---Advertisement---

History MCQ Questions in Bengali Part 04 l ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৪

By Siksakul

Published on:

History MCQ Questions in Bengali Part 04 l ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৪
---Advertisement---

History MCQ Questions in Bengali Part 04: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৪” (History MCQ Questions in Bengali Part 04) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!

History MCQ Questions in Bengali Part 04 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৪


1. অচিন্ত্য ভেদাভেদ বাদের প্রতিষ্ঠা করেন কে ?

A. রামানুজ

B. শঙ্করাচার্য

C. চৈতন্যদেব

D. রামদেব

উত্তর:- (C)

2. চৈতন্যদেবের গুরুর নাম কি ছিল ?

A. প্রেমানন্দ

B. রামানুজ

C. ঈশ্বরপুরী

D. শংকরাচার্য

উত্তর:- (C)

3. বিজয়নগর সাম্রাজ্যের অবসান ঘটে কোন যুদ্ধের মাধ্যমে ?

A. তালিকোটার যুদ্ধ

B. পানিপথের যুদ্ধ

C. বক্সারের যুদ্ধ

D. কোনটাই নয়

উত্তর:- (A)

4. ময়ুর সিংহাসন ও কোহিনুর হীরা লুঠ করেন কে ?

A. মহম্মদ শাহ

B. নাদির শাহ

C. আহম্মদ শাহ আবদালী

D. চেঙ্গিস খাঁ

উত্তর:- (B)

5. পেশোয়া দের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে ?

A. প্রথম বাজিরাও

B. বালাজি বিশ্বনাথ

C. শিবাজী

D. বালাজি বাজিরাও

উত্তর:- (A)

6. তালিকোটার যুদ্ধ কবে হয় ?

A. 1456 খ্রিস্টাব্দে

B. 1458 খ্রিস্টাব্দে

C. 1527 খ্রিস্টাব্দে

D. 1565 খ্রিস্টাব্দে

উত্তর:- (D)

7. ভাস্কোদাগামা যখন কালিকট বন্দরে আসেন তখন কালিকট এর রাজা কে ছিলেন ?

A. সাঁও রাফায়েল

B. জামোরিন

C. সাঁও গ্যাব্রিয়েল

D. নিকোলউ কোয়েলহো

উত্তর:- (B)

8. তুলুভা বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল ?

A. কেরল

B. বিজয়নগর

C. আগ্রা

D. কর্ণাটক

উত্তর:- (B)

9. সঙ্গম বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল ?

A. দিল্লি

B. বিজয়নগর

C. কর্ণাটক

D. বিহার

উত্তর:- (B)

10. আরা বিডু বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল ?

A. বিজয়নগর

B. লখনও

C. দিল্লি

D. আগ্রা

উত্তর:- (A)

11. ঔরাঙ্গজেব কবে মারা যান ?

A. ১৬৮৬ খিস্টাব্দে

B. ১৬৮৮ খিস্টাব্দে

C. ১৭০২ খিস্টাব্দে

D. ১৭০৭ খিস্টাব্দে

উত্তর:- (D)

12. সিপাহী বিদ্রোহ হয় কোন মুঘল সম্রাটের আমলে ?

A. দ্বিতীয় বাহাদুর শাহের আমলে

B. জাহাঙ্গীরের আমলে

C. শাহজাহান এর আমলে

D. ঔরাঙ্গজেব এর আমলে

উত্তর:- (A)

13. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?

A. মারাঠা ও মুঘলদের মধ্যে

B. মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে

C. মারাঠা ও শিখদের মধ্যে

D. মুঘল ও শিখদের মধ্যে

উত্তর:- (B)

14. পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন কত খ্রিস্টাব্দে ?

A. 1478 খ্রিস্টাব্দে

B. 1498 খ্রিস্টাব্দে

C. 1524 খ্রিস্টাব্দে

D. 1558 খ্রিস্টাব্দে

উত্তর:- (B)

15. কবিরের শিক্ষামূলক হিন্দি কবিতা কি নামে প্রচারিত হয় ?

A. কবির বাণী

B. কবির ফাতেহা

C. দোহা

D. কোনটাই নয়

উত্তর:- (C)

16. শম্ভুজি কে মৃত্যু দন্ডে দন্ডিত করেন কে ?

