History MCQ Questions in Bengali Part 06: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৬” (History MCQ Questions in Bengali Part 06) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!
History MCQ Questions in Bengali Part 06 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৬
1. বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয় –
A. মার্চ, 1930
B. এপ্রিল 1930
C. মে, 1931
D. জুন1931
উত্তর :- (A)
2. লবণ আন্দোলন (1930) শুরু হয় কোথা হইতে?
A. আমেদাবাদ
B. বরোদা
C. রাজকোট
D. ভাব নগর
উত্তর :- (A)
3. দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
A. মেহেরগড় অঞ্চলে
B. সুমেরীয় অঞ্চলে
C. হরপ্পা অঞ্চলে
D. মহেন – জো -দারো অঞ্চলে
উত্তর :- (C)
4. ইতিহাসের জনক রুপে কে পরিচিত?
A. হোমার
B. হেরোডোটাস
C. রিষেণ
D. ভিনসেন্ট স্মিথ
উত্তর :- (B)
5. ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি?
A. সিন্ধু সভ্যতা
B. হরপ্পা সভ্যতা
C. মেহেরগড় সভ্যতা
D. মাহী সভ্যতা
উত্তর :- (C)
6. মহাজন শব্দের অর্থ হল-
A. ক্ষুদ্র রাজ্য
B. বৃহৎ রাজ্য
C. মাঝারি রাজ্য
D. কোনটিই নয়
উত্তর :- (B)
7. ভারতের প্রবেশকারী হূনরা কী নামে পরিচিত?
A. শ্বেতহূন
B. কৃষ্ণহূন
C. লালহূন
D. গ্রিনহূন
উত্তর :- (A)
8. প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
A. লোথাল
B. তাম্রলিপ্ত
C. কাঞ্চি
D. কোনটিই নয়
উত্তর :- (B)
9. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
A. ১৫ বার
B. ১৬ বার
C. ১৭ বার
D. ১৮ বার
উত্তর :- (C)
10. বাবর কী উপাধি গ্রহণ করেছিলেন?
A. মাসুম
B. শাহ
C. খাঁ
D. বাদশাহ
উত্তর :- 3
11. ভক্তি শব্দের অর্থ কী?
A. সাধন
B. কৃর্ত্তন
C. ভজন
D. কোনটিই নয়
উত্তর :- (C)
12. নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
A. মুর্শিদাবাদ
B. গুজরাত
C. ওড়িষ্যা
D. কোলকাতা
উত্তর :- (A)
13. কোথায় প্রথম মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল?
A. গোপীবল্লভপুরে
B. নাগপুরে
C. ছোটনাগপুরে
D. মহারাষ্ট্রে
উত্তর :- (C)
14. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠিত করেন?
A. স্বামী দয়ানন্দ
B. আত্মারাম পান্ডুরঙ্গ
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. রামমোহন রায়
উত্তর :- (B)
15. জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত?
A. অমৃতসর
B. চেন্নাই
C. ভরতপুর
D. লুধিয়ানা
উত্তর :- (A)
16. মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্কসবাদে দীক্ষিত হন?
A. বাটাভিয়া
B. রাশিয়া
C. মেক্সিকো
D. চিন
উত্তর :- (C)
17. কে লোকমান্য নামে খ্যাত ?
A. লালা রাজপত রায়
B. বালগঙ্গাধর তিলক
C. গোবিন্দ রাণাডে
D. কেশবচন্দ্র সেন
উত্তর :- (B)
18. ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি?
A. পুরান
B. মহাভারত
C. ঋগবেদ
D. রামায়ণ
উত্তর :- (C)
19. প্রাচীন কোন সভ্যতা প্রথম তুলোর চাষ করে?
A. সিন্ধু সভ্যতা
B. মেসোপটেমিয়া সভ্যতা
C. সুমেরীয় সভ্যতা
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
20. আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে?
A. রাসবিহারী বসু
B. নেতাজি সুভাষচন্দ্র বসু
C. মোহন সিং
D. কোনটাই নয়
উত্তর :- (A)
21. বৃহৎসংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা কে?
A. বাগভট্ট
B. বানভট্ট
C. ধন্বন্তরি
D. বরাহমিহির
উত্তর :- (D)
22. সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?
A. ব্রক্ষগুপ্ত
B. আর্য ভট্ট
C. বিশাখদত্ত
D. বরাহমিহির
উত্তর :- (B)
23. কাকে ´ভারতের অ্যাটিলা` বলা হয়?
A. তোরমান
B. ভানুগুপ্ত
C. সমুদ্র গুপ্ত
D. মিহিরকুল
উত্তর :- (D)
24. মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন?
A. বিশাখদত্ত
B. ভারবি
C. বরাহমিহির
D. দণ্ডী
উত্তর :- (A)
25. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন?
A. গোপাল
B. মদন পাল
C. নন্দপাল
D. দেবপাল
উত্তর :- (A)
26. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন?
A. গোপাল
B. ধর্মপাল
C. হর্ষবর্ধন
D. শশাঙ্ক
উত্তর :- (D)
27. পরিব্রাজক গ্রন্থের রচয়িতা হলেন–
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. স্বামী বিবেকানন্দ
C. জীবনানন্দ দাশ
D. গৌরকিশোর ঘোষ
উত্তর :- (B)
28. সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে?
A. লর্ড ওয়েলেসলি
B. জন অ্যাডাম
C. লর্ড কর্নওয়ালিস
D. লর্ড ক্যানিং
উত্তর :- (C)
29. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. কাঠমান্ডু
B. ঢাকা
C. আমেদাবাদ
D. জয়পুর
উত্তর :- (A)
30. “দুর্গেশনন্দিনী” উপন্যাসের রচয়িতা কে?
A. রবীনাথ ঠাকুর
B. জীবনানন্দ দাশ
C. সুনীল গঙ্গোপাধ্যায়
D. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর :- (D)
আগের পর্ব –