---Advertisement---

History MCQ Questions in Bengali Part 09 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৯

By Siksakul

Published on:

History MCQ Questions in Bengali Part 09
---Advertisement---

History MCQ Questions in Bengali Part 09: ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের অতীতের ঘটনাগুলি জানার এবং শেখার সুযোগ দেয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অংশ আমাদের বর্তমানকে প্রভাবিত করে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। তাই আমরা নিয়ে এসেছি “ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৯” (History MCQ Questions in Bengali Part 09) । এই সিরিজের মাধ্যমে আপনি পাবেন গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন ও উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করবে। প্রতিটি পর্বে আমরা তুলে ধরবো বাছাই করা MCQ প্রশ্নাবলী যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, রেলওয়ে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাহায্য করবে। তাহলে চলুন, ইতিহাসের মজার জগতে ডুব দিয়ে শিখে নিন নতুন কিছু!

History MCQ Questions in Bengali Part 09 | ইতিহাস MCQ প্রশ্ন উত্তর বাংলা পর্ব ০৯

1.  গদর শব্দের অর্থ  কী?

A. পার্টি   

B. বিপ্লব  

C. সোসাইটি  

D. পরিবর্তন  

 উত্তর :- (B)

2. কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? 

A. শ্রীরঙ্গপত্তমের সন্ধি  

B. মাদ্রাজের সন্ধি  

C. সলবাই -এর সন্ধি   

D. ম্যাঙ্গালোরের সন্ধি 

 উত্তর :- (B)

3. বর্তমান ভারত কার রচনা? 

A. স্বামী বিবেকানন্দ   

B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  

C. রাজা রামমোহন রায়  

D. রামতনু লাহিড়ী 

 উত্তর :- (A)

4. মুম্বাই এবং পুণের মধ্যে কোন গ্যাপ রয়েছে?  

A. পালঘাট   

B. ভোরঘাট    

C. থলঘাট   

D. কোনওটিই নয়  

 উত্তর :- (B)

5. বালগঙ্গাধর তিলক কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

A. বন্দেমাতরম   

B. কেশরি  

C. ইন্দুকুশ  

D. ভারতমাতা  

 উত্তর :- (B)

6. প্রথম জৈন তীর্থঙ্কর –

A. আরিশ্তনেমি

B. পার্শ্বনাথ

C. অজিতনাথ

D. ঋষভ

 উত্তর :- (D)

7. অজন্তার চিত্রগুলি অনুপ্রাণিত –

A. করুণাময় বুদ্ধ

B. রাধা-কৃষ্ণ লীলা

C. জৈন তীর্থঙ্কর

D. মহাভারতের যুদ্ধ

 উত্তর :- (A)

8. কোলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?

A. হলদিয়া

B. চেন্নাই

C. কোচিন

D. কোলাঘাট

 উত্তর :- (A)

9. সারা ভারতের আপাতকালীন অবস্থা কে জারী করতে পারেন ?

A. প্রধানমন্ত্রী

B. রাষ্ট্রপতি

C. লোকসভার অধ্যক্ষ

D. প্রধান সেনাপতি

 উত্তর :- (B)

10. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

A. এম.জি. রানাডে

B. জি.ভি. যোশী

C. নৌরজি ফাডুনজি

D. জি.এইচ. দেশমুখ

 উত্তর :- (B)

11. বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?

A. কাঞ্চি

B. মাদুরাই 

C. শ্রী শৈলন

D. তানজাভুর

 উত্তর :- (D)

12. মহাবলীপুরম কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত ?

A. পল্লব 

B. পান্ড্য

C. চোল

D. চালুক্য

 উত্তর :- (A)

13. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ? 

A. বালি

B. পাঞ্চাল 

C. গ্রামমুখ

D. গ্রামণী 

 উত্তর :- (D)

14. কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন ?

A. হরিজনদের অধিকার সুরক্ষা   

B. আইন অমান্য আন্দোলন  

C. নীল চাষীদের সমস্যা সমাধান   

D. কোনটাই নয় 

 উত্তর :- (C)

15. অসহযোগ আন্দোলন কবে প্রতাহার করা হয় ?

A. ফেব্রুয়ারি 1922 

B. ফেব্রুয়ারি 1921  

C. ফেব্রুয়ারি 1922 

D. ফেব্রুয়ারি 1922

 উত্তর :- (A)

16. গান্ধীজির কাছে অহিংসা ছিল ?

A. একমাত্র উদ্দেশ্য  

B. বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পথ  

C. নিস্ক্রিয় প্রতিক্রিয়া  

D. কোনটাই নয় 

 উত্তর :- (C)

17. করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন  ?

A. নেতাজি   

B. গান্ধীজি   

C. আনন্দমোহন বসু   

D. সুরেন্দ্রনাথ   

 উত্তর :- (B)

18. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন?

A. আব্দুল গফফর খান  

B. মহম্মদ আলী   

C. গান্ধীজি 

D. মহম্মদ আলি জিন্নহ

 উত্তর :- (A)

19. গান্ধীজি কোন আন্দোলনের সাথে যুক্ত হন  ?

A. আইন অমান্য  

B. অসহযোগ  

C. ভারত ছাড় 

D. নীল চাষের বিরুদ্ধে (1917 )

 উত্তর :- (B)

20. সূর্যসিদ্ধান্ত গ্ৰন্থটি কে রচনা করেন ?

A. আর্যভট্ট

B. মহেন্দ্র বর্মণ

C. হর্ষবর্ধন

D. বানভট্ট

 উত্তর :- (A)

21. মুদ্রারাক্ষসের রচয়িতা কে ?

A. বানভট্ট

B. বিশাখাদত্ত

C. শুদ্রক

D. কালিদাস

 উত্তর :- (B)

22. গ্ৰিসের রাজধানীর নাম কি ?

A. ওসলো

B. এথেন্স

C. ব্যাঙ্কক

D. বেজিং

 উত্তর :- (B)

23. পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল –

A. বিপিনচন্দ্র পাল

B. যতীন দাস

C. লালা লাজপৎ রায়

D. লালা হরদয়াল

 উত্তর :- (C)

24. A Century Is Not Enough – বইটির রচয়িতা কে ?

A. শচীন তেন্ডুলকর

B. ভি.ভি.এস. লক্ষণ

C. রাহুল দ্রাবিড়

D. সৌরভ গাঙ্গুলি

 উত্তর :- (D)

25. মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?

A. তাপ্তি

B. তুঙ্গভদ্রা

C. নর্মদা

D. মাহী

 উত্তর :- (C)

আগের পর্ব –

⦿ ইতিহাস MCQ পর্ব – ০৮

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment