---Advertisement---

History MCQ Questions in Bengali Part 08 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৮

By Siksakul

Published on:

History MCQ Questions in Bengali Part 08
---Advertisement---

History MCQ Questions in Bengali Part 08: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৮” (History MCQ Questions in Bengali Part 08) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!

History MCQ Questions in Bengali Part 08 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৮


1. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? 

A. জাতক

B. রামায়ণ

C. মহাভারত

D. পঞ্চতন্ত্র 

উত্তর :- (A)

2. ওড়িশার কোন মন্দিরকে ´ব্ল্যাক প্যাগোডা` বলা হয়? 

A. ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির

B. পুরীর জগন্নাথের মন্দির

C. কোনারকের সূর্যমন্দির

D. এদের কোনোটিই নয় 

উত্তর :- (C)

3. পুরীর জগন্নাথের মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? 

A. পরমেশ্বর বর্মন

B. মহেন্দ্র বর্মন 

C. অনন্ত বর্মন

D. নরসিংহ বর্মন 

উত্তর :- (C)

4. আল বিরুনী কার সাথে ভারতে আসেন? 

A. মহম্মদ বিন তুঘলক

B. ইলতুৎমিস

C. সুলতান মামুদ

D. কুতুবুদ্দিন আইবক 

উত্তর :- (C)

5. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 

A. পনেরো বার

B. সতেরো বার

C. তেরো বার

D. বারো বার 

উত্তর :- (B)

6. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 

A. 1190 খ্রিস্টাব্দে

B. 1202 খ্রিস্টাব্দে

C. 1191 খ্রিস্টাব্দে

D. 1192 খ্রিস্টাব্দে 

উত্তর :- (D)

7. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? 

A. কুতুবুদ্দিন আইবক

B. মহম্মদ ঘোরি

C. চেঙ্গিস খাঁ

D. সুলতান মামুদ 

উত্তর :- (B)

8. সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? 

A. চেঙ্গিস খাঁ

B. মহম্মদ ঘোরি

C. নাদির শাহ

D. সুলতান মামুদ 

উত্তর :- (D)

9. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? 

A. জয়চাঁদ

B. আনন্দপাল 

C. জয়পাল

D. ইব্রাহিম লোদি 

উত্তর :- (C)

10. চাহেলগান বা চল্লিশ চক্র কোন সুলতান গঠন করেছিলেন? 

A. সুলতানা রিজিয়া

B. ইলতুৎমিস

C. ফিরোজ তুঘলক

D. মহম্মদ বিন তুঘলক 

উত্তর :- (B)

11. মধ্যযুগে রাষ্ট্রের গোড়াপত্তন কে করেছিলেন? 

A. বলবন

B. কুতুবুদ্দিন আইবক 

C. আলাউদ্দিন খলজি 

D. ইলতুৎমিস 

উত্তর :- (D)

12. লাখবকস নামে কে পরিচিত ছিলেন? 

A. বলবন

B. ইলতুৎমিস

C. কুতুবুদ্দিন আইবক 

D. মহম্মদ ঘোরি 

উত্তর :- (C)

13. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন? 

A. বলবন

B. মউজউদ্দিন 

C. কুতুবুদ্দিন আইবক 

D. এদের কেউ নন 

উত্তর :- (C)

14. মহম্মদ ঘোরি প্রকৃত নাম কি ছিল? 

A. মইজউদ্দিন 

B. সিহাবুদ্দিন

C. মহম্মদ সাম

D. এগুলির কোনোটাই নয় 

উত্তর :- (B)

15. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? 

A. চেঙ্গিস খাঁ

B. তৈমুরলঙ

C. মামুদ

D. মহম্মদ ঘোরি 

উত্তর :- (A)

16. অভিজ্ঞান শকুন্তলম ও মালবিকাগ্নি মিত্রম গ্রন্থটি রচয়িতা – 

A. আর্যভট্ট

B. ভারবি 

C. বিশাখা দত্ত

D. কালিদাস 

উত্তর :- (D)

17. অজন্তাগুহার   চিত্রাবলির অধিকাংশ সৃষ্টি হয় – 

A. মৌর্যযুগে 

B. গুপ্তযুগে 

C. পালযুগে 

D. সেনযুগে 

উত্তর :- (B)

18. বাংলায় ফরাসীদের প্রধান ঘাঁটি কোথায় ছিল?  

A. হুগলি 

B. সুরাট

C. সপ্তগ্রাম 

D. চন্দননগর 

উত্তর :- (D)

19. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

A. সামন্ত সেন 

B. বিজয় সেন 

C. লক্ষণ সেন 

D. বল্লাল সেন 

উত্তর :- (A)

20. কংসাবতী নদীর অপর নাম কী?

A. কুমারী নদী

B. কাঁসাই নদী

C. গন্ধেশ্বরী 

D. শিলাবতী  

উত্তর :- (B)

21. দেহের বহিরাবরণ গঠনকারী অংশ কী?

A. লোম

B. ত্বক 

C. অঙ্গ  

D. নখ 

উত্তর :- (B)

22. দেহের কলাগুলি মিলে গঠন করে – 

A. তন্ত্র 

B. অঙ্গ  

C. কোশ

D. সিস্টেম  

উত্তর :- (B)

23. দেহের অঙ্গ গুলি মিলে  গঠন করে – 

A. কোশ

B. কলা

C. তন্ত্র

D. লিগামেন্ট 

উত্তর :- (C)

24. রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক রচনা করেন –

A. রাজ্যবর্ধন

B. হর্ষবর্ধন

C. বানভট্ট

D. শীলভদ্র 

উত্তর :- (B)

25. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন- 

A. ধর্মপাল 

B. গোপাল

C. দেবপাল  

D. নারায়ন পাল 

উত্তর :- (B)

26. ভারতে পরিবেশ রক্ষায় আইন পাস হয় কত সালে? 

A. 1972 সালে

B. 1978 সালে

C. 1984 সালে

D. 1986 সালে 

উত্তর :- (D)

27. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? 

A. নগরকেন্দ্রিক

B. শহরকেন্দ্রিক 

C. কৃষিকেন্দ্রিক 

D. কোনটিই নয় 

উত্তর :- (C)

28. চরমপন্থী দলের তাত্ত্বিক নেতা কে ছিলেন? 

A. অরবিন্দ ঘোষ

B. বালগঙ্গাধর তিলক 

C. লালালাজপত রায় 

D. বিপিনচন্দ্র পাল 

উত্তর :- (A)

29. আলাউদ্দিন খলজির আসল নাম কি ছিল?  

A. শাহ দুরানি 

B. তৈমুচিন

C. আলি গুরসাপ

D. কোনোটিই নয় 

উত্তর :- (C)

30. কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? 

A. সৈয়দ আহমেদ খান

B. সৈয়দ মুজতবা আলি 

C. মৌলানা আবুল কালাম আজাদ 

D. মৌলানা  মহম্মদ আলি 

উত্তর :- (A)

আগের পর্ব –

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৭

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৫

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৪

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment