Anganwadi Workers and Helpers Practice Set 45: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।
ICDS Practice Set in Bengali l Anganwadi Workers and Helpers Practice Set 45
1. কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়?
[A] ক্যালসিয়াম ও ফসফরাস[B] আয়রন বা লৌহ
[C] সোডিয়াম
[D] পটাশিয়াম
উত্তরঃ [B] আয়রন বা লৌহ
2. ভারতবর্ষে মোট সাক্ষরতার হার কত শতাংশ?
[A] 95 শতাংশ[B] 89 শতাংশ
[C] 78 শতাংশ
[D] 74 শতাংশ
উত্তরঃ [D] 74 শতাংশ
3. রিকেট রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] পা[B] গলা
[C] অস্থি বা হাড়
[D] কান
উত্তরঃ [C] অস্থি বা হাড়
4. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?
[A] 7 এপ্রিল[B] 9 এপ্রিল
[C] 6 এপ্রিল
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] 7 এপ্রিল
5. রাভি ইরাবতী নদী ঋকবেদে কী নামে খ্যাত?
[A] বিতস্তা[B] আসিকিনি
[C] পুরুষনি
[D] শতদ্রু
উত্তরঃ [C] পুরুষনি
6. একজন স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত?
[A] 100/70mm Hg[B] 100/120mm Hg
[C] 80/120mm Hg
[D] 120/80mm Hg
উত্তরঃ [D] 120/80mm Hg
7. যোগ দর্শনের ব্যাখ্যা দেন—
[A] পতঞ্জলি[B] শঙ্করাচার্য
[C] জামিনি
[D] গৌতম
উত্তরঃ [A] পতঞ্জলি
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৪
8. বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কারণ ঐ পাতায় আছে—
[A] অক্সালিক অ্যাসিড[B] ফরমিক অ্যাসিড
[C] জিংক ক্লোরাইড
[D] সালফিউরিক অ্যাসিড
উত্তরঃ [A] অক্সালিক অ্যাসিড
9. আর্য কথাটির আক্ষরিক অর্থ—
[A] শিক্ষিত[B] মহান
[C] পুরোহিত
[D] যোদ্ধা
উত্তরঃ [B] মহান
10. নিষিক্ত ডিম্বানুকে বলা হয়—
[A] শুক্রাণু[B] স্পোর
[C] জাইগোস্পোর
[D] জাইগোট
উত্তরঃ [D] জাইগোট