---Advertisement---

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1

By Siksakul

Published on:

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1
---Advertisement---

Railway Group D Exam Question Answers Part 1: রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই ব্লগে আমরা রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরণ এবং সময় ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে আমাদের এই গাইড আপনার জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। তাই সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে, আজই প্রস্তুতি শুরু করুন!

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1

১. হ্যাভারসিয়ান তন্ত্র মানুষের শরীরে কোথায় অবস্থিত?  উঃ অস্থি।

২. HIV কোন ধরনের ভাইরাস? উঃ RNA ভাইরাস।

৩. পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? উঃ পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ।

৪. নারকেলের কোন অংশটি আমরা খাই? উঃ সস্য।

৫. পাতায় ‘ঢোকানো পত্ররন্ধের’ উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? উঃ জেরোফাইট।

৬. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? উঃ ছাল।

৭. কোন ধাতুর আয়ন সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? উঃ লৌহ।

৮. কে ‘স্বদেশ বান্ধব’ সমিতি প্রতিষ্ঠা করেন? উঃ অশ্বিনীকুমার দত্ত।

৯. ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উঃ ওয়াটসন এবং ক্রিক।

১০. চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উঃ সবুজ গ্রন্থি।

১১. বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয় তার নাম কি? উঃ কার্বন ডাই অক্সাইড।

১২. কোন প্রাণীর দেহে রুমিনেটিং পাকস্থলী দেখা যায়? উঃ গরু।

১৩. শ্বসনে সাইটোসল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উঃ গ্লাইকোলাইসিস।

১৪. এন্থেরা আসামা থেকে কোন ধরনের রেশম সংগৃহীত হয়? উঃ মুগা রেশম।

১৫. ক্লাডোগ্রাম কোন প্রকল্পের ব্যাখ্যা করে? উঃ ট্যাক্সোনমি সম্পর্ক।

১৬. মানবদেহে নিজস্ব ওজনের তুলনায় শতকরা কি হারে জল থাকে? উঃ 66 ভাগ।

১৭. ভিটামিন সি -এর রাসায়নিক নাম কি? উঃ এসকরবিক এসিড।

১৮. কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? উঃ গলগন্ড।

১৯. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উঃ রামমোহন রায়।

২০. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উঃ নবগোপাল মিত্র।

২১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

২২. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উঃ বারিন্দ্র ঘোষ।

২৩. ‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন? উঃ পি মিত্র।

২৪. আমাদের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ কে রচনা করেছিলেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৫. সংবিধানের কোন সংশোধনীতে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উঃ 61 তম সংশোধনী।

২৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি পৃথক হয়? উঃ মেটাফেজ দশায়।

২৭. কে ভারতীয় জাতীয় কংগ্রেস কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন? উঃ এ ও হিউম।

২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? উঃ জমিদার প্রথা।

২৯. ভারতের সর্বাপেক্ষা শিল্পোন্নত রাজ্য কোনটি? উঃ মহারাষ্ট্র।

৩০. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নগরের সংখ্যা কয়টি? উঃ 119 টি।

৩১. ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন- এর মূল নকশা কত সালে অনুমোদিত হয়? উঃ  1981 সালে।

৩২. ভারতের সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? উঃ 42 তম সংশোধনীর দ্বারা।

৩৩. ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? উঃ অন্ধ্রপ্রদেশ।

৩৪. কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করে/করেন? উঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment