেক্সিয়া
[B] ব্ল্যাকফুট
[C] সিলিকোসিস
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] ডিসলেক্সিয়া

6. প্রতিবছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতের খসড়া বাজেট তৈরি করতে হয়?

[A] 2 অক্টোবর
[B] 5 অক্টোবর
[C] 1 অক্টোবর
[D] 7 অক্টোবর

উত্তরঃ [C] 1 অক্টোবর

7. সর্বপ্রথম ট্যাক্সোনমি কথাটি উল্লেখ করেন—

[A] এ. পি. দ্য ক্যানডোলে
[B] জন রে
[C] লিনিয়াস
[D] অ্যারিস্টটল

উত্তরঃ [A] এ. পি. দ্য ক্যানডোলে

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৪

8. কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে জানা যায়—

[A] অর্থশাস্ত্র
[B] সি ইউ কি
[C] ইন্ডিকা
[D] পেরিপ্লাস অফ দি ইনিথ্রিয়ান সি

উত্তরঃ [C] ইন্ডিকা

9. হরপ্পার সিলমোহর গুলি আকৃতিতে ছিল—

[A] গোলাকার ও চতুর্ভুজাকার
[B] গোলাকার ও আয়তাকার
[C] ষড়ভুজাকার ও চতুর্ভুজাকার
[D] চতুর্ভুজাকার ও আয়তাকার

উত্তরঃ [D] চতুর্ভুজাকার ও আয়তাকার

10. উদ্ভিদের মূলরোম কর্তৃক জলশোষণ প্রক্রিয়াটি হল—

[A] ব্যাপন
[B] অভিস্রবণ
[C] বাষ্পীভবন
[D] বাষ্পমোচন

উত্তরঃ [B] অভিস্রবণ

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
---Advertisement---

Related Post

WBSSC 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025 | WBSSC প্রদত্ত 2nd SLST ভূগোল ফাইনাল উত্তর-কী ২০২৫ প্রকাশিত

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি প্রকাশ করেছে 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025, যা উচ্চমাধ্যমিক স্তরের ভূগোল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই WBSSC Geography Final ...

Important GK for WBSSC Group C and D Exams l WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

Important GK for WBSSC Group C and D Exams: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর Group C ও Group D পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে সাধারণ জ্ঞান (GK) ...

🧠 GK Previous Year Questions Bengali 2025 | সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর বাংলায়

প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় (Competitive Exams) যেমন — WBCS, SSC, Railway, PSC, TET, Police, Bank ইত্যাদিতে সাধারণ জ্ঞান (General Knowledge) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।পরীক্ষায় সফল হতে হলে শুধুমাত্র নতুন ...

🏦 Punjab National Bank Recruitment 2025 – Apply Online for 750 Local Bank Officer (LBO) Posts

Punjab National Bank Recruitment 2025: Punjab National Bank (PNB) — one of India’s oldest and most trusted public sector banks — has officially announced its PNB Recruitment 2025 ...

Leave a Comment