---Advertisement---

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1

By Siksakul

Published on:

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1
---Advertisement---

Railway Group D Exam Question Answers Part 1: রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই ব্লগে আমরা রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরণ এবং সময় ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে আমাদের এই গাইড আপনার জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। তাই সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে, আজই প্রস্তুতি শুরু করুন!

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1

১. হ্যাভারসিয়ান তন্ত্র মানুষের শরীরে কোথায় অবস্থিত?  উঃ অস্থি।

২. HIV কোন ধরনের ভাইরাস? উঃ RNA ভাইরাস।

৩. পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? উঃ পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ।

৪. নারকেলের কোন অংশটি আমরা খাই? উঃ সস্য।

৫. পাতায় ‘ঢোকানো পত্ররন্ধের’ উপস্থিতি কোন প্রকার উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য? উঃ জেরোফাইট।

৬. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? উঃ ছাল।

৭. কোন ধাতুর আয়ন সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? উঃ লৌহ।

৮. কে ‘স্বদেশ বান্ধব’ সমিতি প্রতিষ্ঠা করেন? উঃ অশ্বিনীকুমার দত্ত।

৯. ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া কে আবিষ্কার করেন? উঃ ওয়াটসন এবং ক্রিক।

১০. চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উঃ সবুজ গ্রন্থি।

১১. বায়ুমণ্ডলে যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয় তার নাম কি? উঃ কার্বন ডাই অক্সাইড।

১২. কোন প্রাণীর দেহে রুমিনেটিং পাকস্থলী দেখা যায়? উঃ গরু।

১৩. শ্বসনে সাইটোসল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উঃ গ্লাইকোলাইসিস।

১৪. এন্থেরা আসামা থেকে কোন ধরনের রেশম সংগৃহীত হয়? উঃ মুগা রেশম।

১৫. ক্লাডোগ্রাম কোন প্রকল্পের ব্যাখ্যা করে? উঃ ট্যাক্সোনমি সম্পর্ক।

১৬. মানবদেহে নিজস্ব ওজনের তুলনায় শতকরা কি হারে জল থাকে? উঃ 66 ভাগ।

১৭. ভিটামিন সি -এর রাসায়নিক নাম কি? উঃ এসকরবিক এসিড।

১৮. কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? উঃ গলগন্ড।

১৯. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উঃ রামমোহন রায়।

২০. জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? উঃ নবগোপাল মিত্র।

২১. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

২২. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উঃ বারিন্দ্র ঘোষ।

২৩. ‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন? উঃ পি মিত্র।

২৪. আমাদের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ কে রচনা করেছিলেন? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৫. সংবিধানের কোন সংশোধনীতে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? উঃ 61 তম সংশোধনী।

২৬. মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি পৃথক হয়? উঃ মেটাফেজ দশায়।

২৭. কে ভারতীয় জাতীয় কংগ্রেস কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন? উঃ এ ও হিউম।

২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল? উঃ জমিদার প্রথা।

২৯. ভারতের সর্বাপেক্ষা শিল্পোন্নত রাজ্য কোনটি? উঃ মহারাষ্ট্র।

৩০. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নগরের সংখ্যা কয়টি? উঃ 119 টি।

৩১. ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন- এর মূল নকশা কত সালে অনুমোদিত হয়? উঃ  1981 সালে।

৩২. ভারতের সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’ এই শব্দ দুটি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? উঃ 42 তম সংশোধনীর দ্বারা।

৩৩. ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য কোনটি? উঃ অন্ধ্রপ্রদেশ।

৩৪. কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে অনুমোদন করে/করেন? উঃ জাতীয় উন্নয়ন পরিষদ।

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment