---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 41 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪১| ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 41
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 41: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 41

1. বিষ্ণোই আন্দোলন কত সালে হয়েছিল?

[A] 1729 সালে
[B] 1730 সালে
[C] 1777 সালে
[D] 1778 সালে

উত্তরঃ [B] 1730 সালে

2. বর্তমানে ভারতে প্রায় কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে?

[A] 28.2%
[B] 29.1%
[C] 25.1%
[D] 26.1%

উত্তরঃ [D] 26.1%

3. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?

[A] ভিটামিন D
[B] ভিটামিন A
[C] ভিটামিন K
[D] ভিটামিন E

উত্তরঃ [B] ভিটামিন A

4. পাকস্থলীতে পাচিত হয় না—

[A] শর্করা জাতীয় খাদ্য
[B] কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য
[C] ফ্যাট জাতীয় খাদ্য
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] শর্করা জাতীয় খাদ্য

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. পেপসিন হল—

[A] ফ্যাট ভঙ্গক উৎসেচক
[B] প্রোটিন ভঙ্গক উৎসেচক
[C] কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] প্রোটিন ভঙ্গক উৎসেচক

6. বৈদিক যুগের একজন রণ কূশলী নারী হলেন—

[A] মৃদ্গলানী
[B] অপালা
[C] সূর্যা
[D] জটিলা গৌতমী

উত্তরঃ [A] মৃদ্গলানী

7. অশোকের ধর্মের লক্ষ্য ছিল—

[A] জয়লাভ
[B] দূর্গহীন সমাজ
[C] আধিপত্য বিস্তার
[D] অহিংসা এবং শান্তি

উত্তরঃ [D] অহিংসা এবং শান্তি

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪০

8. এক গ্রাম প্রোটিন থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?

[A] 4.1
[B] 4.9
[C] 9.1
[D] 9.7

উত্তরঃ [A] 4.1

9. কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক?

[A] সুকল্ল
[B] মহাপদ্মনন্দ
[C] ধননন্দ
[D] চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তরঃ [C] ধননন্দ

10. উদ্ভিদ দেহে খাদ্য সংবহনে মুখ্য ভূমিকা নেয়—

[A] ফ্লোয়েম
[B] জাইলেম
[C] প্যারেন কাইমা
[D] কোলেন কাইমা

উত্তরঃ [A] ফ্লোয়েম

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
---Advertisement---

Related Post

WBP 2025 Reasoning Practice Set 04 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 04: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

WBP 2025 Reasoning Practice Set 03 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Brain Booster!

WBP 2025 Reasoning Practice Set 03: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

📘 WBP 2025 Reasoning Practice Set 02 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 02: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

WBP 2025 Reasoning Practice Set 01 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 01: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, ...

Leave a Comment