History MCQ Questions in Bengali Part 03: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৩” (History MCQ Questions in Bengali Part 03) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!
History MCQ Questions in Bengali Part 03 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৩
Table of Contents
1. কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত সীলমোহর পাওয়া গেছে?
A. লোথাল
B. মহেঞ্জোদারো
C. হরপ্পা
D. কোনোটিই নয়
উত্তর :- (B)
2. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ?
A. সমাধি ক্ষেত্র
B. পূজার মন্দির
C. স্থাপত্যকর্ম
D. পোড়া ইটের তৈরি অট্টালিকা
উত্তর :- (D)
3. হরপ্পা সভ্যতার মানুষ কোন জিনিস সবথেকে বেশি আমদানি করত ?
A. মাটির জিনিস
B. খাদ্য
C. জামাকাপড়
D. ধাতু এবং দামি পাথর
উত্তর :- (D)
4. কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন ?
A. দয়ারাম সাহানি
B. বি কে থাপার
C. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D. স্যার জন মার্শাল
উত্তর :- (A)
5. লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায় ?
A. বনওয়ালী
B. হরপ্পা
C. লোথাল
D. কলিবঙ্গান
উত্তর :- (D)
6. সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোনটিকে ?
A. রুপার
B. লোথাল
C. হরপ্পা
D. মহেঞ্জোদারো
উত্তর :- (B)
7. নিম্নের কোন প্রত ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় ?
A. সুরকোটাডা
B. ধোলাভিরা
C. কালিবঙ্গান
D. লোথাল
উত্তর :- (C)
8. স্বাধীনতার পরে ভারতের প্রথম আবিষ্কৃত প্রত ক্ষেত্রটি হল ?
A. ভগবানপুর
B. রুপার
C. চানহদারো
D. সুরকোটাডা
উত্তর :- (B)
9. হরপ্পায় শিলমোহরে বা টেরাকোটা শিল্পে কোন প্রাণীর ছবি দেখা যায় না ?
A. বাঘ
B. হাতে
C. গন্ডার
D. গরু
উত্তর :- (D)
10. কোন দুই প্রাচীন নগরকে জমজ নগর বলা হয় ?
A. কালিবঙ্গান-বানওয়ালী
B. আলমগীরপুর- রংপুর
C. হরপ্পা-লোথাল
D. মহেঞ্জোদারো-হরপ্পা
উত্তর :- (D)
11. সিন্ধু সভ্যতার লিপিগুলি কি ভাষা লেখা হতো ?
A. প্রাকৃত
B. পালি
C. ব্রাক্ষী
D. কোনোটিই নয়
উত্তর :- (D)
12. ধোলাভীরা কবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ?
A. 2014
B. 1993
C. 2021
D. 2003
উত্তর :- (C)
13. ধান চাষ কোন হরপ্পা সভ্যতার স্থানটির সাথে সম্পর্কিত ?
A. ধোলাভিরা
B. রোপার
C. লোথাল
D. কালিবঙ্গান
উত্তর :- (C)
14. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ?
A. ফোরাত নদী
B. বোলান নদী
C. জোব নদী
D. সিন্ধু নদী
উত্তর :- (B)
15. মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কবে ?
A. 1981 খ্রিস্টাব্দে
B. 1974 খ্রিস্টাব্দে
C. 1947 খ্রিস্টাব্দে
D. 1936 খ্রিস্টাব্দে
উত্তর :- (B)
16. নিম্নের কাদের সঙ্গে মেহেরগড় সভ্যতার বাণিজ্যিক লেনদেন চলত ?
A. ইউরোপ
B. মিশর
C. চীন
D. মেসোপটেমিয়া
উত্তর :- (D)
17. সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত ?
A. সোনা, রুপো, তামা, ব্রোঞ্জ
B. তামা, লোহা, সোনা
C. রুপো, সীসা, লোহা
D. সোনা, টিন, ব্রোঞ্জ
উত্তর :- (A)
18. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীটির সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না ?
A. বিড়াল
B. কুকুর
C. ষাঁড়
D. ঘোড়া
উত্তর :- (D)
19. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল ?
A. উন্নত কৃষিকাজ
B. নিকাশী ব্যবস্থা
C. পাকা বাড়ি
D. নগর পরিকল্পনা
উত্তর :- (D)
20. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি ?
A. তৃণভূমি
B. স্বর্গ
C. মৃতের স্তুপ
D. খাদ্য
উত্তর :- (C)
21. আলমগীর পুর সাইটটি কোন নদীর তীরে অবস্থিত ?
A. ঘর্ঘরা
B. গন্ডক
C. হিন্দন
D. চেনাব
উত্তর :- (C)
22. হরপ্পার খননকার্য থেকে প্রাপ্ত নর্তকী-মূর্তিটি কোন ধাতুর তৈরি ?
A. ব্রোঞ্জ
B. দস্তা
C. চুনাপাথর
D. পোড়ামাটি
উত্তর :- (A)
23. হরপ্পার শহর ও নগরগুলি কোন আকৃতিতে বিভক্ত ছিল ?
A. অর্ধবৃত্তাকার
B. আয়তাকার
C. বৃত্তাকার
D. বর্গাকার
উত্তর :- (B)
24. কোন যুগে চাকা আবিষ্কৃত হয় ?
A. তাম্র প্রস্তুত যুগ
B. মধ্য প্রস্তুত যুগ
C. প্রাচীন প্রস্তর যুগ
D. নব্য প্রস্তুত যুগ
উত্তর :- (D)
25. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল —
A. তামা
B. অ্যালুমিনিয়াম
C. দস্তা
D. লোহা
উত্তর :- (A)
26. ভীমবেটকা গুহা চিত্রে কোন যুগের চিত্রের নির্দেশ পাওয়া গেছে ?
A. গুপ্ত যুগ
B. নব্য প্রস্তুত যুগ
C. মধ্যপ্রস্তুত যুগ
D. প্রাচীন প্রস্তর যুগ
উত্তর :- (D)
27. ভীমবেটকা গুহা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় ?
A. 2006 সালে
B. 2003 সালে
C. 2002 সালে
D. 2000 সালে
উত্তর :- (B)
28. বৃহৎ স্নানাগার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ?
A. রাখিগাড়ি
B. মহেঞ্জোদারো
C. কালিবঙ্গান
D. হরপ্পা
উত্তর :- (B)
29. প্রাক-ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয় ?
A. চার্লস ম্যাসন
B. আলেকজান্ডার কানিংহাম
C. স্যার জন মার্শাল
D. রবার্ট ব্রুস
উত্তর :- (D)
30. কোন যুগে মানুষ তামা ধাতুর সঙ্গে পরিচিত লাভ করে ?
A. তাম্র প্রস্তুত যুগ
B. নব্য প্রস্তুত যুগ
C. মধ্য প্রস্তুত যুগ
D. প্রাচীন প্রস্তুত যুগ
উত্তর :- (B)
আগের পর্ব –