---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 42 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪২ l ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 42 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪২ l ICDS Practice Set 2024
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 42: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 42

1. মুখবিবরে পাচিত হয় না কোন জাতীয় খাদ্য?

[A] প্রোটিন
[B] ভিটামিন
[C] প্রোটিনো ও ফ্যাট জাতীয় খাদ্য
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য

2. কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে কি হয়?

[A] গলগন্ড
[B] ডায়াবেটিস
[C] ইনসুলিন
[D] অপুষ্টি

উত্তরঃ [B] ডায়াবেটিস

3. মুত্র ও ঘামের প্রধান উপাদান হল—

[A] কার্বন
[B] ইউরিয়া
[C] নাইট্রোজেন
[D] জল

উত্তরঃ [D] জল

4. চের্নোবিল পারমাণবিক বিপর্যয় কোথায় ঘটেছিল?

[A] রাশিয়ায়, 1986 সালে
[B] রাশিয়ায়, 1981 সালে
[C] রাশিয়ায়, 1988 সালে
[D] রাশিয়ায়, 1987 সালে

উত্তরঃ [A] রাশিয়ায়, 1986 সালে

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

5. ফ্যাট পরিপাক হয়—

[A] কিডনিতে
[B] বৃহদন্ত্রে
[C] পাকস্থলী ও ক্ষুদ্রান্তে
[D] অগ্নাশয়ে

উত্তরঃ [C] পাকস্থলী ও ক্ষুদ্রান্তে

6. গ্রামীন উন্নয়নের ক্ষেত্রে LPG মডেল কত সালে গৃহীত হয়েছিল?

[A] 1989 সালে
[B] 1991 সালে
[C] 1999 সালে
[D] 1998 সালে

উত্তরঃ [B] 1991 সালে

7. ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক কে?

[A] স্যার জন মার্শাল
[B] স্যার মার্টিমার হুইলার
[C] এস আর রাও
[D] স্যার অরেল স্টেইন

উত্তরঃ [C] এস আর রাও

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪১

8. কোন কোশ অন্ধকারে দেখতে সাহায্য করে?

[A] কোণ কোশ
[B] রড কোশ
[C] বাহক কোশ
[D] ধারক কোশ

উত্তরঃ [B] রড কোশ

9. নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল?

[A] হরপ্পা
[B] সুরকোটাডা
[C] ধোলাভিরা
[D] লোথাল

উত্তরঃ [D] লোথাল

10. মানুষের করোটিয় স্নায়ু কয় জোড়া?

[A] 10 জোড়া
[B] 12 জোড়া
[C] 14 জোড়া
[D] 31 জোড়া

উত্তরঃ [B] 12 জোড়া

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
sharethis sharing button
---Advertisement---

Related Post

Download Indian Army Agniveer Syllabus 2025 PDF: Subject-wise Important Topics

The Indian Army Agniveer Syllabus 2025 is a crucial resource for candidates preparing for the online entrance exam. The official syllabus has been published on the Indian Army’s ...

Indian Army Agniveer Exam Pattern 2025: Latest Paper Format & Negative Marking Details

The Indian Army recruits Agniveers through a two-stage selection process. The first stage is the Online Common Entrance Exam (CEE), conducted at designated Computer Based Test Centres assigned ...

Indian Army Agniveer Model Question Papers 2025: Download PDF with Answers

Indian Army Agniveer Model Question Papers 2025: Candidates preparing for the Army Agniveer 2025 exam are strongly encouraged to practice with Agniveer model question papers. The Indian Army ...

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with Answers

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with AnswersPreparing for the Army Agniveer exam 2025? A strong command over logical reasoning is essential to clear ...

Leave a Comment