---Advertisement---

ICDS Practice Set 2024 | অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৯

By Siksakul

Published on:

ICDS Practice Set 2024
---Advertisement---

ICDS Practice Set 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

ICDS Practice Set in Bengali l ICDS Practice Set 2024

1. জন্মের পর একটি শিশুর স্বাভাবিক উচ্চতা কত হওয়া উচিত?

[A] 20 থেকে 22 ইঞ্চি
[B] 10 থেকে 12 ইঞ্চি
[C] 15 থেকে 17 ইঞ্চি
[D] 22 থেকে 25 ইঞ্চি

উত্তরঃ [A] 20 থেকে 22 ইঞ্চি

2. কার্ডাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] ত্বক
[B] জিভ
[C] হৃদপিণ্ড
[D] কান

উত্তরঃ [C] হৃদপিণ্ড

3. কোন্ খনিজ লবনের অভাবে গলগন্ড বা গয়টার রোগ হয়?

[A] সোডিয়াম
[B] আয়োডিন
[C] পটাশিয়াম
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] আয়োডিন

4. পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত?

[A] 2%
[B] 7%
[C] 5%
[D] 3%

উত্তরঃ [D] 3%

5. টেস্ট খেলায় কোন্ ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি-শত রান করেছেন?

[A] সুনীল গাভাসকার
[B] সচিন তেন্ডুলকার
[C] বিরাট কোহলি
[D] বীরেন্দ্র সেহবাগ

উত্তরঃ [C] বিরাট কোহলি

6. স্ট্রোমাতে কোন্ প্রকার রাইবোজোম দেখা যায়?

[A] 70S
[B] 80S
[C] উভয় প্রকার
[D] কোনটিই নয়

উত্তরঃ [A] 70S

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৮

7. Usain Bolt-একজন—

[A] সাঁতারু
[B] দৌড়বিদ
[C] বাস্কেটবল খেলোয়াড়
[D] তীরন্দাজ

উত্তরঃ [B] দৌড়বিদ

8. উদ্ভিদ দেহে সিভনলের মাধ্যমে কিসের পরিবহন ঘটে?

[A] জল
[B] বায়ু
[C] খাদ্য
[D] তাপ

উত্তরঃ [C] খাদ্য

9. ম্যালেরিয়া রোগের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?

[A] নিকোটিন
[B] রেসারপিন
[C] ডাটুরিন
[D] কুইনাইন

উত্তরঃ [D] কুইনাইন

10. নিম্নলিখিত কোনটি ইউরোটেলিক প্রকৃতির?

[A] মাছ
[B] মানুষ
[C] পাখি
[D] কেঁচো

উত্তরঃ [B] মানুষ

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. The recruitment will cover ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment