---Advertisement---

History MCQ Questions in Bengali Part 07 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৭

By Siksakul

Published on:

History MCQ Questions in Bengali Part 07
---Advertisement---

History MCQ Questions in Bengali Part 07: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৭” (History MCQ Questions in Bengali Part 07) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!

History MCQ Questions in Bengali Part 07 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৭

1. পেনিসিলিন কে আবিষ্কার করেন? 

A. কেপলার 

B. আলেকজান্ডার ফ্লেমিং 

C. গ্যালিলিও 

D. স্টিফেন হকিংস

উত্তর :- (B)

2. ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? 

A. বেঙ্গালুরু 

B. মুম্বাই 

C. হাওড়া 

D. শিলিগুড়ি

উত্তর :- (A)

3. চণ্ডাকোশ কাকে বলা হয়? 

A. পুষ্যমিত্র শুঙ্গ 

B. বৃহদ্রথ 

C. অশোক 

D. সমুদ্র গুপ্ত

উত্তর :- (C)

4. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

B. মহাত্মাগান্ধী 

C. ডিরোজিও  

D. রাজা রামমোহন রায়

উত্তর :- (D)

5. ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? 

A. শিবেন্দ্র যাদব 

B. গিতা গোপিনাথ 

C. উদয় কুমার ধর্ম লিঙ্গম 

D. উদয় কাপুর

উত্তর :- (C)

6. বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? 

A. ফুটবল 

B. দাবা 

C. হকি 

D. বক্সিং

উত্তর :- (B)

7. আইহোল প্রশস্তি কে রচনা করেন? 

A. রবিকীর্তি 

B. নায়নিকার 

C. হরিসেন  

D. কৌটিল্য

উত্তর :- (A)

8. সংবাদ সংস্থা রয়টার্স কোন দেশের? 

A. আমেরিকা 

B. ইংল্যান্ড  

C. ফ্রান্স  

D. ভারত

উত্তর :- (B)

9. নীলদর্পণ কে রচনা করেন? 

A. মাইকেল মধুসূদন দত্ত 

B. দীনবন্ধু মিত্র 

C. অবনীন্দ্রনাথ ঠাকুর 

D. বিশাখ দত্ত 

উত্তর :- (B)

10. মহাজন শব্দের অর্থ হল- 

A. ক্ষুদ্র রাজ্য 

B. বৃহৎ রাজ্য 

C. মাঝারি রাজ্য  

D. কোনটিই নয় 

উত্তর :- (B)

11. কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন? 

A. বিজয় মার্চেন্ট  

B. লালা অমরনাথ 

C. বিজয় হাজারে  

D. সি কে নাইডু

উত্তর :- (D)

12. ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? 

A. এপিজে আবদুল কালামকে 

B. নেতাজি সুভাষচন্দ্র বসুকে 

C. জহরলাল নেহেরু কে 

D. অটল বিহারি বাজপেয়িকে

উত্তর :- (A)

13. অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 

A. শিশির ঘোষ 

B. রামমোহন রায় 

C. দেবেন্দ্রনাথ ঠাকুর 

D. গিরিশ ঘোষ

উত্তর :- (A)

14. রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন মুঘল সম্রাট- 

A. মুহম্মদ শাহ 

B. বাহাদুর শাহ জাফর 

C. জাহাদার 

D. দ্বিতিয় আকবর

উত্তর :- (D)

15. শিখ ধর্মের প্রবর্তক কে? 

A. গুরু নানক 

B. কবীর 

C. চৈতন্যদেব 

D. গুরু অর্জুন সিং

উত্তর :- (A)

16. গঙ্গাইকোন্ড চোল উপাধি কে ধারণ করেন? 

A. প্রথম পরান্তক 

B. প্রথম রাজেন্দ্র চোল 

C. নরসিংহ বর্মন 

D. রাজরাজ চোল

উত্তর :- (B)

17. জগদ্বিখ্যাত নটরাজ মূর্তি কোন মন্দিরের? 

A. তাঞ্জোর 

B. মহাবলীপুরমের 

C. লিঙ্গরাজের 

D. মুক্তেশ্বরে

উত্তর :- (A)

18. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দিরের নির্মাতা কে? 

A. বিজয়া চোল 

B. রাজরাজ চোল 

C. প্রথম রাজরাজ 

D. প্রথম রাজাধিরাজ

উত্তর :- (B)

19. কোনারকের সূর্যমন্দিরটির নির্মাতা কোন রাজা? 

A. বীতপাল 

B. প্রথম নরসিংহ বর্মন 

C. দেবপাল 

D. প্রথম মহিপাল

উত্তর :- (B)

20. বিলহন রচিত গ্রন্থের নাম কি? 

A. বিক্রমাঙ্কদের চরিত 

B. মিতাক্ষর 

C. হর্ষবর্ধন চরিত 

D. বিক্রমাদিত্য চরিত

উত্তর :- (A)

21. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? 

A. দন্তী দুর্গ 

B. তৃতীয় গোবিন্দ 

C. প্রথম কৃষ্ণ 

D. প্রথম ধ্রুব

উত্তর :- (C)

22. কম্পোজের ´বেয়ন` মন্দিরটিতে কোন দেবতা অধিষ্ঠিত? 

A. রথমন্দির 

B. বৈকুণ্ঠ পেরুমনের মন্দির 

C. ত্রিপুরেশ্বরের মন্দির 

D. শিবের মন্দির

উত্তর :- (D)

23. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দিরটি হল– 

A. তাঞ্জোরের রাজরাজেশ্বরের মন্দির 

B. তাপির বিষ্ণুমন্দির 

C. মহাবলীপুরমের রথ-মন্দির 

D. আঙ্করভাটের বিষ্ণুমন্দির

উত্তর :- (D)

24. নিম্নলিখিত কোনটি পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত? 

A. বরবুদুরের স্তুপ 

B. কৈলাসনাথের মন্দির 

C. মহাবলীপুরমের রথ-মন্দির 

D. তাঞ্জোরের রাজবংশের মন্দির

উত্তর :- (A)

25. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত? 

A. গয়া 

B. ভোপাল 

C. বারানসী 

D. নেপাল

উত্তর :- (B)

26. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ? 

A. সোমপুরী বিহারের 

B. নালন্দা বিশ্ববিদ্যালয়ের 

C. বিক্রমশিলা বিহারের 

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

27. চর্যাপদ রচনা হয়েছিল কোন যুগে? 

A. গুপ্তযুগে 

B. মৌর্যযুগে 

C. পালযুগে 

D. সেনযুগে

উত্তর :- (C)

28. প্রাচীন ভারতের প্রথম কোন রাজাদের নৌবাহিনী ছিল? 

A. পল্লব 

B. চালুক্য 

C. পাল 

D. চোল

উত্তর :- (D)

29. কোন বিহারটি ভারতের সবথেকে প্রাচীন? 

A. ভালাবি 

B. তক্ষশীলা 

C. বুদ্ধবিহার 

D. নালন্দা

উত্তর :- (B)

30. অ্যালিফেন্ট গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি?

A. চালুক্য 

B. পল্লব

C. রাষ্ট্রকূট 

D. চোল

উত্তর :- (A)

আগের পর্ব –

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৬

---Advertisement---

Related Post

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

Leave a Comment