---Advertisement---

CTET Recruitment 2024 | কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ 2024: আবেদন প্রক্রিয়া শুরু

By Siksakul

Updated on:

CTET Recruitment 2024
---Advertisement---

CTET Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। বিশেষত যারা বহুদিন ধরে শিক্ষকতার চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি বিশাল সুযোগ। কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষকের পদে নিয়োগের জন্য CTET ২০২৪ পরীক্ষার বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়াও ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে। ভারতের যেকোনো নাগরিক, বিশেষ করে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন ফি এবং আবেদনের শেষ তারিখ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব।

CTET Recruitment 2024

CTET Recruitment 2024
Exam NameCTET December 2024
Board NameCentral Board of Secondary Education
Mode of ApplicationOnline
Application Start17 September, 2024
Application End16 October, 2024

CTET Recruitment 2024 Qualification

 শিক্ষাগত যোগ্যতা

মূলত দুধরনের পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে নুন্যতন ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে ২ বছরের D.El.Ed প্রশিক্ষণ কোর্স উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

অপরদিকে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করতে হবে। এরই পাশাপাশি প্রার্থীদের B.Ed প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

চাকরির খবরঃ 

CTET Recruitment 2024 Age Limit

 বয়সসীমা

কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। বর্তমানে এই পদে আবেদনের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই। বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ের বিষয়টি এখানে লাগু করার প্রয়োজন নেই।

CTET Recruitment 2024 Exam Syllabus

দুটি আলাদা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য দুটি আলাদা সিলেবাসের পরীক্ষা আয়োজিত হয় এই নিয়োগের জন্য। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ‘পেপার ১’ পরীক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ‘পেপার ২’ পরীক্ষা। নিচে এই দুটি পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন টেবিল আকারে দেওয়া হল।

CTET Paper 1 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন
শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা৩০ টি প্রশ্ন৩০ নম্বর
গণিত৩০ টি প্রশ্ন৩০ নম্বর
পরিবেশ বিদ্যা৩০ টি প্রশ্ন৩০ নম্বর
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১)৩০ টি প্রশ্ন৩০ নম্বর
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২)৩০ টি প্রশ্ন৩০ নম্বর
মোট১৫০ টি প্রশ্ন১৫০ নম্বর
CTET Recruitment 2024
CTET Paper 2 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন
শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা৩০ টি প্রশ্ন৩০ নম্বর
গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান৬০ টি প্রশ্ন৬০ নম্বর
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১)৩০ টি প্রশ্ন৩০ নম্বর
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২)৩০ টি প্রশ্ন৩০ নম্বর
মোট১৫০ টি প্রশ্ন১৫০ নম্বর

CTET Recruitment 2024 Application Process

 আবেদন পদ্ধতি

এই পদগুলির ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। অনলাইনের আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের ctet.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগ্রহী প্রার্থীকে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর Apply for CTET Dec-2024 অপশনে ক্লিক করে অনলাইন আবেদনের পেজটি খুলতে হবে। উক্ত পেজে প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর নির্দেশ অনুযায়ী গুরুত্তপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফি পেমেন্ট করে Application Number টি সেভ করে নিতে হবে।

চাকরির খবরঃ 

CTET Recruitment 2024 Application Fee

 আবেদন ফি

কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আবেদন জানানোর ক্ষেত্রে ‘পেপার ১’ অথবা ‘পেপার ২’ পরীক্ষার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১০০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। একইসঙ্গে দুটি পরীক্ষায় আবেদন জানানোর ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১২০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইউপিআই সিস্টেমের মধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন প্রার্থীরা।

CTET Recruitment 2024 Documents

 প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  2. বয়সের প্রমাণপত্র
  3. আধার অথবা ভোটার কার্ড
  4. পাসপোর্ট সাইজের ছবি
  5.  পরিষ্কার সাদা কাগজে করা সাক্ষর

CTET Recruitment 2024 Important Dates

 আবেদনের শেষ তারিখ

এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করার এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ হল ১৬ অক্টোবর ২০২৪।

CTET Recruitment 2024
CTET Recruitment 2024
sharethis sharing button

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

IBPS SO Recruitment 2025 Announced: 1007 Specialist Officer Posts, Application & Vacancy Details

The IBPS SO Notification 2025 has been officially released, announcing 1007 Specialist Officer vacancies across various disciplines. The online application process is open from July 1 to July ...

📝 WBSSC Teacher Recruitment 2025 – Application Fee, Important Dates, Written Test, Result & Interview Schedule

WBSSC Teacher Recruitment 2025: The West Bengal Central School Service Commission (WBSSC) has officially released the recruitment notification for Teaching and Non-Teaching positions for the year 2025. Candidates ...

🚆 Massive Opportunity! RRB Technician Notification 2025 Released – Apply For 6,374 Technician Vacancies

RRB Technician Notification 2025 Released – Apply For 6,374 Technician Vacancies: The RRB Technician Notification 2025 (RRB Technician Recruitment 2025) has officially been released, opening the gateway to ...

Leave a Comment