---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 40 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪০ | ICDS Practice Set 2024

By Siksakul

Updated on:

Anganwadi Workers and Helpers Practice Set 40
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 40: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 40

1. ব্রঙ্কাইটিস রোগে ব্যাক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] চোখ
[B] ফুসফুস
[C] গলা
[D] কান

উত্তরঃ [B] ফুসফুস

2. কলহণের রাজতরঙ্গিনীতে কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ রয়েছে?

[A] বাংলা
[B] মালব
[C] কাশ্মীর
[D] জৌন পুর

উত্তরঃ [C] কাশ্মীর

3. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?

[A] ভিটামিন B কমপ্লেক্স
[B] ভিটামিন A
[C] ভিটামিন D
[D] ভিটামিন K

উত্তরঃ [A] ভিটামিন B কমপ্লেক্স

4. চিপকো আন্দোলন কত সালে হয়েছিল?

[A] 1985 সালে
[B] 1981 সালে
[C] 1978 সালে
[D] 1973 সালে

উত্তরঃ [D] 1973 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. অঙ্গুরীমাল ও সন্ধিপদী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে—

[A] জোঁক
[B] কেঁচো
[C] পেরিপেটাস
[D] রাজ কাঁকড়া

উত্তরঃ [C] পেরিপেটাস

6. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?

[A] 1951 সালে
[B] 1945 সালে
[C] 1942 সালে
[D] 1938 সালে

উত্তরঃ [A] 1951 সালে

7. কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা?

[A] সংস্কৃত
[B] তামিল
[C] তেলেগু
[D] মালয়ালম

উত্তরঃ [B] তামিল

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৯

8. দশ শতাংশের সূত্র কার দেওয়া?

[A] ওডাম
[B] সাউথ উইক
[C] লিন্ডেম্যান
[D] রাইটার

উত্তরঃ [C] লিন্ডেম্যান

9. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?

[A] বিয়াস
[B] রাভি
[C] শতদ্রু
[D] সিন্ধু

উত্তরঃ [B] রাভি

10. অভিব্যক্তির জনক কে?

[A] চার্লস ডারউইন
[B] ল্যামার্ক
[C] মেন্ডেল
[D] কেউই নয়

উত্তরঃ [A] চার্লস ডারউইন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button
---Advertisement---

Related Post

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Download Important Law Of The British Period PDF l ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ন আইন PDF

Download Important Law Of The British Period PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, SSC, Railways, UPSC, PSC, Banking) ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ন আইন সম্পর্কিত প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের ...

Important History GK Questions and Answers 2025 l গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্নোত্তর

Important History GK Questions and Answers 2025: সাধারণ জ্ঞান (জিকে) প্রতিটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞানের উপর সঠিক জ্ঞান রাখা ...

Leave a Comment