History MCQ Questions in Bengali Part 05: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৫” (History MCQ Questions in Bengali Part 05) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!
History MCQ Questions in Bengali Part 05 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৫
1. শেরশাহের সমাধি কোথায়?
A. সাসারাম
B. লাহোর
C. দিল্লি
D. আগ্রা
উত্তর:-(A)
2. মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
A. গঙ্গা
B. যমুনা
C. তাপ্তি
D. গোমতী
উত্তর:-(C)
3. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
A. স্বামীদয়ানন্দসরস্বতী
B. গোবিন্দরানাডে
C. আত্মারামপান্ডুরঙ্গ
D. লালাহংসরাজ
উত্তর:-(D)
4. আগ্রাশ হরের প্রতিষ্ঠাতা কে?
A. আকবর
B. বাবর
C. ইব্রাহিমলোদী
D. সিকান্দারলোদী
উত্তর:-(D)
5. কলহন রচিত গ্রন্থটির নামকি?
A. ইন্ডিকা
B. অর্থশাস্ত্র
C. রাজতরঙ্গিনী
D. মুদ্রারাক্ষস
উত্তর:-(C)
6. স্বরাজ্য পার্টির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
A. এলাহাবাদ
B. কলকাতা
C. বারাণসী
D. কানপুর
উত্তর:-(A)
7. নব্যবঙ্গআন্দোলনেরমূলঅনুপ্রেরণাকেছিলেন?
A. ডিরোজিও
B. রামমোহনরায়
C. স্বামীবিবেকানন্দ
D. ডেভিডহেয়ার
উত্তর:-(A)
8. পশ্চিমভারতেরসক্রেটিসকাকেবলাহয়?
A. বীরেশলিঙ্গম
B. বালগঙ্গাধরতিলক
C. এমজিরানাডে
D. দাদাভাইনৌরজি
উত্তর:-(C)
9. তবকৎ-ই-নাসিরীগ্রন্থটিকেলিখেছিলেন?
A. মিনহাজউদ্দিনসিরাজ
B. হিউয়েনসাং
C. বানভট্ট
D. হর্ষবর্ধন
উত্তর:-(A)
10. দ্বৈতশাসনেরপ্রবর্তককে?
A. ওয়ারেনহেস্টিংস
B. লর্ডকর্নওয়ালিস
C. ক্লাইভ
D. এদেরকেউইনন
উত্তর:-(C)
11. মারাঠারাজনীতিরচাণক্যকাকেবলাহয়?
A. ইবনবতুতা
B. বালাজিবিশ্বনাথ
C. আলবিরুনী
D. নানাফড়নবিশ
উত্তর:-(D)
12. শকুন্তলানাটকেররচয়িতাকে?
A. কালিদাস
B. হরিদাস
C. গৌরদাস
D. গোবিন্দদাস
উত্তর:-(A)
13. সিন্ধুসভ্যতারঅধিবাসীদেরকাদেরসঙ্গেবাণিজ্যিকসম্পর্কছিল?
A. মেসোপটেমিয়া
B. শ্রীলঙ্কা
C. ইজিপ্ট
D. গ্রীস
উত্তর:-(A)
14. কৃষকপ্রজাপার্টিকেগঠনকরেন?
A. মুজাফফরআহমেদ
B. মাদামকামা
C. মেইনক্যাম্প
D. ফজলুলহক
উত্তর:-(D)
15. চাণক্য-রপ্রকৃতনামকিছিল?
A. সোমগুপ্ত
B. বিষ্ণুগুপ্ত
C. সিংহবর্মণ
D. রুদ্রবর্মণ
উত্তর:-(C)
16. আস্কোরভাটমন্দিরকোথায়অবস্থিত?
A. ভিয়েতনাম
B. কম্বোডিয়া
C. ইন্দোনেশিয়া
D. মায়ানমার
উত্তর:-(C)
17. জন-গণ-মনগানটিকোনপত্রিকায়প্রকাশিতহয়?
A. সান্ধ্য
B. তত্ত্ববোধিনী
C. হিন্দুস্থান
D. বন্দেমাতরম
উত্তর:-(C)
18. সূর্যাস্তআইনপ্রণয়নকরেনকে?
A. লর্ডওয়েলেসলি
B. জনঅ্যাডাম
C. লর্ডকর্নওয়ালিস
D. লর্ডক্যানিং
উত্তর:-(C)
19. আকবরনামাবইটিরচনাকরেনকে?
A. তানসেন
B. আবুলফজল
C. ঘসেটিবেগম
D. গুলমজীখাঁ
উত্তর:-(C)
20. বরদৌলিআন্দোলনেরনেতাকেছিলেন?
A. বল্লভভাইপ্যাটেল
B. মহাত্মাগান্ধী
C. রাজাগোপালাচারী
D. চমনলাল
উত্তর:-(A)
21. ইংলিশচ্যানেলঅতিক্রমকারীপ্রথমভারতীয়হলেন-
A. বিনোবাভাবে
B. জেকেবাজাজ
C. মিহিরসেন
D. আরতিসাহা
উত্তর:- (C)
22. পান্নাহীরকখনিটিকোথায়অবস্থিত?
A. মধ্যপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. ছত্রিশগড়
D. অরুনাচলপ্রদেশ
উত্তর:- (A)
23. নিম্নলিখিতকোনটিভিয়েতনামেরমুদ্রা?
A. ডং
B. পিসো
C. ওন
D. ডলার
উত্তর:-(A)
24. ভারতেরসর্বোচ্চসেনাসন্মানকোনটি?
A. বীরচক্র
B. পদ্মশ্রী
C. ভারতরত্ন
D. পরমবীরচক্র
উত্তর:- (D)
25. ভারতেরমিসাইলম্যাননামেপরিচিতকে?
A. অরুনাভঘোষ
B. জাকিরহোসেন
C. আব্দুলকালাম
D. হুমায়ুনকবির
উত্তর:-(C)
26. মিডডেমিলপ্রথমশুরুহয়কোথায়?
A. পশ্চিমবঙ্গে
B. গুজরাটে
C. হিমাচলপ্রদেশে
D. তামিলনাড়ুতে
উত্তর:-(D)
27. সবুজবিপ্লবেরধারণাগৃহীতহয়কোথায়?
A. কানাডাতে
B. মেক্সিকোতে
C. ভিয়েতনামে
D. ক্রোয়েশিয়াতে
উত্তর:-(C)
28. কোনসম্রাটপ্রথমবুদ্ধমূর্তিমুদ্রায়ব্যবহারকরেছিলেন?
A. সমুদ্রগুপ্ত
B. অশোক
C. শশাঙ্ক
D. কনিষ্ক
উত্তর:-(D)
29. মুখমন্ডলেকয়টিইন্দ্রিয়থাকে-
A. তিনটি
B. চারটি
C. পাঁচটি
D. দুটি
উত্তর:- (C)
30. শকারি নামেপরিচিতছিলেন-
A. প্রথমচন্দ্রগুপ্ত
B. সমুদ্রগুপ্ত
C. দ্বিতীয়চন্দ্রগুপ্ত
D. কুমারগুপ্ত
উত্তর:- (C)
আগের পর্ব –