A. শাহজাহান

B. ঔরাঙ্গজেব

C. জাহাঙ্গীর

D. হুমায়ুন

উত্তর:- (B)

17. সুফি শব্দের অর্থ কি ?

A. পবিত্র জীবনযাপন

B. সঠিক জীবন যাপন

C. সৎ পথে জীবনযাপন

D. সঠিক মার্গ দর্শন

উত্তর:- (A)

18. ভাস্কোদাগামা কোচিনে কারখানা স্থাপন করেন কত খ্রিস্টাব্দে ?

A. 1456 খ্রিস্টাব্দে

B. 1499 খ্রিস্টাব্দে

C. 1501 খ্রিস্টাব্দে

D. 1502 খ্রিস্টাব্দে

উত্তর:- (D)

19. শম্ভু জির পরে মারাঠা সিংহাসনে বসেন কে ?

A. বালাজি বিশ্বনাথ

B. রাজারাম

C. দ্বিতীয় বাজিরাও

D. প্রথম বাজিরাও

উত্তর:- (B)

20. দ্বারকাতে মঠ স্থাপন করেন কে ?

A. কবির

B. চৈতন্য

C. শংকরাচার্য

D. রামানুজ

উত্তর:- (C)

21. দামাস্কাসের মসজিদের অনুকরণে পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন কে ?

A. সিকান্দার শাহ

B. আলী মোবারক

C. হোসেন ইলিয়াস

D. ইলিয়াস শাহ ফকির

উত্তর:- (A)

22. এলাহাবাদ কোর্ট কে তৈরী করেন ?

A. আকবর

B. জাহাঙ্গীর

C. শাহজাহান

D. ঔরাঙ্গজেব

উত্তর:- (A)

23. রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন কে ?

A. মহম্মদ শাহ

B. নাদির শাহ

C. আলাউদ্দিন খিলজি

D. শাহজাহান

উত্তর:- (A)

24. আকবরের প্রশাসনে চতুর্থ গুরুত্বপূর্ণপদ কোনটি ?

A. রাজস্ব মন্ত্রী

B. মীর সামান

C. দিওয়ান

D. কাজী

উত্তর:- (D)

25. ঔরাঙ্গজেব কবে মারা যান ?

A. ১৬৮৬ খিস্টাব্দে

B. ১৬৮৮ খিস্টাব্দে

C. ১৭০২ খিস্টাব্দে

D. ১৭০৭ খিস্টাব্দে

উত্তর:- (D)

26. চিশতী সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কে ?

A. খাজা মইনুদ্দিন চিশতী

B. খাজা কুতুব উদ্দিন চিশতী

C. খাজা ফয়াজনুদ্দিন চিশতী

D. কোনোটাই নয়

উত্তর:- (A)

27. সালুভা বংশ কোথায় সাম্রাজ্য গড়ে তুলেছিল ?

A. কর্ণাটক

B. বিজয়নগর

C. আগ্রা

D. বিহার

উত্তর:- (B)

28. সুফিবাদের মূল বক্তব্য কী ?

A. সমস্ত জায়গায় ঈশ্বর বিদ্যমান

B. জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর

C. ঈশ্বর এক এবং সবকিছুই ঈশ্বরের দান

D. ঈশ্বরই ধর্ম

উত্তর:- (C)

29. মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন কে ?

A. রুকনুদ্দিন বারবাক শাহ

B. সৈয়দ মোহাম্মদ

C. সৈয়দ আহমদ

D. কাফিল খান

উত্তর:- (A)

30. পুরিতে মঠ স্থাপন করেন কে ?

A. কবির

B. চৈতন্য

C. শংকরাচার্য

D. রামানুজ

উত্তর:- (C)

আগের পর্ব –

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৩

⦿ ইতিহাস MCQ পর্ব – ০২

---Advertisement---

Related Post

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা ...

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো ...

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় ...

Nicknames of 100 famous people For all Govt Exams 2025 l ১০০ জন বিখ্যাত ব্যক্তির ডাকনাম – সকল সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

Nicknames of 100 famous people For all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। বিশেষ করে WBCS, SSC, Railways, PSC, Banking, ...

Leave a Comment