History MCQ Questions in Bengali Part 01: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০১”। এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!
History MCQ Questions in Bengali Part 01 | ইতিহাস MCQ
1. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
A.কেসবচন্দ্র সেন
B.স্যার উইলিয়াম জোনস
C.ডেভিড হেয়ার
D.আত্মারাম পান্ডুরঙ্গ
উত্তর :- (B)
2. আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1815
B.1818
C.1816
D.1817
উত্তর :- (A)
3. স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
A.শিশির কুমার ঘোষ
B.রাজা রামমোহন রায়
C.জ্যোতিবা ফুলে
D.ডেভিড হেয়ার
উত্তর :- (D)
4. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
A.রাজা রামমোহন রায়
B.গোপালকৃষ্ণ গোখলে
C.শ্যামজী কৃষ্ণবর্মা
D.স্বামী দয়ানন্দ স্বরস্বতী
উত্তর :- (A)
5. তত্ত্ববোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1835
B.1840
C.1842
D.1839
উত্তর :- (D)
6. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A.কেশবচন্দ্র সেন
B.শিশির কুমার ঘোষ
C.আত্মারাম পাণ্ডুরঙ্গ
D.স্বামী বিবেকানন্দ
উত্তর :- (C)
7. আর্য সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1892
B.1896
C.1876
D.1875
উত্তর :- (D)
8. ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1815
B.1876
C.1866
D.1875
উত্তর :- (B)
9. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
A.রাসবিহারী বসু
B.রাজা রামমোহন রায়
C.স্বামী বিবেকানন্দ
D.অ্যালান অক্টোভিয়ান হিউম
উত্তর :- (D)
10. রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতা কে ?
A.স্বামী বিবেকানন্দ
B.দেবেন্দ্রনাথ ঠাকুর
C.বিনায়ক দামোদর সভারকর
D.কোনোটিই নয়
উত্তর :- (A)
11. মিত্র মেলা কবে প্রতিষ্ঠিত হয় ?
A.1916
B.1913
C.1899
D.1903
উত্তর :- (C)
12. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে ?
A.শিশির কুমার ঘোষ
B.গোপালকৃষ্ণ গোখলে
C.পুলিন বিহারী দাস
D.কোনোটিই নয়
উত্তর :- (B)
13. অল ইন্ডিয়া মুসলিম লিগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1910
B.1906
C.1905
D.1907
উত্তর :- (B)
14. হোমরুল লিগের প্রতিষ্ঠাতা কে ?
A.বাল গঙ্গাধর তিল
B.অ্যানি বেসান্ত
C.A এবং B
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
15. সবরমতী আশ্রম কোথায় অবস্থিত ?
A.আমেদাবাদ
B.কানপুর
C.আগ্রো
D.হায়দ্রাবাদ
উত্তর :- (A)
16. স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ?
A.এন সি কেলকার
B.মোতিলাল নেরুল
C.চিত্তরঞ্জন দাস
D.উপরের সবকটি
উত্তর :- (D)
17. হরিজন সেবক সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় ?
A.দিল্লি
B.সিঙ্গাপুর
C.কানপুর
D.কলকাতা
উত্তর :- (A)
18. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন হয় ?
A.কানপুর
B.সিঙ্গাপুর
C.দিল্লি
D.কলকাতা
উত্তর :- (B)
19. সত্যশোধন সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A.রাজা রামমোহন রায়
B.আত্মারাম পান্ডুরঙ্গ
C.স্বামী দয়ানন্দ সরস্বতী
D.জ্যোতিবা ফুলে
উত্তর :- (D)
20. থিওসফিক্যাল সোসাইটি সংগঠন কোথায় হয়েছিল ?
A.নিউইয়র্ক
B.কলকাতা
C.ঢাকা
D.বোম্বে
উত্তর :- (A)
ইতিহাসের গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন উত্তর
21. ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে
A.বিনায়ক দামোদর সাভারকর
B.জ্যোতিবা ফুলে
C.শিশির কুমার ঘোষ
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
22. ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
A.রাসবিহারী বসু
B.পুলিন বিহারী দাস
C.লালা হরদয়াল
D.কোনোটিই নয়
উত্তর :- (B)
23. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
A.নিউইয়র্ক
B.কলকাতা
C.সান ফ্রান্সিসকো
D.মহারাষ্ট্র
উত্তর :- (C)
24. নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
A.সুভাষচন্দ্র বসু
B.ভগত সিং
C.রাসবিহারী বসু
D.মহাত্মা গান্ধী
উত্তর :- (B)
25. ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ কোথায় প্রতিষ্ঠিত হয় ?
A.টোকিও
B.কানপুর
C.সিঙ্গাপুর
D.লাহোর
উত্তর :- (A)
26. বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ?
A. গৌতম আদানী
B.মুকেশ আম্বানি
C.রতন টাটা
D.এলেন মস্ক
উত্তর :- (D)
27. JCB এর পুরো নাম কি ?
A.জোসেফ সিরাম রামফোর্ড
B.জর্জ সিরাম রামফোর্ট
C.জোসেফ সিরিন কোম্পানি
D.জোসেফ সিরিন বামফোর্ড
উত্তর :- (D)
28. মহাত্মা গান্ধীর ছবি নোটে কবে ছাপা হয় ?
A.1969
B.1970
C.1965
D.1947
উত্তর :- (A)
29. কোন মাছ কোনোদিন মরে না ?
A.ডলফিন
B.জেলিফিশ
C.কেটফিশ
D.কোনোটিই নয়
উত্তর :- (B)
30. ডেঙ্গু কোন প্রকার রোগ ?
A.জীবাণু
B.ভাইরাসজনিত
C.ব্যাকটেরিয়া
D.কোনোটিই নয়
উত্তর :- (B)